কালবোশেখি

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বুধ, ০২/০৭/২০০৮ - ৩:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

--দেখছিলি তুই কাল বসে কী ?
--বলব কী আর কালবোশেখি
আসছিল ঝড় ওদিক থেকে...
মেঘের পাহাড় হঠাত্ বেঁকে
দেখছি গেল সাগর হয়ে,
গহীন গভীর ডাগর হয়ে
কাকের কালো চোখের মতো,
মেঘের ওপর মেঘ যে কতো!
কিংবা ধরো মারার আগে
আম্মু যখন ভীষণ রাগে,
মুখটা তখন হয় যেরকম,
দেখছি যেন ঠিক সেরকম,
মারার পরেই আবার যেমন,
আম্মুর মুখ হয় না কেমন...
ঠিক মনে হয় দিলই কেঁদে,
ডাকলে কাছে ভীষণ জেদে
পালিয়ে আসি সেখান থেকে--
মেঘ তেমনই উঠল ডেকে,
বিষণ্ণ তার মুখখানা খুব,
সূর্য দিল কোনখানে ডুব?
বুঝতে পেলাম এবার তবে
আকাশ জুড়ে বৃষ্টি হবে,
আমিও আগের মতোই করে,
পালিয়ে এলাম নিজের ঘরে!


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

বাহ !

লুৎফুল আরেফীন এর ছবি

অতি সুস্বাদু!

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

মুশফিকা মুমু এর ছবি

আপনার প্রতো ছড়ার মতই আবার বলছি অসাধারণ! *****
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

খেকশিয়াল এর ছবি

দারুন!

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

মৃদুল আহমেদ-এর হাত গল্প আর কবিতাতেই ভালো খেলে মনে হয়। তবুও ধন্যবাদ ছড়া কিংবা পদ্যর জন্য।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রতিবাদ জুলিয়ান সিদ্দিকীর কথায়...
মৃদুল আহমেদ-এর হাত ছড়াতেই বেশি ভালো খেলে মনে হয়...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ধন্যবাদ নজরুল। আপনার প্রতিবাদে আমি নিরবতা পালন করছি। তাই সুযোগমত এইখানে একটু উঁকি মাইরেন।

কবিতার প্রসঙ্গ পরে।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... বুঝলাম... এ তো উভয় সঙ্কটেই পতিত হইলাম... আচ্ছা... উনি তাইলে অলরাউন্ডার... দেঁতো হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

পাচ তারা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।