ওডিসিয়াস

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ৩১/০৭/২০১০ - ১১:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রজাপতি সময়কে নকশি সূতোয় তুলে
অব্যয় রূপ দেব ভেবেছি কতটা কাল
তোমার ওই হাত ধরে... রুক্ষ-কঠিন হাত
তোমার ওই প্রলম্বিত হাত, শীতের বাগানে এসে
বৃদ্ধ কবিতা সব সরাতে সরাতে জ্বেলে দেবে
একাধিক সামুদ্রিক ঢেউয়ের প্রদীপ!
তোমার ওই হাতে, ভেবেছি কতটা কাল
তোমার ওই লবণাক্ত ঝাউবন-কাঁটাবনে
ফোটাবো কোমল ডেফোডিল...

তখন কি জানতাম
তোমার ওই হাত শুধু ভ্রমণ পিয়াসী;
বৈশালী অন্ধকার তীরে এসে ভিড়বার আগে
দেনায় আহত চোরা স্রোত
কেবলই ভাসিয়ে নেবে সারল্যের প্রতিকী কবিতা!

তখন কি জানতাম এরকম অগণিত নগর-বন্দর তুমি
ফেলে এসেছো- রূপমুগ্ধ বালকের মত!

তখন কি জানতাম-
তোমার ওই হাত
কেবলই অপেক্ষারত, অল্পচেনা দ্বীপে গিয়ে
খুঁজে পেতে
নতুন জাহাজে বুনো পাল।


মন্তব্য

গৌতম এর ছবি

আপনার কবিতা পড়তে ভালো লাগে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খুব ভালো লাগল। এটার নারী কণ্ঠে আবৃত্তি শুনতে মঞ্চায়। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পান্থ রহমান রেজা এর ছবি

ম্যালা ভালো লাগলো!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

একটু অতৃপ্তি থেকে গেল। খালি মনে হল সবটাতো শোনা হলনা বা জরুরী কোন কথাটা যেন বাদ পড়ে গেছে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।