একস্লিপ বিষাদের গল্প...

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বুধ, ১৮/০৪/২০০৭ - ৯:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমুল আড্ডা এক সময় প্রায়শ:ই যুদ্ধের রুপ নিচ্ছিল।
টেবিল চাপড়ে ,সিগারেটের ধোয়াঁয় ঘর অন্ধকার করে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম।

প্রসঙ্গক্রমে একজন জোর গলায় বললেন,`রাজাকারদের কপাল ভালো,বঙ্গবন্ধু তাদেরকে ক্ষমা করেদিয়েছিলেন।'আমরা সবাই তার সাথে একমত হলাম।সত্যিই বঙ্গবন্ধু বিরাট উদারতার উদাহরন দিয়ে গেছেন।

সেই সময় বেশ দূরের টেবিল থেকে উঠে দাড়ালেন এক বৃদ্ধ। বিল মিটিয়ে আমাদের টেবিলের সামনে দিয়ে যাওয়ার সময় একটু থামলেন।তারপর মুচকি হেসে বললেন`মুজিব আমাদের ক্ষমা করে মহান হয়ে ছিলেন মানে?আমরা কি তার কাছে ক্ষমা চেয়েছিলাম ?'

ভদ্রলোক আমাদের কথা শোনার জন্য আর দাড়ালেন না।মাথা উচুঁ করে গট গট করে রেস্টুরন্ট থেকে বেরিয়ে গেলেন।

আমরা সবাই চুপ করে থাকলাম।
সেদিন আমাদের আড্ডাটা কেন যেন আর জমলো না।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।