দুটি সাম্প্রতিক ছড়া

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ২৩/০৬/২০০৮ - ১২:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

০১.
রাজা

নদীর পারে সেই ছিল এক রাজা,
সবসময়েই প্রফুল্ল আর তাজা,
একটা তাজি ঘোড়ার পিঠে চেপে,
ঠাণ্ডা মাথায় রাস্তা চলেন মেপে,
ট্যাঁকঘড়িটা সবসময়েই গোঁজা,
রাত বারোটায় যান ঘুমোতে সোজা,
খাবার সময় সবার আছে জানা,
সকাল নটায় তৈরি থাকে খানা,
রুটিনমাফিক ব্যবস্থা আর যা যা,
খোঁজখবরে নিজেই থাকেন রাজা।
কিন্তু মোটে রাখেন না সেই খবর,
কেমন আছে সকল প্রজাপ্রবর--
খরচ এত কোত্থেকে সব আসে ?
কেবল রাজা আপনমনে হাসে।
গর্তে পড়া ইঁদুরগুলোর ধাঁচে
দেশের মানুষ কষ্টে অনেক বাঁচে,
পায় না খাবার বাচ্চারা একদানা,
সকাল নটায় তৈরি রাজার খানা !
নদীর পারে আছেন সুখে রাজা,
সবসময়েই প্রফুল্ল আর তাজা।

০২
অভাব!

যার হাঁড়ি আছে, তার ভাত নাই,
যার মাড়ি আছে, তার দাঁত নাই,
যার পান আছে, নাই জরদা,
যার কান আছে, নাই বড়দা !


মন্তব্য

সাধক শঙ্কু এর ছবি

জোছনা দিলে সমঝে না যে গাঁজা
কিয়ের রাজ্য কিয়ের তার সে রাজা?
ভুদাই গদীত বইসা ভাঙে মাজা
কেসমতে তার শুধুই যে পাদ ভাজা


খোয়াব উড়ে
মিচকা ঘোড়ার কানপাখাতে
মাইট্যা খোলের
বুকের ভিতর শুকনা তাঁতে
ডিগবাজী খায়
খর-বিচালির আস্তাবলে
রাস্তা প্যাচায়
দমভরসার চিমনি জ্বলে


গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা

আজমীর এর ছবি

এই রাজারই কাহিনী যে পড়ে
চক্ষু দিয়ে অশ্রু আমার ঝরে
বাংলাদেশের চিত্র দেখি হেথায়
সেই দুঃখ রাখব আমি কোথায়?
বাংলা আমার দুখিনী এক মা
তার দুঃখ কি শেষ হবেনা?
স্বাধীন মোরা অধীনতো নই রাজার
দুঃখ তবু নাম যে নেয়না কমার
স্বপ্ন পূরণ হবেই হবে একদিন
সেই আশাতে স্বপ্ন দেখি দিন দিন।।

আজমীর
Smile costs nothing but gives much, so keep smiling.
Kids are always cute.

আজমীর
Smile costs nothing but gives much, so keep smiling.
Kids are always cute.

কীর্তিনাশা এর ছবি

খুবই হৃদয়স্পর্শি ছড়া।
কিন্তু মৃদুল আহমেদের চটুল ছন্দ কিছুটা অনুপস্থিত মনে হয়েছে আমার।

---------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্নিগ্ধা এর ছবি

হুমমম ... ঠিক মৃদুলীয় নয়, তবে ভালো তো বটেই - বিশেষ করে প্রথমটা ... হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

একমত... ঠিক মৃদুলীয় নয়...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দ্বিতীয়টি চমত্কার।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্পর্শ এর ছবি

২য় টি অসাধারণ!!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

প্রতি দুই লাইনে একবার জিরান্তি। কেমন লাগে! ছড়ার লগে দৌঁড় পাড়তে না না পারলে কি মজা লাগে?

কুরমুরাইয়া চিনি চাবানোর স্বাদ আর চুকচুক কইরা আমসত্ত্ব চাটনের স্বাদই ভিন্ন।

০২ নম্বরটা আমসত্ত্ব।

___________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।