ফিরিয়ে দাও আমাদের সংসদ, ফিরিয়ে দাও গনতন্ত্র

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: শুক্র, ০১/০২/২০০৮ - ২:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফিরিয়ে দাও আমাদের সংসদ, ফিরিয়ে দাও গনতন্ত্রফিরিয়ে দাও আমাদের সংসদ, ফিরিয়ে দাও গনতন্ত্র
দেখতে দেখতেই চলে যাচ্ছে দিনগুলো । সুন্দরের আগামীর স্বপ্নে বিভোর মানুষগুলোর ভ্রম কাটছে দুঃস্বপ্নের জাতাকলে পিষ্ট হয়ে । ১৫ বছরের গনতন্ত্রের স্বাদে বকেঘেয়ে হয়ে সবাই হয়তো স্বাদ বদলাতে চেয়েছিল । কিন্তু মাত্র কিছুদিনের অভিজ্ঞতাতেই জনগণ নাভিশ্বাস ! আর চাই না । আমাদের ফিরিয়ে দাও আগের দিনগুলোই । তোমাদের সুশীল নামধারী কুটিল অবস্থার অবসান হোক ।
চালের দাম বাড়ছে কেন, কারো মুখে আওয়াজ নেই । উত্তর দেয় চকিদার মাইনুদ্দি, আমরা তো জানি না।
খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি লাগামহীন কেন ?? দেশে দুর্নীতি-রাজনীতি মুক্ত তারপর দাম কমে না কেন ??
উত্তর দেয় ঘুরে ফিরে সেই মাইনুদ্দি, সিন্ডিকেট....
এখন কিসের আবার সিন্ডিকেট??মুখের পানি দিয়ে কুলকুচি করতে মাইনুদ্দি বলে সুশীল সিন্ডিকেট । সাবটাজ, বিশেষ মহল .... সেই একই ব্যাপার ।

জনগন হাপিয়ে উঠে, প্রশ্ন এতো কিন্তু উত্তর দেবার কেউ নাই । চাই এই ভুততন্ত্র ।তার থেকে আমাদের সেই গনতন্ত্র ভালো ।

বাতাসে এখন আবার নতুন সূর । একটি বিশেষ মহল দেশের গনতন্ত্রকে অস্থিতিশীল করে এই তত্ত্বাবধায়ক সরকার এনেছিল । এখন তারাই নাকি তত্তবাবধায়ক সরকারকে ব্যর্থ করে নিজেদেরকে ক্ষমতায় বসাতেই এতো কিছু করছে । তাদের হাতে ক্ষমতা গেলেই নাকি দেশে বেহেস্তের বাতাস বইবে । মেই বাতাসে আরো ঘি ঢালে আমাদের সময়ের নাইমুদ্দি । বলে এরশাদের একনায়কতন্ত্রই ভালো । প্রতিদিন কলাম লিখতে লিভতে কলম ভাংগে । কিন্তু আমাদের সেই বেহেস্তী বাতাসের দরকার নাই ।

তার থেকে , ফিরিয়ে দাও আমাদের সংসদ, ফিরিয়ে দাও গনতন্ত্র । হয়তো ছবির এই শিশুটিও চায় সংসদে ফিরে আসুক প্রাণ, ভরে উঠুক কর্ম চাঞ্চল্যে । সেই আমাদের ভালো ।
ছবিসূত্রঃ মাই আর্কিটেক ফিল্ম থেকে নেয়া ।


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ফিরিয়ে দাও আমাদের সংসদ, ফিরিয়ে দাও গনতন্ত্র

ফিরিয়ে নাও ঘাতক কাঁটা!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।