সিগারেটের জন্য ভালোবাসা

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শুক্র, ১৫/০২/২০০৮ - ১১:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবসরে আমি তোমাকে চাই... দেখা না-দেখায় আমি তোমাকে চাই, না-বলা কথায় আমি তোমাকে চাই... অনুরোধে মিনতিতে তোমাকে চাই, বেদনার আরতিতে তোমাকে চাই... শান্তি-অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই...

বড্ড সিগারেট খেতে ইচ্ছে করছে। ধোঁয়া উড়িয়ে রিক্সায় ঘুরতে চায় মন আমার- একা একা। শেষ ছুঁয়েছিলাম বছরের শেষ রাতটাতে। অনেকদিন হয়ে গেলো! আজ so-called ভালোবাসা দিবস; খুব করে টানছে সিগারেট আমায়।

কী সুন্দর হীমস্পর্শী সমীরণের রাজত্বে শেষ বিকেল গোধূলীর কোলে! ধূসর-শুভ্র আকাশের দিকে চেয়ে ধোঁয়ারে কুন্ডলী দৃষ্টিতে পাক খায়, সেই ধূসর টান কাছে ডাকে... সাড়া দেই না।

অবহেলা ভরে সেদিন ছুঁড়ে ফেলে দিয়েছিলাম! আবার ঠোঁটে তুলে যদি বিরক্ত হয়ে উঠে মন! আবার যদি সেই তিক্ত স্বাদটা ফিরে আসে! আবার যদি সকল ভালোবাসা উবে যায়! এর চেয়ে বরং দূরত্বই ঢের ভালো। ভালোবাসা থেকে যাবে। শেষ সুখটান বলে যে কথাটা আছে, সেই সুখের থেকে এই দূরে থাকার তৃপ্তির ব্যাপকতা অসীমের কাছে।।
___________________________________
১৪ ফেব্রুয়ারি ২০০৮ @ ১৮:০৪
Window-seat-এ বসে আকাশ বাতাস আর সে...


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

আপনি তো দেখি সিগারেটের জন্য ভালোবাসায়
আমার সাথে ভালোই প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন।
---------------------------------
if smokin is not allowed in heaven
I shall not go

মৃন্ময় আহমেদ এর ছবি

আমি!!! হ্যাঁ... বেশ হবে। তবে সিগারেটের প্রতি লালিত ভালোবাসা আবার ধোঁয়ায় উড়িয়ে দেবো কিনা সেটা ভাববার বিষয়।। হাসি
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

অতিথি লেখক এর ছবি

সিগারেটের প্রতি ভালবাসাটা যদি এমন হয় তো খুবই ভাল।
ক্ষতিকরের বদলে উপকারী ভালবাসা।
এ রকমের ভালবাসা অর্জন করতে চাইলে অনেকেই ধূমপান ত্যাগ করতে পারেন।

-----------------
মুহাম্মদ

মৃন্ময় আহমেদ এর ছবি

ভীষণ ভাবে সহমত।। ধন্যবাদ।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জীবনটা সিগারেট
ইচ্ছেগুলো ধোঁয়া
স্বপ্নগুলো ছাই।

মৃন্ময় আহমেদ এর ছবি

আর তামাকগুলো!!
বেঁচে থাকার তিক্ততা...

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

রাতুল এর ছবি

জনৈক বন্ধু জলন্ত সিগারেট দেখিয়ে একটু বাড়িয়েই বলেছিলো

বউ ছাড়তে পারবো এটা পারবো না।

মৃন্ময় আহমেদ এর ছবি

মন্তব্য নেই।। ধন্যবাদ।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

শ্যাজা এর ছবি

শেষে সিগারেটের প্রেমে পড়লা?

রেটিং দিসি।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

মৃন্ময় আহমেদ এর ছবি

হাসি ধন্যবাদ।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

দ্রোহী এর ছবি

হায়রে সিগারেট.....

আরেকটু হইলে বউ হারাইতাম !!


কি মাঝি? ডরাইলা?

মৃন্ময় আহমেদ এর ছবি

তাহলে বউ এখনো আছে! চোখ টিপি

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।