ভারুয়া।

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শুক্র, ২০/০৪/২০০৭ - ১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খুশি হবার কিছু নেই স্যার
ভালবেসে নয়;তুমি ফ্রি আছ বলেই তারা তোমাকে ডাকে
অথবা ডাকলেই তুমি যাও বলে ডাকে

নিজেদের এক সময়ে তোমাকে কথা শোনার মানুষ বানাতে
ডাকে
নি:সঙ্গ পথের সহযাত্রী বানাতে ডাকে
তাদের মন খারাপে তারা তোমাকে ওষুধ বানাতে ডাকে।

তারা তোমাকে ডাকে ,কারন ডাকলেই সম্মানিত বোধ করো তুমি
আর প্রাণপণ চেষ্টা করো আর সম্মানীত হয়ে উঠার আর
তোমার মতো এমন বহুমুখী সার্ভিস এজেন্সী অন্য কোথাও নেই
তাই
তারা ডাকে আর
চব্বিশ ঘন্টা বেয়াল্লিশ কিসিমের কাজের জন্য তোমাকে পাওয়া যায়
তাই সারাক্ষন তারা তোমাকে ডাকে
এবং ডাক না শিখেও কেউ কেউ ডাকে।

আপ্লুত হবার কিছু নেই স্যার।নিজেকে মুল্যবান ভাবারো কিছু নেই
যদি বিশ্বাস না হয় তবে তোমার একা কিংবা মনখারাপের দিনে
যে কাউকে ডেকে দেখো,একটা কুত্তার বাচ্চাও ধরবে না ফোন।
------------------------
(মাহবুব লীলেনের কবিতা। কাব্য বিচার না করেই তুললাম,কোথায় যেন আমার সাথে মিলে যায়...)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।