মৌন মাস্তুল

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ০৬/০২/২০১০ - ১২:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

জলই চিনেছি মাত্র
দিগদর্শক ভাঙা মাস্তুল- ক্ষিপ্ত হাওয়ায় বিদ্ধ
থেমে গেছে- জৈবিক থাবায়।
যৌগিক হয়েছে পথ, ভেঙে যায় প্রিয় আয়না
ভয়ের বিন্যাসে নত জানালার আলো সততায়
বিছিয়েছে মিথ্যার চাদর;
আত্মিক প্রসঙ্গ শুয়ে, শংকাকুল রন্ধ্র জুড়ে
পোকামাকড়ের বরাভয়!

পায়ের ধূলায় মৌন
এক একটি সভ্যতার ইঁট,
অলীক শহরে বাড়ে বাণীচিত্র,‌ পুরানো কবিতা
বন্ধ্যা স্বপ্নের পায়ে যৌবনের লালিত নূপুর!

জলই চিনেছি মাত্র
সাঁতার শেখালে তুমি নিজে!
সে ভ্রমণ চুরি হয়, ক্লান্তি জমে
এখন উন্মত্ত সেই ঋষভের প্রেমে
মাকড়শা লালার জালে
পা বেঁধেছে অবোধ ময়াল।

অন্ধকারে যদি চোখ থামে, ( দেখে নিও)
জলের তলায় এক নিঃসঙ্গ ভাঙা মাস্তুল,
বর্ষ যাপনের ভাঙা ভুল
বিমর্ষ প্রত্যয়ের বোধোদয়!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভালোবাসার ঘোলা জলে
আজো জীবনের তৃষ্না নিবারন করি
পরম উল্লাশে,
উপেক্ষিত দিন গুলি কথা
বোতলের গড়ল বোঝে না
শুধুই ঝিমুনি স্বভাব
রজনী সজনী বিহীন।
ঘোর লাগা চোখে খুজিঁ
মুক্তির পিশাচ নৃত্ত

কবিতা ভালো লেগেছে
খেয়ালীমন

তিথীডোর এর ছবি

চলুক মণিকাদি!

--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।