ধর চিকা মার চিকা, চিকার দাম পাঁচসিকা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বিষ্যুদ, ২৫/০৪/২০১৩ - ৫:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধর চিকা মার চিকা
চিকার দাম পাঁচসিকা

১.
ছোটবেলায় এই ছড়াটা খুব শুনতাম। নিজেও বলতাম। তখন বাড়ির আশেপাশে এখানে সেখানে প্রচুর ইঁদুর আর চিকা হতো। কৈশোরের উন্মাদনায় পিটিয়ে চিকা মারতাম আর এই ছড়াটি বলতাম, "ধর চিকা মার চিকা, চিকার দাম পাঁচসিকা"।

কিন্তু চিকার দাম পাঁচসিকা কেন? চিকা কি কেউ কেনে? চিকা ধরা বা চিকা মারার সঙ্গে পাঁচসিকার সম্পর্ক কী?
জানতাম না।

জানলাম অনেকদিন পরে। সম্ভবত '৯৭ সালে।
ততদিনে আমরা এই ছড়া ভুলে গেছি। ভুলে গেছি চিকাদের কথা। তখন একদিন মহিলা সমিতি মঞ্চে দেখতে গেলাম নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক "খাট্টা তামাশা"। সৈয়দ শামসুল হকের নাটক।
নাটকে দুই সঙ আছে, একজন চ্যাং আরেকজন ব্যাং... নাটক ভর্তি খুব তামাশা। চ্যাং সারাক্ষণ ডিগবাজী খায় আর বলে "ধর চিকা মার চিকা, চিকার দাম পাঁচসিকা"। এই তার তামশা।
কিন্তু চিকার আবার দাম কী? চিকার দাম পাঁচসিকা কেনে?

নাটকের শেষে এই প্রশ্নের জবাব পেয়ে চমকে যাই!
খেতে না পাওয়া দরিদ্র মেয়েটিকে দুমুঠো খাদ্যের লোভ দেখিয়ে ভোগ করতে চাওয়া বছরদ্দি যখন গলা টিপে মেরে ফেলতে চায়, তখন জানা যায় বৃটিশ আইনে এরকম অসহায় নারীদের মেরে ফেললে খুনীর কোনো বিচার হয় না। জেল না, ফাঁসী না, শুধু পাঁচসিকে জরিমানা হয়!
বৃটিশের সেই আইনকে ব্যাঙ্গ করে এই ছড়া!
"ধর চিকা মার চিকা
চিকার দাম পাঁচসিকা!"


মন্তব্য

স্পর্শ এর ছবি

আসলে পাঁচসিকার চেয়েও কম। মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...

জোহরা ফেরদৌসী এর ছবি

চলুক

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

জোহরা ফেরদৌসী এর ছবি

মনে হচ্ছে নিয়মিত বিরতিতে এই রকম “দূর্ঘটনা” ঘটতেই থাকবে। কারুর কিচ্ছু যাবে আসবে না। ফরেন কারেন্সীর রিজার্ভ, জিডিপির গ্রোথ ঠিক থাকলেই হ’ল। চিকাদের মৃত্যু সমাজে নতুন কিছু না।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

তারেক অণু এর ছবি

গরিবরা কি মানুষ নাকি? ওদের কোনো দাম নেই,
ওরা হলো সংখ্যাবাচক, ওদের কোনো নাম নেই...----লুৎফর রহমান রিটন

অতিথি লেখক এর ছবি

মন খারাপ

সুবোধ অবোধ

লুৎফুল আরেফীন এর ছবি

নিজেকে এত অর্থহীন আর কখনও মনে হয় নাই। হুদাই জন্মাইছি। তাও আবার বাংলাদেশে।

পিনাক পাণি এর ছবি

এ ক্ষেত্রে পাঁচ সিকা কেও তো অনেক বেশি ই মনে করে তারা। মন খারাপ

অতিথি লেখক এর ছবি

গরীব মানুষের আবার জীবনের দাম কি?

বাদুর পাগল  এর ছবি

শেষতক পড়ে ধাক্কা খেলাম ! মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।