ক্ষুধার্তদের জন্য রেসিপি

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: শুক্র, ২৫/০৪/২০০৮ - ৩:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইদানিং সকল ব্লগে নানারকম উপাদেয় খাবারের ছবি সমেত রেসিপি দেখে ক্ষুধার্ত মানুষের জন্য ক্ষুধা নিবারণের এই রেসিপি দিলাম । দেশের নিরব দুর্ভিক্ষে সব ক্ষুধার্ত মানুষের জন্য খাবার রেসিপি । কি করে তারা তাদের ক্ষুধার্ত পেট কিংবা শিশুকে বোঝাবে । কি করে ভুলে থাকবে ক্ষুধা ??

উপকরণঃ একটা বড় পাতিল ( যা এখন বেচতে হয়নি, কোন একদিন বাত রান্না হবে বলে )
পাতিল ভর্তি পানি ( খাওয়ার উপযোগি না হলে ও চলবে, যেভাবে পানির জন্য হাহাকার বাড়ছে)
চুলা আর চুলায় আগুন জ্বালানোর জন্য জ্বালানি
পদ্ধতিঃ চুলায় আগুন দিয়ে ক্রমাগত পাতিলের পানি উত্তপ্ত করতে তাকুন । যতোক্ষণ না খাওয়ার আশা ছেড়ে দিয়ে ক্ষুধার্ত শিশু ঘুমিয়ে পড়ে । আর নিজের পেটের ক্ষুধা নষ্ট না হয় ।

( তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী হে নিরন্ন ,ক্ষুধার্ত মানুষ, এমন উপহাস করার জন্য । আমরা মধ্যবিত্ত এছাড়া আর কিইবা করতে পারি ?? আমাদের চোখ আছে কিন্তু দেখতে পাই না , কান আছে কিন্তু বধির আর কবেই তো কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি )
[ আমার ব্লগ এবং সামহোয়্যারে প্রকাশিত । সচলায়তনে ইষৎপরিবর্তিত এবং সংক্ষেপিত ]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।