মামুন্মৃদুল ছড়া

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: শনি, ৩০/০৫/২০০৯ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তাইওয়ানের মামুন বলে, আয় না ছড়া লেখি!
বাংলাদেশের আলসে মৃদুল কয়, ঠিকাসে, দেখি...
জি-টক খুলে টক করে,
নানান কথার চক্করে
একটি ছড়া বেরিয়ে আসে, দিলাম দিয়ে সেটাই...
দ্বন্দ্বমুখর ছন্দ দিয়ে ছড়ার দুঃখ মেটাই!

এই ছড়ায় কোরিয়ান এক যুবকের কাহিনী আছে। তাই ব্যবহৃত হয়েছে কিছু কোরিয়ান শব্দও। সেইসব শব্দ আবার উচ্চারণে কিছুটা বাংলাভাষার অনেক শব্দের মতোই। সেগুলোর অর্থবোধক টিকা ছড়ার নিচে দিয়ে দেয়া হল।

লিমের কাহিনী

লিম নামে এক ছোকরা ছিল
সিউল বাড়ি তার,
এমনিতে সে লোকটা ভালো...
(একটু ছেঁড়া তার!)

দিন হলে সে কাজের পাগল
রাত্রে খোলে মজার আগল…
সবাই ভাবে, পাগল-ছাগল
মুণ্ডু নিরেট যার…
কিন্তু সেদিন পার্টিতে কী
নাচল চমৎকার!

পার্টি শেষে রাতের খাবার
খামচি দিয়ে খিমচি সাবাড়,
বাসায় গিয়েই সাবাড় আবার
করল সাদা বাপ!
কারণ তখন পেটটা জুড়ে
খিমচি-কড়া তাপ!

তবুও ব্যথা যায় না পেটে
রওনা তখন দেয় সে হেঁটে
পেটের জ্বালায় মরে মরে
একটু পরেই খিচায় চড়ে
পৌঁছে দেখে ডাক্তারসাব বাসায়, তবে রাত
গভীর হওয়ায় সজুর ভারে দিব্যি আছেন কাত!
তার পাশে লিম পড়ল সটান মাথায় দিয়ে হাত!

খিমচি : কোরিয়ার এক ধরনের ঝাল সালাদ
বাপ : ভাত
খিচা : ট্রেন
সজু : এক ধরনের মদ, কোরিয়ায় জনপ্রিয়


মন্তব্য

মামুন হক এর ছবি

মিলে গিয়ে কোরিয়ায়
খিমচি সাবার করি আয়

অতিথি লেখক এর ছবি

খিচা : ট্রেন

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

২জনে মিলা এইটা কি দিলেন নমস্য গুরুদ্বয়, অসাধারণ, লেখেন কেমনে এমন ছন্দ মিলায়ে, আপনারা মানুষের উর্দ্ধে।

সাইফ

মামুন হক এর ছবি

আরে আমি আসলে কিছুই করি নাই, সব মৃদুলের আকাম, আমি খালি বানানগুলা দেইখা দিছি চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। হো হো হো

দারুণ ছড়া, খুবই ভাল লাগল। মামুন্মৃদুল দোস্ত জুটির কিছুটা ঝলকও পাওয়া গেল। এমন ছড়া আরো আসুক। 'মামুন্মৃদুল' সিরিজ বানান একটা। হাসি

মৃদুল আহমেদ এর ছবি

সিরিজ তো বানায়াই ফেলসি। তয় পরের পর্ব আইতে কয়দিন লগে কইতারিনা! হাসি
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অতিথি লেখক এর ছবি

আপনাদেরকে উত্তম জাঝা!

হাসি থামাইতে পারতেসি না।

এমি

মূলত পাঠক এর ছবি

দুর্দান্ত! ওই বিপ্লব জাঝা যা যা আছে সব দিলাম (আজকেই সবজান্তার থেকে শিখলাম এই সব জিনিস)!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সজু কিন্তু খাইতে ভালো। ঢাকায় পাওয়া যায়, কোরিয়ানায়। ৪০০ টাকা বোতল...
শুয়রের গোস্তের লগে সজু খাইতে চমেত্কার
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

যুগল ছড়া গুল্লি

সজু কিন্তু খাইতে ভালো। ঢাকায় পাওয়া যায়, কোরিয়ানায়। ৪০০ টাকা বোতল...
শুয়রের গোস্তের লগে সজু খাইতে চমেত্কার

নজু স্যার তো দেখি লোভ ধরিয়ে দিলেন। এখন দাওয়াত দিচ্ছেন কবে? কোথায়?? চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

উভয়কেই পেন্নাম

তানবীরা এর ছবি

কলি ঘোর কলি, ইউসুফ - জুলেখা, লাইলী - মজনু, শিরি - ফরহাদ এর পর মামুম - মৃদ্যুল ??? এও আল্লাহ আমার কপালে রাখছিলো ?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মামুন হক এর ছবি

আফনের মনে এত্তো পাপ ক্যান গো আফা? :@
কাইলকা নাটক দেইখা পেট ভরছিল?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হো হো হো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

মামুন হক এর ছবি

খামচি খাও নাই?

অনিকেত এর ছবি

দুই বস একসাথে !!

যে পরিমান বিষ্ফোরক আপনি আশা করতে পারেন, তার চাইতেও বেশি বিষ্ফোরণ এতে ঘটেছে---

তুমুল হয়েছে ভাইসব

মামুন হক এর ছবি

কী যে বলেন বস, আপনার কথা শুনে হাত তিনেক লম্বা হয়ে গেলাম হাসি

দ্রোহী এর ছবি

খাইছে রে!!!!!!!!!!!!

আলাভোলা এর ছবি

ওরে! জটিল।

দৃশা এর ছবি

খে খাকে খাইচে? মৃধুল চাচু মামুন মামুকে? নাখি মামুন কাগু মৃধুল খালু রে?
ঝাতি ঝানতে ছায় !

দৃশা

খেকশিয়াল এর ছবি

ছড়া কঠিন, এহন সজু খাম, শুওরের গোস্ত দিয়া
মামুন্মৃদুল, ব্যবস্থা করেন দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মামুন হক এর ছবি

কি কইলেন? সোয়াইন ফ্লেশ আর সজু?
বাজে কথা ছাইড়া মিয়ারা করেন গিয়া অজু

সাইফুল আকবর খান এর ছবি

ভালোই মজা হৈছে। হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

মজারু ! গুল্লি

খামচি দিয়া খিমচি খাইতে মঞ্চায়........

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভুতুম এর ছবি

খুবই ভালো হইছে। এই জুতি দীর্ঘজীবী হোক!

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।