যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়াজ

মুশফিকা মুমু এর ছবি
লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ৭:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়াজ
--------------------------------
সুর: সলিল চৌধুরী

আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
আমাদের শান্তি-সুখ করতে চায় লুঠতরাজ
জোটবাধো তৈরি হও যুদ্ধ নয় তোল আওয়াজ
তোল আওয়াজ তোল আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়াজ।।

সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্রতীক
উদ্ধত শ্বাস ফ্যালে হিংস্রতার সরিসৃপ (আ.....)
এই যে বিংশ শতাব্দী গুলিতে ছিন্ন-ভিন্ন আজ
তোল আওয়াজ - তোল আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়াজ।।

জোটবাধো তৈরি হও যুদ্ধ নয় তোল আওয়াজ
তোল আওয়াজ তোল আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়াজ।।

যুদ্ধবাজ জাত যত আজ দেখায় রক্তচোখ
প্রেম-প্রীতি আর স্নেহে ভাঙতে চায় শিল্পলোক।।

সব শিশুর বাসভুমি এই সবুজ মৃত্তিকায়
নিঃশ্বাসের হাওয়াতে বারুদের বিষ ছড়ায় (আ.....)
হিংসা নয় - যুদ্ধ নয় - ফুল ফোটাও গন্ধরাজ।।
তোল আওয়াজ - তোল আওয়াজ
যুদ্ধ নয় - যুদ্ধ নয় তোল আওয়াজ।।

গানের লিংক এখানে।।


মন্তব্য

মুশফিকা মুমু এর ছবি

বইয়ের সাথে এড করে কিভাবে জানিনা, কেউ যদি বলতেন,
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দৃশা এর ছবি

এখানে গিয়ে পাতার নীচে দেখুন উপপৃষ্ঠা যুক্ত করুন একটা অপশন পাবেন। ওখানে গিয়ে পোস্টে যেভাবে সব কিছু করেন তাই করবেন।
-------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

ভূঁতের বাচ্চা এর ছবি

গানটার জন্য মুমুকে ধন্যযোগ।

--------------------------------

--------------------------------------------------------

দময়ন্তী এর ছবি

আহা আই পি টি এ'র সেই গানগুলো! -
------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

রেনেট এর ছবি

যুদ্ধ না করলে ইতিহাসের ছাত্রছাত্রীরা কি পড়বে? চিন্তিত
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনিকেত এর ছবি

মুমু,
চমৎকার কাজ।
কেবল 'সরিস্রীপ' বানানটা একটু চোখে লাগছে।

মুশফিকা মুমু এর ছবি

ধন্যবাদ ভাইয়া, ঠিক করে দিয়েছি হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ইশতিয়াক রউফ এর ছবি

মুশফিকা মুমু এর ছবি

ধন্যবাদ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কীর্তিনাশা এর ছবি

এটা আগে শুনিনি কখনো।
ধন্যবাদ, মুমু ! চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নুরুজ্জামান মানিক এর ছবি

মুমুকে অজস্র ধন্যবাদ শেয়ারের জন্য ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।