একটা জীবন অন্যের ইচ্ছায় কাটিয়ে দিলাম...

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ০৯/১২/২০০৬ - ১২:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:


একটা জীবন অন্যের ইচ্ছায় কাটিয়ে দিলাম।
কেউ হাত ধরে নিয়ে গিয়ে
উদ্যানে দেখালো ফুল;
কেউ তুলে দিল ভুল ট্রেনে।
কারো আকাঙ্খার অগি্ন পোড়ালো সমূলে,
তুমুল বৃষ্টিতে কেউ ফেলে দিলো ঠেলে।

একটা জীবন অন্যের ইচ্ছায় কাটিয়ে দিলাম।
কারো ঘৃণায় কখনো
প্রতিশোধে বে'চে থাকলাম।
কেউ ধার করে এনে দিলো চা'দ,
কারো নখে ছিন্ন ভিন্ন ঘুম,
সারথীর হাতে তুলে দিয়ে জীবনের মানে
রথের চাকায় পিষ্ট হলো অনিচ্ছুক দাসের শরীর।

কেউ হাত ধরেছিলো
কেউ কেড়ে নিয়েছিলো
কেউ ছুড়ে ফেলে ছিলো।
এরা সব নাটুকে মহড়া শেষে
হাত ধুয়ে
সব চুকিয়ে বুকিয়ে দিয়ে ফিরে গেছে কবে।

আমি শুধু অন্যের ইচ্ছায় একটা জীবন কাটিয়ে দিলাম।

( পড়লাম ইরাজ আহমেদ-এর কবিতা)


মন্তব্য

জোহরা ফেরদৌসী এর ছবি

কি ভয়ঙ্কর রকম সত্যি কথা !

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।