ইউকে সচলাড্ডা - মার্চ ২০০৯

বেতারায়তন এর ছবি
লিখেছেন বেতারায়তন (তারিখ: রবি, ২২/০৩/২০০৯ - ৮:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রচন্ড আওয়াজে প্রথম কয়েক মিনিট কিছু বুঝতে পারবেন না হয়ত। তাছাড়া কথা বলতে বলতে লাইন কেটে যাওয়ায় অসম্পূর্ন আলোচনা হয় মাসুদা ভাট্টির সাথে। বাকি কয়েকজনের সাথেও কথা বলা হয়নি। ত্রুটিপূর্ণ আলোচনার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।

  • আর্টিস্ট: Sachals
  • শিরোনাম: UK Sachal Adda - March 2009
  • Year: 2009
  • দৈর্ঘ্য: 10:43 মিনিট (2.46 MB)
  • ফরমেট: MP3 Stereo 44kHz 32Kbps (CBR)

মন্তব্য

থার্ড আই এর ছবি

আরে বেতারায়তন ভাইয়্যা আমি ভাবলাম আপনি এডিট কইরা পোস্টাইবেন। আপনি দেখি আনএডিটেড ছাইরা দিসেন ? আর আপনার এই উদ্যোগের জন্য ধন্যবাদ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সুবিনয় মুস্তফী এর ছবি

ফাটাফাটি আড্ডা ছিল, যদিও আমি একটু দেরী করে পৌঁছাই। রিটন ভাই খুবই মজার মানুষ। এমন আড্ডাবাজ, রসিক লোক জীবনে দেখি নাই। তার গপ্পো সব রেকর্ড করে রাখার মত - বিশেষ করে নামী দামী লেখক হুমায়ুন আজাদ, সৈয়দ হক আর শক্তি চট্টোপাধ্যায়-এর গল্পগুলো সবাইকে বিমলানন্দ দিয়েছে।

রেগুলার লন্ডনী ব্লগার বেশীর ভাগই ছিলেন। 'পোকাদের দল' খ্যাত রানা মেহের-এর সাথেও দেখা হলো গতকাল, আর রাত শেষ হবার আগে সংসারে এক সন্ন্যাসীর সাথে ফোনে আলাপের বিরল সৌভাগ্য হলো। মাসুদা ভাট্টির মত অতিথিপরায়ণ মানুষ লন্ডনে আর দুটো আছে কিনা সন্দেহ। আর তানভীরকে অনেক ধন্যবাদ পুরো ব্যাপারটা অর্গানাইজ করার জন্যে। তিনি আজকে রাতের মধ্যেই ছবি সমেত ফুল রিপোর্ট পেশ করবেন বলে জানা গেলো।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আড্ডায় কেউ ছবি তোলে নাই? লিখিত বিবরণ চাই... সাথে ছবি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

s-s এর ছবি

কয়েকবার "ব্যাতারায়তন" ছাড়া আর কিছু তেমন বোঝা গেলনা!

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??

বিপ্লব রহমান এর ছবি

ওরে! ইউকে তে সচলাড্ডা ! কস্কি মমিন!
---
সাউন্ড-কার্ড নেই! তাই... মন খারাপ

তবু অনেক শুভেচ্ছা। জয় হোক।। হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ইশতিয়াক রউফ এর ছবি

You have three minutes remaining... দেঁতো হাসি