একটি প্রস্তাবণা।(গরীবের টাটকা কথা,বাসী হলে ফলতেও পারে।)

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: রবি, ১১/০২/২০০৭ - ৩:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের দেশে ফালতু তর্কের কোন শেষ নেই।মধ্যবিত্ত মানুষের কাজ কাম কম,বিনোদনেরও অভাব। আর তাই ফালতু তর্ক,পরচর্চা,পলিটিক্স ইত্যাদি হচ্ছে আমাদের বেঁচে থাকার আবশ্যকীয় উপকরণ।

এথন নতুন একটি তর্ক শুরু করার চেষ্টা হচ্ছে সাপ্তাহিক ছুটি নিয়ে। শুক্রবার নাকি রবিবার সাপ্তাহিক ছুটি হবে এটা নিয়ে আঁতেলরা মাথা ঘামাচ্ছেন।

আমার মাঝেও কিছু আঁতলামি দোষ আছে ,তাই আমার প্রস্তাবগুলো নিজের ব্লগে লিখে রাখছি।

1. শুক্রবার কিংবা রবিবার সাপ্তাহিক ছুটি নয়,আমাদের দেশ থেকে সাপ্তাহিক ছুটি তুলে দিতে হবে। গরীব দেশে যতো বেশি কাজ করা যায়,ততো মঙ্গল। সারা দুনিয়া এগিয়ে যাচ্ছে আর আমরা 2 দিন ছুটি কাটাচ্ছি তাতো হয় না।সুতরাং পুরা দেশ সপ্তাহে 7 দিন খোলা থাকবে। সাপ্তাহিক ছুটি হবে রোটেশন ভিত্তিক। একেক জন একেক দিন ছুটি নেবে (পত্রিকা অফিসের মতো।)এতে করে আমাদের প্রত্যেকটি অফিসে হয়তো কিছু জনবল বাড়ানোর দরকার হবে। এই জনবল বাড়ালে বেকারদের ভালোই উপকার হবে।

2. দেশে 2 শিফট চালু করতে হবে।এতে করে একই ইনফাস্ট্রাকচার দিয়ে আমাদের দ্বিগুন কাজ করা সম্ভ্ভব হবে। ধরা যাক হাইকোর্টের কথা। হাজার হাজার মামলা যুগ যুগ ধরে বেহুদা ঝুলে আছে।বিচার প্রক্রিয়া যতো দেরি হবে,বিচার ততো নষ্ট হবে। এখন হাইকোর্টকে যদি দুই শিফট করা যায়,পুরা দুই সেট বিচারপতি বসানো যায় তাহলে দুই সেট উকিল সহ কয়েক হাজার মানুষের কর্মসংস্থাান হবে। দ্রুত বিচার সম্পন্ন হলে দেশে আইনের শাষন কায়েম হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাইট শিফট চালু করে হাজার হাজার নতুন শিার্থী শিার সুযোগ পাবে। এতো দামের শত শত কাসরুম ফেলে রাখার দরকার কী! গার্মেন্টস দুইটা না করে একই গার্মেন্টসে দুই শিফট করুন। উৎপাদন দ্বিগুন না হলেও 180 ভাগ তো বাড়বে। অথচ আপনাকে মুল্যবান কোটী কোটী বিদেশী মুদ্রা খরচ করে নতুন ফ্যাক্টরি করতে হচ্ছে না।

ভেবে দেখার অনেক বিষয়ই আছে।আমি আমার ুদ্র বুদ্ধির এই প্রস্তাবটাও যোগ করলাম আর কি।

এই লেখাটি কেন লিখলাম ?অফিসে যে হুদাই বসে আছি,তাই।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।