ভরা পেটে ক্ষুধার্ত মানুষের জন্য কয়েক ছত্র ব্লগঃ মানুষ বাঁচবে তো ??

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: বিষ্যুদ, ১০/০৪/২০০৮ - ৩:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি বর্তমান যে উচুঁ অট্টালিকায় চুড়ই পাখির মতন থাকি, তার ব্যালকনি থেকে বিডিআর এর ন্যায্যমূল্যের (মোটা চালের কেজি ২৫ টাকাই যখন ন্যায্য মূল্য হয়!!!) দোকান দেখা যায় । প্রতিদিনই দেখি সকাল দশটায় লাইনটির যে দৈর্ঘ্য বিকেল তিনটাতেও তার দৈর্ঘ্য খুব একটা কমে না । পত্রিকায় তিন কলাম দুই ইঞ্চ জায়গা দখল করে রাখে এই সব ক্ষুধার্ত মানুষের চেহারা । আস্তে চোখ বুলিয়ে নেমে যাই অন্য কোন আকর্ষনীয় খবরে । কতজন রেশনের চাল নে পেয়ে ক'দিন উপোস আছে সেটা পড়ে কি লাভ ?? তার থেকে হিলারী না ওবামা সেদিকে আমাদের আগ্রহ বেশী । প্রতিদিন ক্ষুধার্ত মানুষের ক্ষুধা বাড়ছে.. চালের দাম বাড়ছে আর আমরা নির্বিকার । যেন এমনই তো হবার কথা ছিল !!!
সেদিন চায়ের দোকানে দাড়িয়ে সবচেয়ে আশ্চর্য হলাম যখন শুনি একটি বনরুটির দাম ৬ টাকা !! ২টাকার বনরুটি কবে ৬ টাকা হলো?? হায়রে দেশ !!
আর রাষ্ট্রের দায়িত্বরতরা অনাবরত বলে যাচ্ছে দেশে কোন খাদ্য ঘাটতি নেই, পর্যাপ্ত চালের মজুদ আছে । আর সেই মুজুদ চালে ১৫ টাকা ভুর্তকি দিয়ে ন্যায্য মূল্যের দোকানে বেচা হয় ২৫ টাকায় ।
চালের উপর নির্ভরশীলতা কমিয়ে আলু খান, আমাদের সেনাপ্রধান জনগণকে জ্ঞান দেয় । রেশনের ১.২৫ দরের চাল খেয়ে ক্ষুধার্ত মানুষকে এমন জ্ঞান দেয়াই যায় । মানুষের কপালে যখন একমুঠো ভাত জোটেনা সেখানে তার সাথে আলু ?? সে তো পরম স্বপ্ন । একদিন সে আলু মেখে ভাত খাবে ।

হায়রে স্বদেশ । মানুষ বাঁচবে তো এবার??


মন্তব্য

সুবিনয় মুস্তফী এর ছবি

বোরো শস্য কবে কাটা হচ্ছে? তার অবস্থা কি? এতে কি আকাল কিছু কমবে বা থামবে?

জানা-শোনা লোক থেকে উত্তর দরকার।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

হাসান মোরশেদ এর ছবি

ঘোর নাস্তিক ও বাংলাদেশ দেখলে আস্তিক হতে বাধ্য হবে যে দেশে সবকিছুই আল্লাহর হাওলা ।
সরকার আশ্বাস দেয় ইনশাল্লাহ বোরো ধান উঠলে সব ঠিক হয়ে যাবে ।
কেউ পালটা প্রশন ছুঁড়তে পারেনা- বোরো ধান কোন কারনে না উঠলে কি হবে?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

চালের দাম পাইকারি বাজারে কিছুটা কমেছে। উপদেষ্টাদের আশা বোরো উঠলে দাম কমে আসবে। অনেকটা বোরোর ফলন আসার আগে মজুদের চাল বাজারে আসছে। তাই দাম পড়তির দিকে।

তবে অনেকেই আশংকা করছেন বোরো উঠলেও দাম নাও কমতে পারে।

একবেলা করে ভাত খাচ্ছেন না জাসদকর্মীরা। তাদের কর্মীরা কি পরিমাণ চাল বাঁচাতে পারবেন সেটাই প্রশ্ন....

-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

বিপ্লব রহমান এর ছবি

বিডিআর এর ন্যায্যমূল্যের জিনিষ-পত্র বিক্রি অভিযান 'অপারেশন ডাল-ভাত' এর (লক্ষ্যনীয়, অপারেশন 'ভাতালু' নয়) প্রধান কর্নেল মুজিব নিজেই সাংবাদিকদের বলেছেন, বোরো ধান উঠলেও চালের সংকট কাটবে না। এ জন্য দরকার পর্যাপ্ত চাল আমদানী।

অন্যদিকে জে. মইন বাজার ঘুরে একেক সময় দিচ্ছেন একেক বয়ান!
(লিঙ্ক)

তাহলে কার কথা সত্যি?

বাস্তবতা শেষে পর্যন্ত এই যে, মানুষ ক্ষুধার্ত, অভুক্ত এবং দুর্ভিক্ষ এখন এলো বলে!

সেই দিন কী আর খুব বেশী দূরে, যেদিন মানুষ ছিনিয়ে খেতে শুরু করবে??

------
দৃষ্টি আকর্ষণ @ রাহা: লেখার শিরোনামসহ ভেতরের ছোটখাট বানান ভুলগুলো একটু সংশোধন করে দেবেন প্লিজ। ধন্যবাদ।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ধুসর গোধূলি এর ছবি

- 'আমাদের সময়' আলু খাওয়ার ব্যাপারে জোর দিয়ে কিছু বলেনি?

আমার কেনো জানি মনে হয় বিক্ষোভ একটা হবে। এবং এটা শুরু হবে সোকল্ড ন্যায্যমূল্যের দোকানের সামনে থেকেই। অভিজ্ঞতা থেকে না, ইনার ইনস্টিংক্ট থেকেই এটা মনে হয়।

তখন সোয়া এক টাকায় রেশনে চাল খানেওয়ালারা কী করে দেখা দরকার!
_________________________________
<সযতনে বেখেয়াল>

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমার মন্তব্য দীর্ঘ হয়ে যাওয়ায় একটি সম্পূরক পোস্ট লিখলাম। আশা করি ভুল বুঝবেন না।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

রাহা এর ছবি

আপনাকে স্বাগতম !!

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

অমিত আহমেদ এর ছবি

গতকাল স্ট্যান্ডআপ কমেডি শো দেখতে গিয়ে একগাদা টাকা খরচ করেছি। এই খাবার ওই খাবার এই পানীয় ওই পানীয়, সাথে গলা ফাটিয়ে হো হো হাসি। পরে বাসায় এসে সংবাদপত্র খুলে ক্ষুধার্ত মুখ গুলো দেখে নিজেকে নর্দমার কীট মনে হয়েছে!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

রাহা এর ছবি

অনেকদিন পর ব্লগে এলাম... সবাই ভালো তো ??

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।