আদমচরিত ০৪০

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: মঙ্গল, ১৮/১০/২০১১ - ৮:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঈশ্বর মঞ্চে বসিয়া বসিয়া বিরক্ত মুখে পাতি স্বর্গদূত নেতাদিগের বক্তৃতা শুনিতেছিলেন। ইহারা কর্মে পটু না হইলেও মুখের জোরে একেকটি গগ ও মাগগ। হাতের নাগালে মাইক ঠেকিলেই ইহারা অগ্রপশ্চাৎ জ্ঞান হারাইয়া আসুরিক শক্তিতে আর্তনাদ করিতে থাকে। মাইক ছাড়াই ইহাদের আওয়াজ সায়হুনের তীর হইতে ফোরাতের পূর্ব পার পর্যন্ত পৌঁছিবে। ইহারা খায় কী?

আন্দালিবিল নামক স্বর্গদূতটি সম্ভবত কোকেন টানিয়া আসিয়াছে, সে বুকের ছাতিতে কীল মারিতে মারিতে চেঁচাইতেছে, "মাননীয় ঈশ্বর, নির্বাচনে জয় লাভ করিলে আদমকে ধরিয়া বান্ধিয়া পোন্দাইতে হইবে, যেইরূপে সে আমাদিগকে বান্ধিয়া পোন্দাইবার ষড়যন্ত্র করিতেছে।"

ঈশ্বর দীর্ঘশ্বাস ফেলিলেন। ইহারা হইবে ভবিষ্যতের নেতা? শুধু পোন্দাপুন্দি করিবার দিকে ঝোঁক। এইসব বদভ্যাস ইহারা কোন স্থলে বসিয়া শিখিয়াছে কে জানে? স্বর্গেও যদি সদম উল্টাইতে হয়, ক্যাম্নেকী?

শরীক দলের আলবদরিল নামক এক নারকী নেতা মঞ্চে উঠিয়া হুহুঙ্কারে বলিল, "বিচার? কীসের বিচার? হিতাহিতের বিচার করেন কে? করেন হীরকরাজ! হুঁশিয়ার আদম, পোন্দানির হাত হইতে তোমার নিস্তার নাই!"

ঈশ্বর পুনরায় দীর্ঘশ্বাস ফেলিলেন। শরীক দলের বড়বড় নারকীগুলি আদমের আক্রমণে বন্দী হইয়াছে, কোনো এক নহরের পাশে তাহাদিগকে খর্জুরবৃক্ষের সহিত রজ্জুবদ্ধ করিয়া রাখিয়াছে হতভাগা আদম। সত্যই সে এইসব নারকীদিগকে পোন্দাইতেছে কি না, বলা শক্ত। কিন্তু নারকীরা দাবি করিতেছে, আদম তাহাদের নেতাদের পোন্দাইয়া কোন কিছু অবশিষ্ট রাখে নাই। ঈভের সংসর্গ না পাইয়া নাকি আদম বিগড়াইয়া গিয়াছে, সে আর বাছাবাছি করে না, নগদ যা পায় হাত পাতিয়া লয়। স্বর্গদূত নেতা ইলিয়াসিল সদমধ্বংসের ন্যায় আদমধ্বংসের দাবি জানাইয়া আসিতেছে বৎসরাধিক কালব্যাপী।

সকল পাতিনেতার বক্তৃতা শেষ হইবার পর ঈশ্বর মঞ্চে উঠিয়া ক্ষমতার খন্তাটি উঁচাইয়া ধরিতেই জনতা হর্ষধ্বনি করিয়া উঠিল। ঈশ্বর জেব হইতে আয়না বাহির করিয়া নিজের কবরীগ্রন্থিটি ঠিক করিলেন, অতঃপর একটি রশ্মিরোধী পরকলা পরিধান করিলেন। তাহার পর কহিলেন, "মা কসম ঠাকুর, আগামীবার ক্ষমতায় গিয়া ক্ষমতা নতুন নেতাদিগের হস্তে সমর্পণ করিব।"

উপস্থিত স্বর্গদূতেরা এই কথা শুনিয়া বিস্ময়ে বিমূঢ় হইয়া পড়িল। তাহারা নিজেদের কানে ফিসফাস করিতে লাগিল। ঈশ্বরের পরিবর্তে নতুন নেতার হাতে ক্ষমতা পড়িবে? আন্দালিবিল, আলবদরিলরা নন্দন কাননের মন্ত্রী হইবে? ইহারা ত পোন্দাপুন্দিকেই রাজনীতি মনে করে!

ঈশ্বর উপস্থিত স্বর্গদূতদের মনোভাব বুঝিয়া হস্তধৃত খন্তাটি পুনরায় উঁচাইয়া ধরিলেন। সভাস্থলে আবার পিনপতন নিস্তব্ধতা নামিল।

ঈশ্বর কহিলেন, "না, তোমরা দুশ্চিন্তা করিও না। আমি উপযুক্ত হস্তেই ক্ষমতা অর্পণ করিব।"

উপস্থিত স্বর্গজনতা উসখুস করিতে লাগিল।

ঈশ্বর গিবরিলকে ডাকিয়া বলিলেন, "যাও, বান্দরটিকে ফুলের মালা দিয়া বরণ করিয়া আন।"

গিবরিল মঞ্চের পিছন হইতে একটি গোদা বিবাগী শাখামৃগের কণ্ঠে বরণমাল্য পরাইয়া তাহাকে ক্রোড়ে করিয়া ফিরিল।

ঈশ্বর পরম স্নেহভরে ক্ষমতার খন্তাটি সেই বান্দরের হাতে তুলিয়া দিয়া নিজের আসনে ফিরিয়া গেলেন। রাজনীতি বড় পরিশ্রমের কর্ম, গৃহে ফিরিয়া জাকুজিতে এক ঘন্টা না কাটাইলেই নয়।


মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুরু গুরু

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

দ্যা রিডার এর ছবি

উত্তম জাঝা!

তানজিম এর ছবি

ঈশ্বর কি কোন এককালে বানর প্রসব করিয়াছিল কিনা জানতে মঞ্চায় চোখ টিপি

শাব্দিক এর ছবি

হো হো হো গুড কোয়েসচেন!!!

সাকিন উল আলম ইভান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হা হা হা হা
জটিল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাফি এর ছবি

লেখাটা খুব একটা মুখাসুলভ লাগেনি মন খারাপ

নিটোল. এর ছবি

হো হো হো গুরু গুরু

নিটোল. এর ছবি

চ্রম!

সুপ্রিয় দেব শান্ত এর ছবি

লেখায় সিলেটের গন্ধ পাইলাম।

কল্যাণF এর ছবি

মুখোভাই রস ইট্টু কম হইছে।

 তাপস শর্মা  এর ছবি

মারাত্মক। আপনার জন্য দুই কলসি ছাগলের দুগ্ধ দাবি করলাম গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

তানজিম এর ছবি

ছাগলের দুগ্ধ দিয়ে দুটি কলসি ভরাতে হলে মগবাজারে রীতিমত ত্রাসের রাজত্ব কায়েম করতে হবে গড়াগড়ি দিয়া হাসি

কল্যাণF এর ছবি

উহু, শুধু মগবাজারে করে লাভ হবে না মনে হয়, দুধ দিয়া কলসি ভরাইতে হইলে ত্রাস বাড়ির অন্দর পর্যন্ত চালান দিতে হইব। সেই সাথে টাইম মত কলসি যেন প্লেস করা হয় তার নিশ্চয়তা লাগব না? শয়তানী হাসি

উচ্ছলা এর ছবি

বান্দরের গলায় বরণমাল্য গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
ঈশ্বরের বেআক্কেলী কাজ কারবার আপনি চরম নিখুঁতভাবে তুলে ধরতে পারেন।
পোস্টে দশতারা হাসি

অঅসাধারন এর ছবি

ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

তারেক অণু এর ছবি
নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি
রণদীপম বসু এর ছবি

তাহলে ক্ষমতাপ্রাপ্ত বান্দরের স্বর্গীয় পদবী নিশ্চয়ই বান্দরিল হইবে !
বান্দরিলকে বান্দর বলায় স্বর্গীয় মুখপত্রের বিচার দাবী করিতেছি !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ঞঁ এর ছবি

ধুরো, এটা মুখফোড় লেখে নাই।

Rony এর ছবি

ভ্রাতা মুখফোড়, বহু দিন যাবৎ আপনি ”আদমচরিত” নামক রচনা পোষ্ট করিয়া আসিতেছেন। রচনাগুলাতে যথেষ্ঠ পরিমান লেখনি গুন ও হস্যরসের উপাদান মিশ্রিত ছিল, যাহারদরুন অনেকের বাহবা অর্জন করিয়াছেন। কিন্তু আপনাকে মনে রাখিতে হইবে যে, সৃষ্টিকর্তা ও তার মনোনিত পথ প্রদর্শক কখনো হস্যরসের পাত্র হইতে পারে না। সুতারং এই বিষয়টি খেয়াল করিয়া রচনা পোষ্ট করিলে বড়ই পুলকিত হইতাম। ধন্যবাদ

আরিফ_শ্রাবন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি জটিল, মজা পেলাম।

নিভৃত_সহচর এর ছবি

একটা গোদা বিবাগী শাখামৃগের কন্ঠে

এইটা পড়ে কালকে রাতের থেকে হাসতেসি।

ইয়ে মুখাদা, ঈভ-রে একটু আইনেন... অনেকদিন হয়ে গেল তো।

Rony এর ছবি

ভ্রাতা মুখফোড়,
বহু দিন যাবৎ আপনি ”আদমচরিত” নামক রচনা পোষ্ট করিয়া আসিতেছেন। রচনাগুলাতে যথেষ্ঠ পরিমান লেখনি গুন ও হস্যরসের উপাদান মিশ্রিত ছিল, যাহারদরুন অনেকের বাহবা অর্জন করিয়াছেন। কিন্তু আপনাকে মনে রাখিতে হইবে যে, সৃষ্টিকর্তা ও তার মনোনিত পথ প্রদর্শক কখনো হস্যরসের পাত্র হইতে পারে না। সুতারং এই বিষয়টি খেয়াল করিয়া রচনা পোষ্ট করিলে বড়ই পুলকিত হইতাম। ধন্যবাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।