অষ্টায়েত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বুধ, ০৯/০৭/২০০৮ - ২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
নিয়তির মতো আমাদের কাঁধে কপালে নেমে আসে মূল্যবৃদ্ধির জোয়াল... চোয়াল শক্ত করে আমরা বয়ে চলি... চলতে হয়... থেমে গেলে সপাং সপাং...
কেন কেন? দাম বাড়ে কেন? জবাব আসে দোহাই হয়ে... আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতি... ঐ দেবালয়ে দাম বাড়লে আমাদের কি করা?
সব মূল্যবৃদ্ধির বাজারে কেবল বাড়েনা আমাদের মূল্যবোধ আর মোবাইল ফোনে কথা বলার দাম... আমরা না খেয়ে খেয়ে কথা বলি কেবল তাই... আমাদের প্রেমের কথা আবেগের কথা বিক্রি করা টাকাগুলো নরওয়ে চলে যায়... নরওয়ে থেকে আসে নোবেল শান্তি... আহ্ শান্তি...
তবে আর দুঃখ কি?

২.
আমাদের নদীগুলো শুকিয়ে যায়... তার বদলে শুনতে পাই গোটা বঙ্গোপসাগর নাকি উঠে আসবে... বাহ্ বাহ্... ঢাকায় বসেই তবে হবে সমূদ্রস্নান? আর ঢাকাও ডুবে যাবে যবে? আহা... তবে তো পরম শান্তি... আর বেশী দামে বাঁচিয়ে রাখতে হবে না আমাদের এই কমদামী জীবনটা...
সিডর আসে নার্গিস আসে... আরো শুনি কতো কতো নাকি আসবে... শোনাশুন কত কথা... বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতি আমাদের কপালেই বর্তেছে... ১৯৭১এ এক লাখ উদ্বাস্তু হয়েছিলো... জলবায়ু উদ্বাস্তু যে কোটিখানেক আমরা হবো তার ঠাঁই কোথায় হবে?

৩.
আমরা তার জানি না খবর... আমরা চেয়ে থাকি জাপানের দিকে... সেখানে বসেছে অষ্টায়েত... আর আট মোড়ল যেখানে চ্যালা চামুন্ডা তো সেখানেই...
তারা সেখানে আলোচনা করেন... করবেন... তানাবাতা উৎসবে তারায় তারায় মিলনে সুরা পান করবেন... তারকারাজির দিকে তাকিয়ে থেকে থেকে তারা তাকাতে ভুলে যাবেন পুলিশ কর্তৃক বিশ্বায়নবিরোধী ঠ্যাঙ্গানো দেখতে। আফ্রিকার কালো লোকগুলো খুব চিল্লাফাল্লা করছে... সেই উছিলায় কিছু আশ্বাসবানী বেরিয়ে আসবে... কিন্তু তাদের মুখে ফুলচন্দন ফুটবে না। তাদের আশ্বাস আমাদের দীর্ঘশ্বাস বাড়াবেই কেবল...
তারা এগুলো থোড়াই কেয়ারই করে... আমাদের সাবেক মন্ত্রীদের মতো। অথবা তার চেয়ে ঢের বেশি খারাপ...

৪.
অষ্টায়েত শেষ হবে... শেষ হবে উৎসব আয়োজন... কিন্তু পরিচিতি পৃথিবীর পথ ধরে আমরা কেবল পরিচিত দৃশ্যই দেখে যাবো... তেজস্ক্রীয়তা ছড়াবে আগের চেয়েও বেশি গুণে... বেয়াদপ রাষ্ট্রসকল দখল হয়ে যাবে অনায়াসে... স্বাধীন রাষ্ট্র থেকে আমরা ক্রমশ বাজার হয়ে যাবো... সব কিছু বিকিয়ে দিয়ে আমরা যখন আরো বেশি শেষ হয়ে যাবো... তখন আমাদেরকে একেবারে শেষ করে দেবে জলবায়ু... এতদিন আমরা যে এত এত সুখ কিনেছি... বাতাসের বদলে এয়ারকন্ডিশন কিনেছি... তা বানাতে যে গ্যাস জমেছে বায়ুতে... দোষ তো আমাদেরই... আমাদের ধোয়া তুলসীপাতারা আবারো অষ্টায়েত করবেন... আবারো পানোৎসব করবেন...

৫.
আমাদের সখিনা বিবিরা অষ্টায়েতের প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় থাকেন না... জানে না... তারা জানে সন্তানের পেটের ভাত নিজেদেরই জোটাতে হবে... ভাত না জুটলে না খেয়ে থাকতে হবে নিজেদেরই... নইলে মরে যেতে হবে সিডরে নার্গিসে বন্যায় মহামারীতে... বাতাসে বাতাসে ভেসে বেড়ানো ফ্লুতে... মরতেও হয় নিজেদেরকেই... অন্য কেউ এসে মরে দিয়ে যায় না...

৫.
সখিনা বিবিরাও কি তবে অষ্টায়েতের তোয়াক্কা করে না?


মন্তব্য

ফারুক ওয়াসিফ এর ছবি

এ তো গরল।
তবে বলেন, এই আগুনের পরশমনি ছোঁয়াল কীসে?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আগুন?
এ আগুনে পোড়ে না কিছু... নিজের অন্তরই ছাড়খার হয়... মনের অক্ষম ক্ষোভ সচলায়তনে ঝাড়ি আর কি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দুর্দান্ত এর ছবি

কিছু সুখের, উদযাপনের, আশ্বাসের কথা জানতে চাই ; দুনিয়ার, বাংলাদেশের, ঢাকার, আপনার!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঠিকাছে... @দূর্দান্ত... দেখি জানাইতে পারি কি না...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনে এতো খেপসেন‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ক্যান? ঠাণ্ডা হন। চিল্লাইয়া কোনও সমাধান হয় না রে, ভাই মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুশফিকা মুমু এর ছবি

মন খারাপ মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতিথি লেখক এর ছবি

আমরা এখন কি করবার পারি সেই উপায় বাতলাইয়া দেন !
কয়জন আছেন আপনার মতন এভাবে চিন্তা করে দেশ নিয়ে ?
নাকি অনেকে করে কিন্তু কি করবে জানেনা সেটা ? নাকি তাদের সখিনা বিবিদের মতন গায়ে লাগেনা !!
প্রশ্নগুলো তো ভাই মাথায় জট বাঁধিয়ে ফেলল।

[ভূঁতেঁরঁ বাঁচ্চাঁ]

আকতার আহমেদ এর ছবি

বস.. এমনিতেই নানা পেরেশানিতে আছি.. তার উপর দিলেন এই পোষ্ট । চুদির ভাইরা ঘোষনা দিছে কার্বন ইমিশন কমাইবো ৫০% । মানে আমাগো গোয়া দিয়া বাইর করবো হেগো ধোঁয়া । আমরাও লাফাইতাছি ছাগলের বাচ্চার মত । শালার পরিবেশ আন্দোলনের মায়রে বাপ ! ভালো থাইকেন বস.. যদিও জানি ভালো থাকনের রাস্তা নাই !

পান্থ রহমান রেজা এর ছবি

ভাই, দুনিয়াটা আমগো না। অষ্টায়েতগোর। তাগো দুনিয়া নিয়া তারা তো খেলবারই পারে। আর আমরা হইলাম গিয়া এই খেলার মাঠের দূর্বাঘাস। দূর্বাঘাসরা তো পায়ের তলায় পড়ে মরেই যাইবো। কী কন?

কীর্তিনাশা এর ছবি

নজরুল ভাই, এমন লেখা পড়ে কি যে বলা যায় ভেবে পাচ্ছি না। শুধু বুকের ভেতর অক্ষম ক্রধের গর্জন শুনি।
--------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ এর ছবি

আমরা চেয়ে থাকি জাপানের দিকে... সেখানে বসেছে অষ্টায়েত... আর আট মোড়ল যেখানে চ্যালা চামুন্ডা তো সেখানেই...
তারা সেখানে আলোচনা করেন... করবেন... তানাবাতা উৎসবে তারায় তারায় মিলনে সুরা পান করবেন... তারকারাজির দিকে তাকিয়ে থেকে থেকে তারা তাকাতে ভুলে যাবেন পুলিশ কর্তৃক বিশ্বায়নবিরোধী ঠ্যাঙ্গানো দেখতে।

সমসাময়িক জরুরী এই বিষয়টিকে কথার মাঝে স্পষ্ট করে তুলে আনলেন নজরুল। অভিবাদন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নুরুজ্জামান মানিক এর ছবি

আমাদের সচল নজরুলের উপর বিদ্রোহি কবির ভুত চেপেছে
নামেরও তো মিল আছে
শুধু এফিডেভিট করে নামের আগে কাজি বসাইতে হবে
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রায়হান আবীর এর ছবি

নজ্রুল ভাই কি জানি একটা সিরিজ শুরু করছিলেন মনে আছে? ওই টা কবে দিবেন?

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

রাফি এর ছবি

ভাই আপনার হইছে কী? এইভাবে একের পর এক মন খারাপ করা পোস্ট দিতেছেন?
সত্যের মুখোমুখি হওয়াটা অনেক সময়ই আত্নঘাতী; এইভাবে কষ্ট দিলে কিন্তু আমি খেলব না।।হু...

------------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার লেখার অদ্ভুত সারল্যে মুগ্ধ হলাম, আরেকবার... কতো কঠিন সত্যও আপনার লেখায় হাজির হয় সহজভাবে... আপনার চিন্তাভাবনা আর সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা জানাই...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।