কথাট্রয়

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: সোম, ১৮/০৭/২০১৬ - ৮:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কথা কিন্তু কথার নিচে মুখোশ পরা,
মিথ্যা হয়ে লুকিয়ে আছে ট্রয়ের ঘোড়া।

দরজা খুলে আনছো তাকে ভেতর বাড়ি,
মিষ্টি হেসে রাখছো যেন বন্ধু ভারি।

কথার পেটে লুকিয়ে যারা ছদ্মবেশে,
খেলনা হয়ে আত্মহারা তোমায় ঘেঁষে।

একটু পরে রাজপ্রাসাদে কথার সুরে,
চাঁদের মতো যখন তুমি আকাশ জুড়ে-

গুপ্ত খুনি ওই কথারা হঠাৎ এসে,
তোমার জিভে আলতো করে পড়বে বসে।

তখন তুমি নিজের কথা হারিয়ে তাতে,
নগর দেবে নিঃশর্তে তাদের হাতে।

কথা পেলেই তাই ভেবো না, আদর শিশু,
কথা শুধুই কথা নয়তো আরও কিছু!
..............
সিডনি, জুলাই: ২০১৬।


মন্তব্য

সোহেল ইমাম এর ছবি

দারুন ভালো লিখেছেন। হাততালি

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

himisir এর ছবি

হ্যা, কথা শুধু কথাই নয় আরো কিছু। স্বর চক্রে রিভিউ যন্ত্র থাকলে ভাল হতো, কী বলছি তা শুনে প্রকাশ করা যেত। এরম হলে নিশ্চয় অনেক বেফাঁস কথাবার্তার হাত থেকে রক্ষে পেতাম আমরা।

অতিথি লেখক এর ছবি

পড়ে ভাল লেগেছে

অতিথি লেখক এর ছবি

কথা পেলেই তাই ভেবো না, আদর শিশু,
কথা শুধুই কথা নয়তো আরও কিছু!
দারুন

ইসফানদিয়র

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।