আদমচরিত - ০০২

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: মঙ্গল, ৩১/০৭/২০০৭ - ৬:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:


adam01

আদম জুলজুল করে তাকিয়ে থাকে ঈভের দিকে। ঈভের পরনে লতাপাতার কাঁচুলি, লতাপাতার কৌপীন, তার শরীরে এক রুক্ষ লাবণ্য, আদম হাঁ করে তাকিয়ে দেখে।

ঈভ বলে, "আদম, তুমি কেন এইভাবে তাকিয়ে আছো? হাঁ বন্ধ করো, মুখে মাছি ঢুকবে।"

আদম তাড়াতাড়ি মুখ বুঁজিয়ে ফেলে সরে পড়ে।

ঝামেলার শুরু হয়েছে এক স্বর্গদূতকে নিয়ে। তার নাম রসময়, সে স্বর্গদূত আর স্বর্গবালাদের নিয়ে নানারকম গরম গল্প তৈরিতে ওস্তাদ। আদম মাঝে মাঝে বড় জঙ্গল পেরিয়ে ঐ মাঠের কাছে গাঁজার পাতা ছিঁড়তে যায়, সেখানেই ঐ রসময়ের সাথে তার ক্রমান্বয়ে সাক্ষাৎ, আলাপ ও দোস্তি হয়েছে। রসময়ের কাছে গল্প শুনে শুনে ইদানীং আদম একটু গরম হয়ে আছে।

সম্প্রতি "পাশের বাড়ির স্বর্গভাবী" নামে একটা কাহানি বানিয়েছে রসময়, সেটা শুনে আদমের মাথা ঝিমঝিম করছে। স্বর্গবালাদের গড়ন মানুষের মতই, তাই ঈভের সাথে অনেকখানিই মিলে যায় অনেককিছু। আদমের দুষ্টু মাথায় নানা পরিকল্পনা খেলতে থাকে।

কিন্তু পরিকল্পনা ও গল্পমাফিক অগ্রসর হতে গিয়ে বাধা পায় আদম। ঈভ মোটেও পাশের বাড়ির স্বর্গভাবীর মতো উদার নয়, সে ঝটকা মেরে নিজের শরীরের উল্লেখযোগ্য অংশ থেকে আদমের হাত সরিয়ে দেয়, তারপর ঠাস করে একটা চড় লাগায় আদমের মুখে। "ছি আদম, তুমি আবার গাঁজা খেয়ে এসেছো? আবার যদি আমার গায়ে হাত দাও আমি সোজা ঈশ্বরের কাছে নালিশ ঠুকে দেবো।"

আদম চড় খেয়ে গোমড়া মুখে চলে যায় কোথায় যেন।

কিন্তু দিন কতক বাদে রসময়ের কাছ থেকে "পাশের বাড়ির স্বর্গমাসি" নামে আরেকটা গল্প শুনে এসে আদম ঈভকে জাপটে ধরে। ঈভ এবার বহুকষ্টে নিজেকে উদ্ধার করতে সমর্থ হয়, কিন্তু আদম তার লতার বাঁধন খসিয়ে ফেলে, ঈভ কোনমতে ছুটে পালায় সোজা ঈশ্বরের দরবারে।

নালিশ শুনে ঈশ্বর গম্ভীর হয়ে ওঠেন। তারপর আদমকে ডেকে পাঠান। আদম মাথা নিচু করে গুটিগুটি পায়ে ঢোকে দরবারে।

"আদম, তুমি নর। নর আদম। নরাধম নও। কেন ঈভকে ওভাবে হামলা করলে?" ঈশ্বর গম্ভীর গলায় বলেন।

আদম ফোঁসফোঁস করে কাঁদে শুধু।

ঈশ্বর বলেন, "জ্ঞানবৃক্ষের ফল না খেয়েই তুমি যেমন উত্থিত হয়ে চলাফেরা করছো, ঐ ফল খেলে কী কান্ড করে বেড়াবে কল্পনা করতে গিয়ে আমি শিউরে উঠছি! তোমাকে হুঁশিয়ার করে দিলাম আদম, এরপর এসব দুষ্টুমি করলে তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে কিন্তু!"

আদম হাউমাউ করে কেঁদে বলে, "কী করবো? ঈভের শরীরটা দেখলেই আমার কেমন কেমন লাগে! আর ও কাপড়চোপড় পরে না ঠিকমতো, কতো কিছু দেখা যায়, আমার মাথাটাই গরম হয়ে যায় ওকে দেখলে!"

ঈশ্বর কঠোরভাবে বলেন, "সেটা তোমার মাথার দোষ, ঈভের কাপড়ের দোষ না। নিজের মাথা ঠিক করো।"

আদম গোঁয়ারের মতো বলে, "আপনি ঈভকে বলুন না একটু ঢেকেঢুকে চলতে, আমি গরম হয়ে যাই তো!"

ঈশ্বর বলেন, "কী আশ্চর্য আদম! তোমার নষ্ট মাথার জন্য দেখি দুনিয়াটাই দুইদিন পর ঢেকে ফেলতে হবে! যাও যাও, বাজে বোকো না, জড়িবুটি খেয়ে একটু সুস্থ হও। আবার যদি তোমাকে উত্থিত হতে দেখি, একদম স্বর্গ থেকে কানে ধরে বার করে দেবো!"

আদম চোখ মুছতে মুছতে বেরিয়ে আসে। আর মনে মনে কঠিন শপথ করে সে। ঈভকে কাবু করবেই সে একদিন, তার ওপর চড়বেই সে একদিন। আর যদি না পারে, তাহলে ... তাহলে ... ঐ পঁচা জলার অম্ল খানিকটা যোগাড় করে ঈভের শরীরটা পুড়িয়ে ছারখার করে দেবে সে!


মন্তব্য

মুখফোড় এর ছবি

ব্লগিং ছাড়িয়াছিলাম বহুদিন হইলো। অরূপের পাল্লায় পড়িয়া আবার পুরানো লেখা লইয়া গুতাগুতি করিতে হইতেছে। সচলায়তনের অঙ্গসৌষ্ঠব দেখিয়া ভালোই লাগিতেছে। তবে অনভ্যাসে আর অপচর্চায় লেখার হস্ত এখন খেলায় বেশি পারদর্শী হইয়া উঠিয়াছে। দেখি, আবার শুরু করিয়া দিবো।

বিভিন্ন সময়ে আমার প্রতি আপনাদের অকারণ ভালোবাসা দেখিয়া পরম আদৃত বোধ করিয়াছি। সকলে আমার সকৃতজ্ঞ ধন্যবাদ গ্রহণ করিবেন।

সালামান্তে,

ভবদীয়
মুখফোড়।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আগের পর্বের চেয়ে এটা কিছুটা কম রম্য হলেও, আপনি চালিয়ে যাবেন এই প্রত্যাশায়।

গোপাল ভাঁড় এর ছবি

হাসিতে হাসিতে তলপেট ব্যাথা হইয়া গেল। পাংখা হইয়াছে।

অমিত এর ছবি

আহা কি সব দিন ছিল সামহোয়ারে !!!
______ ____________________
suspended animation...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মুখাকে স্বাগতম। ভাল ভাল লেখা বের হোক আপনার কলম দিয়ে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি
কেমিকেল আলী এর ছবি

পরের পর্বের আশায় আছি

অমিত আহমেদ এর ছবি
সাইফ এর ছবি

বস, "পাশের বাড়ির স্বর্গভাবী" আর "পাশের বাড়ির স্বর্গমাসি" আমরাও পড়তে চাই, দয়া করে একটু পোস্ট করবেন মুখাদা ??

আমরাও একটু গরম হই।

guest write rajkonya এর ছবি

ঈভের জামা কাপড় নিয়ে আদমের মাথা না ঘামালে কি হয় না? আমার তো মনে হয় ঈভ কাঁচুলি পড়ল নাকি আপাদমস্তক ঢাকা বোরখা পড়ল সেটা নিয়ে আদমেরা কোন কথা না বলাই শ্রেয়।(এখানে অবশ্য বলা হয় নি। তবে অনেক জায়গায় বলে বসে) ঈভ কী পড়বে, কী পড়বে না সেটা ঈভের উপরেই ছেড়ে দেওয়া হোক।

দ্রোহী এর ছবি

ঈভ কী পড়বে, কী পড়বে না

গল্পটা "পরে" বুঝলেন কি তাহলে?

দেঁতো হাসি


কাকস্য পরিবেদনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।