[is=red]GKwU Kw

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বুধ, ২১/০৩/২০০৭ - ৩:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:


একটা বিরাট অঘটন ঘটে গেছে। বাংলাদেশ কেমনে কেমনে যেন ক্রিকেটের বিশ্বকাপ জয় করে ফেলেছে। এখন পুরা জাতির গেছে মাথা আউলাইয়া।

তো ,এই মাথা আউলানো অবস্থায় সামহোয়্যার কর্তর্ৃপক্ষ আমাকে বললেন বাংলাদেশ ক্রিকেট দলের দলনেতা মি:হাবিবুল বাশারের একটি তাৎক্ষনিক প্রতিক্রিয়া জনিত সাক্ষাৎকার নিতে। আসলে কর্তৃপক্ষ একজন ভালো ক্রীড়া সাংবাদিক পাঠাতে চেয়েছিলেন কিন্তু সবাই তখন ফুর্তি ফার্তা করতে ব্যস্ত। (শেষ খবর পাওয়া পর্যন্ত এদের অধিকাংশকেই সাকুরাতে পাওয়া গেছে।তবে অ:র:পি কে দেখা গেছে পিজা হাটের প্রাইভেট ক্যাবিনে।)

এখন কথা না বাড়িয়ে হাবিবুল বাশারের সাক্ষাৎকারটি পত্রস্থ করা হচ্ছে।

আ.জে : বাংলাদেশের এই বিজয়ে আপনাকে অভিনন্দন। এই বিজয় আমাদের ভবিষ্যত ক্রিকেট খেলায় কী ভুমিকা রাখবে বলে আপনি মনে করেন ?
হা.বা :ক্রিকেট ?বাংলাদেশ এখন আর ক্রিকেট খেলবে কেন ?বাংলাদেশ খেলবে বাস্কেট বল ।

আ.জে : বাস্কেট বল?বাস্কেট বল খেলবে কেন ?
হা.বা : দেখুন,এই বিশ্বকাপ বিজয়ের পর বাংলাদেশের মানুষের উচ্চতা এখন চার ফিট বেড়ে গেছে। কয়দিন আগে নোবেল পেয়ে আমাদের বুকের ছাতি 4 ইঞ্চি বেড়ে গিয়েছিল,এখন বিশ্বকাপ জয় করে উচ্চতাও চার ফিট বেড়ে গেছে। সুতরাং আমাদের শারিরীক যোগ্যতা এখন বাস্কেটবল খেলার উপযুক্ত। বাস্কেট বল হচ্ছে অভিজাত আমেরিকানদের খেলা। আমরা এখন অভিজাতদের খেলা খেলব। ক্রিকেট এখন আর অভিজাতদের খেলা নয়।

আ.জে : সেক্ষেত্রে আপনি আর আপনার দল কি বাস্কেট বল খেলা শুরু করবেন ?
হা.বা : আরে না! আমরা এখন রাজনীতিতে যোগ দিব।

আ.জে : এটা অবশ্য খারাপ হবে না। ইতিমধ্যেই নাইমুর রহমান দুর্জয় আর জয় তো রাজনীতিতে যোগ দিয়েছেন। তা আপনারা কোন দলে যোগ দিচ্ছেন?
হা.বা : আমরা কারো দলে টলে যোগ দিচ্ছি না। আমরা প্রত্যেক খেলোয়াড় আলাদা আলাদা দল করব ।

আ.জে : আলাদা আলাদা দল!! তা,আপনারা ,ক্রিকেটাররা কি সাফল্য পাবেন বলে মনে করেন। ইমরান খান কিন্তু সাফল্য পান নি।
হা.বা : ক্রিকেট আর রাজনীতির মাঝে তো কোন তফাৎ নেই। রাজনীতিতে আপনাকে নিজের উইকেট বাচিয়ে রাখতে হবে। বিরোধীদল বোলিং করবে,মিডিয়া আপনার পিছনে দাড়িয়ে 'হাউজ দ্যাট' বলে চিল্লাতে থাকবে । হঠাৎ হঠাৎ ঢেউটিন কিংবা টিভি চ্যানেল নিয়ে আপনি কট নয়তো বোল্ড হবেন । তবে ঠিক মতো খেলতে পারলে ওভার বাউন্ডারি করে দেশের বাইরে আপনার মালামাল পাঠিয়ে দিতে পারবেন।

আ.জে : তো আপনার দলের কি কোন নাম ঠিক করেছেন ? নাম করনের কারনটিও বর্ণনা করুন প্লিজ।
হা.বা : আমার দলের নাম হবে ত্রিশক্তি।দেখুন আমাদের অর্জন কিন্তু এই ত্রি শক্তি দিয়ে। আমার দুই পা আর ক্রিকেট ব্যাট--এই নিয়ে তিনটি পা। আবার ক্রিকেটে স্ট্যাম্প হচ্ছে তিনটি। তাছাড়া আওয়ামী লীগ আর বি.এন.পির বাইরে একটি 'তৃতীয় শক্তি' র কথা ইদানিং জোরেশোরে বলা হচ্ছে। আমরা নিজেকে সেই 'তৃতীয় শক্তি' হিসেবে আশা করছি,তাই দলের নাম রাখতে যাচ্ছি 'ত্রিশক্তি।'

আ.জে : আগামি নির্বাচনে আপনাদের আশা কতোটুকু বলে মনে করেন ?
হা.বা :দেখুন,বর্তমান তত্বাবধায়ক সরকার একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর কথা বলছেন। আর আপনারা জানেন যে ভালো প্লেয়িং ফিল্ড বা সমতল পিচে আমরা ছক্কা হাকাতে জানি। তাছাড়া আম্পায়াররাও নিরপেক্ষ হবেন বলেই আশা করছি।
----------------------------------
(সাক্ষাৎকারের এ পর্যায়ে ত্রিনিদাদের সাথে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ায়,ত্রি শক্তি নেতা হাবিবুল বাশারের সাথে কথোপকথন টি শেষ করা যায় নি। টেলিফোনের লাইন পেলে আবার আপনাদের মাঝে ফেরত আসবো। আপনাদের কারো কোন প্রশ্ন থাকলে কমেন্টের ঘরে রেখে যান। আমি উত্তরগুলো জেনে নিয়ে আপনাদের জানিয়ে দেব।--আরিফ জেবতিক।)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।