আপনি কিভাবে পত্রিকায় লিখবেন-১

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: মঙ্গল, ২০/০৩/২০০৭ - ৪:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সামহোয়্যার এর কিছু কিছু ব্লগারের লেখা দেখে মনে মনে খুব লজ্জা পাই। এক সময় এর চেয়ে কতো বাজে লিখে যে আমরা পত্রিকার পৃষ্ঠার পর পৃষ্ঠা নষ্ট করেছি তার হদিস নেই।

শুধু মাত্র এই সাইটে লেখালেখি করে প্রতিভার কী নিদারুন অপচয় যে কিছু ব্লগার করছেন,তা হয়তো অনেকেরই জানা নেই । এদের মাঝে কেউ কেউ আছেন অনর্্তমুখি লেখক,নিজের আনন্দের জন্য লিখে থাকেন আবার কেউ হয়তো এখানে বাংলা লিখে নিজেকে ঝালাই করছেন কিন্তু উপযুক্ত সুযোগের অভাবে আরো বড়ো পরিসরে যেতে পারছেন না।

আমার আজকের লেখা এই দ্বিতীয় দলটিকে নিয়ে। যারা বাংলা পত্রিকায় লিখতে চান,অথচ নিয়ম কানুন জানেন না ,তাদের জন্য এই কয়েক কিস্তির লেখা। আসুন শুরু করা যাক:

1. পত্রিকায় কারা লিখেন :
সাংবাদিকদের বাইরে পত্রিকায় 3 ধরনের লেখক থাকেন।

ক. প্রথম দলে আছেন পাঠক,তারা লিখেন বিভিন্ন চিঠিপত্র,পাঠকের মন্তব্য,পাঠকের জন্য বরাদ্দ 'পাঠক ফোরাম' কিংবা 'বন্ধুসভা' ধরনের পাতায়। এসব পাতায় লেখালেখি নিয়ে আলোচনার প্রয়োজন দেখছি না।

খ. দ্বিতীয় দলে আছেন প্রদায়ক। এরা বিভিন্ন পাতায় 'কাজের বিনিময়ে খাদ্য' মার্কা লেখা লিখে থাকেন। অর্থ্যাৎ,লেখা ছাপা হলে টাকা পাওয়া যায়,লেখা নেই তো টাকাও নেই।

বিভিন্ন ফিচার পাতায় যে লেখাগুলো প্রকাশিত হয়,সেগুলো প্রদায়করা লিখে থাকেন।যেমন 'গরমে আপনার স্বাস্থ্য' কিংবা 'ঘর সাজাবার নতুন পদ্ধতি' বা 'বাজারে এলো সৌর বিদু্যৎ চালিত কম্পিউটার' ধরনের যতো লেখা পড়ে থাকেন,তার সবগুলোই সৌখিন এবং অপেশাদার লেখকদের লেখা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সংবাদ,তারকাদের সাক্ষাৎকার ইত্যাদিও লিখে থাকেন এই প্রদায়করা।

উৎসাহী ছাত্র ছাত্রীদের জন্য প্রত্যেকটি পত্রিকাতেই প্রদায়ক হিসেবে কাজ করার প্রচুর সুযোগ আছে।প্রদায়করা নিজের নাম ছাপার অক্ষরে দেখার পাশাপাশি প্রতিটি ছাপা হওয়া লেখার জন্য 100 থেকে 1000 টাকা পর্যন্ত সম্মানীও পেয়ে থাকেন। নিয়মিত লিখলে মাস শেষে এই টাকাগুলোর যোগফল কিন্তু খারাপ হয় না।

(আমি আজ থেকে প্রায় 10/12 বছর আগেও কোন কোন মাসে 7 হাজার টাকা পর্যন্ত প্রদায়ক বিল তুলেছি।সেই সময় এতো টাকা একসাথে ফাও পাওয়ার পর কি যে ভালো লাগতো!!)

গ. তৃতীয় দলে আছেন বুদ্ধিজীবি ধরনের লেখক। গল্প,কবিতা, উপসম্পাদকীয় (যাকে কলাম বলা হয় আজকাল) ইত্যাদি লিখে থাকেন এ ধরনের পাঠকরা।

তো আগামি র্পেব আমরা আলোচনা করব ,কিভাবে আপনি প্রদায়ক হিসেবে কাজ শুরু করতে পারেন এই বিষয়ে।

চলবে...


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।