একটি সহজ প্রশ্ন মাথায় আসলো,উত্তর কি দেবেন কেউ?

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বিষ্যুদ, ১৭/০৫/২০০৭ - ১:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আচ্ছা,দেশে মুসলমানদের মাঝে ইসলামী নাম রাখার রেওয়াজ।ঘরে ঘরে মুজিব,রাসেল এই সব নাম আছে।জিয়া কিংবা তারেক নামটিও খুবই কমন।এমনকি গাদ্দাফী কিংবা সাদ্দাম নামটিও অপ্রচলিত নয়।

কিন্তু গোলাম আযম নামে কোন তরুনের দেখা আমি কোনদিন পাই নি।
৭১ সালের পর কি দেশে আর কোন মানুষের নাম গোলাম আযম রাখা হয় নি?এতো সুন্দর একটি ইসলামী নাম দেশে প্রচলিত নয় কেন?
মানুষের পাশাপাশি হাজার হাজার জামাতি এবং তাদের ছানাপোনার সাথেও আমার পরিচয় হয়েছে,কিন্তু একজন মানুষকেও দেখিনি গোলাম আযম নামটি রাখতে তার কোন প্রিয় শিশুর জন্য।

কারনটি কী?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।