পূর্ণমুঠি প্রকাশনা অনুষ্ঠানে ফোনালাপ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শনি, ০৯/০৮/২০০৮ - ৬:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এইমাত্র কথা হল প্রকাশনা উৎসবে একত্রে হতে থাকা সচলদের সাথে। তাদের সাথে কথার আনকাট অডিও গরমা গরম প্রকাশ করা হল।

  • আর্টিস্ট: Sachal
  • শিরোনাম: Purnomuthi Prokanshona Onusthan
  • দৈর্ঘ্য: 17:11 মিনিট (5.14 MB)
  • ফরমেট: MP3 Stereo 44kHz 41Kbps (VBR)

মন্তব্য

নিঝুম এর ছবি

আর একটা কথা, কে যেন বলছিলেন পূর্ণমুঠি'র স্টক শেষ । আসলে কি তাই ??? শুদ্ধস্বরে কি আর কোন কপি নেই ?? কেউ জানাবেন কি ??
-------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

নিঝুম এর ছবি

মাহবুব ভাইয়ের ভয়েসটা, সাক্ষাত্‌কার বা খবর... এই জাতীয় ব্যাপার গুলোর জন্য চমত্‌কার। ফোনালাপ টি বেশ লাগলো।
-------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার ভয়েসের কথা কন? খুশীতে আমার দাঁত বেরিয়ে গেল। দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

আপনার হবে..........

অথবা বলা যেতে পারে, আপনাকে দিয়ে হবে।


কী ব্লগার? ডরাইলা?

দ্রোহী এর ছবি

হায় কপাল!!! এ জীবনে কিছুই জুটলো না!!!


কী ব্লগার? ডরাইলা?

অমিত আহমেদ এর ছবি

বেশ আড্ডা জমেছিলো মনে হচ্ছে। এই নিয়ে পোস্ট পাবো না কোনো? ফোনালাপও ভালো লাগলো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

নেমন্তন্ন খেয়ে সবাই চলে গেছে। আমি এসে কেবল ঘ্রাণ পেলাম। দূরে থেকে ঘ্রাণ না কথা শুনলাম।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রণদীপম বসু এর ছবি

আগে থেকে কেন যে জানতে পারলাম না এই আড্ডাটার কথা ! দীর্ঘদিন পর গত শনিবার গেলাম আজিজে, সন্ধ্যায় শুদ্ধস্বর বন্ধ পেয়েছি। কিন্তু আজ না গিয়ে বিরাট মিস করলাম মনে হচ্ছে। অনেক সচলের সাথেই পরিচিত হওয়া যেতো !

আচ্ছা আড্ডাটা কি আজিজেই হয়েছে ?

মাহবুব মুর্শেদকে ধন্যবাদ যে অন্তত কিঞ্চিৎ হলেও পেলাম তো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিন্দিতা এর ছবি

ইস্ এমন আড্ডা মিস করলাম।
কথাগুলো একটু কেটে যাচ্ছিল।
তবু ও যেন দুধের স্বাদ ঘোলে মিটল ।
মাহবুব মুর্শেদকে অনেক ধন্যবাদ।

মাহবুব লীলেন এর ছবি

আসোলে আড্ডাটা জমে উঠছিল একটু একটু করে
প্রথম প্রায় এক ঘণ্টা তো কেমন যেন নীরবতায়ই গেলো
হয়তো টুটুলের বাবার বিষয়টা সবার মাথায় ঘুরছিল

পরে জমে উঠে আড্ডা
আসব না আসতে পারব না করেও অনেকে এসে যোগ দেন
তখন আর আড্ডা ভাঙাই মুশকিল হয়ে পড়ে

বেশিরভাগই বেশিরভাগের কাছে পরিচিত
কিন্তু না নামে না চেহারায়
নাম আর চেহারা মিলাতে মিলাতে হয়তো অনেক সময় নিচ্ছিলেন সবাই

০২

অফ দ্যা রেকর্ড:

মানিক ভাইকে বহুবার অনুরোধ করা হলো একটা বক্তৃতা দিতে কিন্তু তিনি দিলেন না
তিনি আগাগোড়া সবাইকে বাদ দিয়ে ক্যামেলিয়াকে দখল করে বসে কী যেন কানাকানি করলেন সবার সামনে
আমাদের সাথে ভালো করে দুয়েকটা কথাও বললেন না

তারপর সবাই তাকে অনুরোধ করল ভাবীর ফোন নম্বর দিতে
তাও দিলেন না

সবজান্তা এর ছবি

এর প্রতিটা অক্ষর আমি সত্যায়িত করে দিচ্ছি। মানিক ভাই কিছুতেই একটা বক্তৃতা দিলো না - অথচ আমরা কত আশা করেছিলাম মন খারাপ

আমি লীলেন ভাইকে বললাম একটা সচল কর্মশালা চালু করতে - " কীভাবে লিখবেন " । ভদ্রলোক কিছুতেই রাজি হলেন না ! মন খারাপ


অলমিতি বিস্তারেণ

অম্লান অভি এর ছবি

মৃত লীলেন ভাইও ভয় পায় (যখন শুনলেন রেকর্ড হচ্ছে)।
মুর্শেদ ভাই আলোচনা ভালো হলো। ছড়াকার আকতার কি ছিল না। না কি সে অন্য দেশে থাকে!

পথিকের কথা শোনার ইচ্ছা ছিল।

আমার একটি অভিমত আছে- 'লেখার জোয়ারে একটি ক্লান্তি পড়েছে আর যেই কথা বলছিলেন' আসলে যারা কথা বলছিল তারা প্রশ্ন বুঝছিল না (লীলেন ভাই ব্যতীত) অথবা আপনার পরবর্তী উদ্দেশ্য- তাই খাপ ছাড়া।

আর একটু যুথবদ্ধ আলোচনা হতে পারত। প্রয়াসকে ধন্যবাদ। অতিথি হিসাবে মন্তব্য বেশী না করাই ভালো।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আগে থেকে স্ক্রীপ্ট করলে পরে ইন্টারভিউ গোছানো হয়। কিন্তু আমি একটু আগোছালো ইন্টারভিউ নিতে চেয়েছিলাম।

অতিথি হিসেবে নিজেকে ছোট মনে করার কোন কারন নেই। দ্বিধা ঝেড়ে ফেলে মন্তব্য করুন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির