একজনের প্রেম কাহিনী

খন্দকার আলমগীর হোসেন এর ছবি
লিখেছেন খন্দকার আলমগীর হোসেন [অতিথি] (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ১১:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি মেয়ে ব্যালকনিতে আইছিলো,
অল্প করে আমার পানে চাইছিলো,
দেখতে বড়ো মিষ্টি তবে ‘শাই’ ছিলো,
সেই চাহনি আমার বুকে ঘাঁই ছিলো।

হয়তো মেয়ে আমায় ভালো পাইছিলো,
একটু যেনো আমার প্রতি লাই ছিলো,
মনটা আমার প্রেমের গীতি গাইছিলো
ভাবনা গুলো আকাশ পানে ধাইছিলো।

এমনি করে দিনগুলো বেশ যাইছিলো,
‘মোরাল’ আমার অনেক বেশি ‘হাই’ ছিলো
হৃদয় জুড়ে সেই মেয়েটার ঠাঁই ছিলো,
জানতোটা কে সামনে বিরাট খাই ছিলো!

সেই মেয়েটার এক সেয়ানা ভাই ছিলো,
আমার প্রতি পছন্দ তার নাই ছিলো,
কাইটা পড়ি এমনটা সে চাইছিলো,
ধমকে দিলো, সামনে সেদিন পাইছিলো।

পড়তে কেটে হইযে শেষে বাধ্যরে,
কই যে গেলাম বের করে কার সাধ্যরে,
সংগোপনে, সেই মেয়েটার হাত ধরে।।


মন্তব্য

ছাইপাঁশ এর ছবি

ব্যাপক মজা পাইলাম। গড়াগড়ি দিয়া হাসি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

পাঠকের গড়াগড়ি দিয়া হাসি , লেখকের আর কি চাই। ধন্যবাদ।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

sky_lark37 এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি আমার জন্য অনুপ্রেরণা। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

স্ব-স্বাধীনতা এর ছবি

অস্থির গড়াগড়ি দিয়া হাসি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

অস্থির পেয়েছেন জেনে ধন্যবাদ।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

অনিন্দ্য রহমান এর ছবি

শুধু ছন্দ আর অন্ত্যমিলের প্র্যাকটিস করলে চলবে না মনে হয়। দুইএকটা জায়গায় জোর খাটানো মিল মনে হইল। আমার ধারণা ছড়ার আরো কিছু উপদান আছে। জ্ঞানীরা বলতে পারবেন।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

মূলতঃ শিশুতোষ ছড়া লিখি। এগুলো এক্সপেরিমেন্ট। কিছুটা ছোট গল্পের আদলে। শেষ লাইনটি ছাড়া যা অসম্পূ্র্ণ। জোর খাটানো মিলগুলো চিহ্নিত করলে উপকৃত হইতাম।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

ফাহিম হাসান এর ছবি

মজার, কিন্তু আপনার ছড়ার বিষয়বস্তুতে আরো বৈচিত্র আসলে ভালো হয়। শুভেচ্ছা।

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

প্রেম ভালোবাসাকে বিষয়বস্তু করে লাখো কবিতা থাকলেও ছড়ার সংখ্যা হাতে গোণা। এই উপলদ্ধিই আমাকে বিষয়বস্তু নির্বাচনে অনুপ্রাণিত করেছে। ইচ্ছাকৃতভাবে প্রচুর আঞ্চলিক শব্দ ব্যবহার করছি, বলতে পারেন প্রমোট করছি। ছড়ার পাঠক এমনিতেই সীমিত। ছড়া একটু জনপ্রিয় হতে দেখলে যত বেশি খুশি হব, তার কাছে কিছু সমালোচনা কোন ঝুঁকিই নয়।

আপনার পরামর্শ আমার সেই লক্ষ্যে এগুতে সহায়ক হবে। অনেক ধন্যবাদ আপনাকে।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

দেঁতো হাসি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

দেঁতো হাসি

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

সাত্যকি. এর ছবি

ফাহিম হাসান আমার কথাটাই বলে দিয়েছেন। একই ধাঁচের আপনার আরো একটা ছড়া বোধহয় এই সচলেই পড়েছি।

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

আপনি ঠিকই ধরেছেন। আঞ্চলিক শব্দ ব্যবহার করে একাধিক ছড়া লিখেছি এই সচলায়তনেই। বলতে পারেন সিরিজ লিখছি। মূল বিযয় প্রেম। আঞ্চলিক শব্দ প্রয়োগের কারণে আপাত দৃষ্টিতে একই ধাঁচের মনে হলেও প্রতিটির কাহিনী কিন্তু ভিন্নতর। মন্তব্যের জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

আনোয়ারুল কবির খান এর ছবি

মেয়েটার ভাই হয় যে মোর বন্ধুরে
খুজছে তোদের, পাইলে যে কি করে!

... কবিতা ভালো হইসে। হাততালি চলুক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।