চন্দ্রকোষের কাছে

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শুক্র, ২৮/০৫/২০১০ - ৭:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাকে নাওনি সাথে
পুঁতে রেখে গেছ এই ঝুলন্ত বারান্দা রঙমোহে
মনে হলো পথে নামি
মাঝরাতে ঘাসে শুয়ে আকন্ঠ কবিতা শোনাই
শুষে নেই মানুষের সভ্যতার পুরা ইতিহাস-
শুরু শেষ বৈকল্য অন্ধকার
অর্ধেক রাত জুড়ে কপালের অর্ধেক রেখা
পড়বো পড়াবো
অযাত্রা মিলিত হবে অগস্ত্য ভ্রমণে।

এতদিন পরে এলে বুঝে নিতে নতুন ভাষার বিবমিষা
অক্ষর পুরানো হয়ে দীর্ঘস্বর মুছে মুছে যায়
শূন্য ছাড়া অন্য অর্থে অর্থহীন বিকালের স্নান
রয়েছি কি বিরহে কাতর
কাতর কি হয়েছি এই ক্লান্তির মিলনে-
কাতরতা আমাকে মানায়?

সূত্রহীন প্রাণহীন প্রান্তরের শীত
অপেরার নিঃসঙ্কোচ আদরের ভোর
আমাকে নামাও পথে (দোহাই তোমার)
ছিঁড়ে ফেল অবাস্তব মোহ মানবিক
পাখির জীবন শুধু
সত্য-মিথ্যা বিষাদের বালিয়াড়ী
ছুঁয়ে দেখি চেখে দেখি
খেয়ে ফেলি মৃত্যুর বাড়ন্ত যুবা কোষ
এখনও সময় আছে, সূর্যোদয়ের এখনও বাকি!


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো লাগলো। প্রথম অংশটি বেশী ভালো লেগেছে।

অতিথি লেখক এর ছবি

বাহ !

বেশ ভালো ।

প্রখর-রোদ্দুর

তিথীডোর এর ছবি

চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ লাগলো হাসি

ফকির লালন এর ছবি

ভালো লাগলো। ক্যামন যেন একটা ছবি আঁকা হয়ে যায় মনে, খাসা।

মণিকা রশিদ এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।