ব্লগের বেটা ভার্সন,হায়দারের ফ্ল্যাট আর এক কম্পুকানার আশাবাদ

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: সোম, ২৬/০৩/২০০৭ - ৪:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

2001 সালের কথা।হায়দার নামের আমার এক বন্ধু একটি ফ্ল্যাট কিনে ফেলেছে! এই নিয়ে আমাদের বন্ধু মহলে বিরাট হৈ চৈ পড়েছে।আমরা তখনও মাত্র শুরু করেছি,ভাগে জোকে সিগারেট খাই,ডেটিংয়ে যেতে হলে এর ওর কাছ থেকে ধার করি,আর আমাদের মদনা বন্ধুটি এক্কেবারে ফ্ল্যাট কিনে ফেলল!চার বেড রুমের ফ্ল্যাট ,পুরোটা টাইলস দেয়া,ছাদে সুইমিংপুল!! গর্বে আমাদের বুক ফুলে যায়।ফ্ল্যাট টা এখনও নাকি শেষ হয় নি,হায়দার তাই জাকির রোডে আমাদের মেসের পাট চুকাতে পারছে না ।

তো বার বার আমরা হায়দারকে তার ফ্ল্যাট দেখানোর জন্য অনুরোধ করলেও ,সে দেখাচ্ছি দেখাবো করে পিছিয়ে যায়। আমরাও তখন বিভিন্ন কাজে খুব ব্যস্ত তাই খুব জোরালো ভাবে ফ্ল্যাট দেখতে যেতে পারি না।

একদিন অনেকটা নিজের মন আর হায়দারের ওপর জোর করেই গেলাম। মোহাম্মদপুর বেড়ি বাধ ডিঙ্গিয়ে অনেকটা পথ রিক্সা চেপে,তারপর কিছুটা পথ হেটে পৌছা গেল।

এবার শুনুন নিম্নোক্ত কথোপকথন :

:দোস্ত,তোর ফ্ল্যাট টা কই? পুরা সামনেইতো দিগন্ত জোড়া ফকফকা!!
:ঐখানেই জমিতে ফ্ল্যাট উঠবে।

:কিন্তু,জমি কই।খালি তো দেখি পানি।
:ঐ পানি ভরাট করেই জমি হবে।

:কিন্তু,এটা তো নদীরে ব্যাটা।নদী ভরাট করতে দেবে।
:দেবে,একটু ধৈর্য ধরতে হবে।পারমিশনের চেষ্টা চলছে।

পাঠক,হায়দার এখনও কিস্তি দিয়ে যাচ্ছে। এখনও পানি ভরাট করে জমি তৈরী করেনি ডেভেলপর।তবে তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে,আর সেই প্রতিশ্রুতির ওপর হায়দারের অগাধ আস্থা।
----------------------------------------------

কতর্ৃপক্ষ অনেক ঘোষনা দিয়ে আজকে আমাদেরকে বেটা ভার্সন দেয়ার কথা। আজ ব্লগে ঢু মেরে দেখলাম,সেই বেটা ভার্সন এসেছে। তবে এখনও কাজ শেষ হয়নি বলে,টেস্ট ফর্ম।অচিরেই নাকি পর্ুনাঙ্গ ভার্সন আসবে। সেই টেস্ট ফর্মে আমি কম্পুকানা কোন আলাদা বৈশিষ্ঠ খুজে পেলাম না। লক্ষ লক্ষ বাগ এখনও ফিক্সড হয় নি।(বাগ জিনিষটা কী এবং কিভাবে ফিক্সড হয়,আমি জানি না,তবে এটা ফিক্সড হওয়া মনে বোধ হয় সমস্যাগুলোর সমাধান হওয়া।)

না হোক,তবু আমি হায়দারের বন্ধু।
হায়দার যদি তার ডেপেলাপারের উপর আস্থা রাখতে পারে,তবে আমি কেন আমার ভার্চুয়াল কতর্ৃপক্ষের উপর আস্থা রাখতে কঞ্জুসি করব।

হবে,নিশ্চয়ই হবে কোন একদিন...।
আমাদের অনেকেই সেটা হায়াতে দেখে যেতে পারব ইনশাআল্লাহ!!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।