জল জ্বলে

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: শনি, ০৬/০৩/২০১০ - ৯:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নামলে জলে ছলে বলে
উঠতে না চায় মন
জলের তলে যুদ্ধ হলে
জাগে অন্যজন!

অন্যজনের অনেক চাওয়া
জলের নিচে জালের হাওয়া
মাছ লুকিয়ে জলের পরী
যতোই করো সময় চুরি
লাভ হবে না-
জলের ছেলে
দস্যি জেলে
মাছ না পেলে
বৃথাই যে তার নৌকা বাওয়া...

এরচে' ভালো, জলকে বলো
তোমার মনিমুক্তোগুলো
ছড়িয়ে দিতে জলের ক্ষেতে
জলের নহর ভালোবেসে
জোনাক বেশে জলোদেশে
অন্ধরাতে দু'হাত পেতে
যে নেমেছে বন্ধু হতে
তার সে দু'হাত তোমার হাতে বন্দী করো
জলের দোহাই জলের মেয়ে সন্ধি করো সন্ধি করো...

তা না হলে
জলেই যাবে
তোমার জলে জল কুড়ানো
জ্বলজ্বলে ওই জোছনাগুলো।

১৫/০২/১০
সাউদারল্যান্ড, সিডনি, অস্ট্রেলিয়া।


মন্তব্য

তিথীডোর এর ছবি

"যে জলে আগুন জ্বলে"
গুরু গুরু
ঠিক জানিনা কেন, ভীষণ ভাল্লাগলো কবিতাটা!!
[বেশি উচ্ছাস প্রকাশ করে ফেললাম নাকি? ইয়ে, মানে... ]

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মূর্তালা রামাত এর ছবি

ভালো লাগা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মূর্তালা রামাত

রণদীপম বসু এর ছবি

ভালে হয়েছে !
জলে আঁকা ছবিটাও চমৎকার !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ রণদীপমদা। ভালো আছেনতো?

মূর্তালা রামাত

তারানা_শব্দ এর ছবি

ছবিটা সুন্দর। ভালো লাগলো জলজ কবিতাটাও।

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

মূর্তালা রামাত এর ছবি

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

মূর্তালা রামাত

ফকির লালন এর ছবি

ঠিক যেন জলরং, খাসা।

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ।

মূর্তালা রামাত

হাতুড়ে_ডাক্তার [অতিথি] এর ছবি

'লিটল মারমেইড' এর কথা মনে পড়ে গেলো ।

কবিতা ভালো লেগেছে ।

মূর্তালা রামাত এর ছবি

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মূর্তালা রামাত

ফারুক হাসান এর ছবি

ভালো লাগলো।

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ ফারুক ভাই।

মূর্তালা রামাত

মাশীদ এর ছবি

তা না হলে
জলেই যাবে
তোমার জলে জল কুড়ানো
জ্বলজ্বলে ওই জোছনাগুলো।

দারুন!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

মূর্তালা রামাত এর ছবি

আপনার মন্তব্য আমাকে এইমাত্র আরো একটি কবিতা লেখার অনুপ্রেরণা জোগালো। ধন্যবাদ।

মূর্তালা রামাত

সাইফুল আকবর খান এর ছবি

প্রতি ফোঁটায় অসাধারণ! চলুক

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ বস।

মূর্তালা রামাত

পান্থ রহমান রেজা এর ছবি

ভালো লাগলো!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

মূর্তালা রামাত এর ছবি

আমারও!

মূর্তালা রামাত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।