বাবা দিবসের স্মৃতি

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: মঙ্গল, ২৩/০৬/২০০৯ - ২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২০০৭ সালে প্রথমবারের মত "বাবা দিবস"-এর শুভেচ্ছা জানাই আব্বুকে। তখন আমি ঢাকায়, আমার হলে। আর আব্বু চট্টগ্রামে, বাসায়। এসএমএস করেছিলাম,

"এই যে আমার পানসী তরী শান্ত জলে ভাসে,
ঝড়ের হাওয়া থমকে দিয়ে দখিন হাওয়া আসে।
সূর্যতাপে দগ্ধ হলে রোদ হয়ে দাও ছায়া,
নিঝুম রাতে চাঁদের আলোয় ছড়িয়ে দিলে মায়া,
শূন্য গলে পরিয়ে দিলে জ্ঞানের আলোর মালা,
তোমার সূর্যকিরন থেকেই, আমার প্রদীপ জ্বালা!!"

কিছুক্ষণ পরই আব্বু এসএমএস পাঠালো:

"কালের কাছে এক মানবের একটুখানি চাওয়া,
নতুন চাওয়া উড়িয়ে আনে কালান্তরের হাওয়া!
সেই হাওয়াতেই বেড়ে ওঠো, তোমরা আত্মজন,
কালান্তরের মননঋদ্ধ নতুন সে জীবন।
সকল বাঁধা পেরিয়ে যাও, জীবন সাধনায়,
প্রবীণ বাবা নবীণ মনে জানায় অভিপ্রায়!!"

অদ্ভুত ভাললাগায়, ভালবাসায় মন ভরে গিয়েছিল।


মন্তব্য

হিমু এর ছবি

চমৎকৃত হলাম, উপল! আপেল তার গাছ থেকে খুব বেশি দূরে পড়েনি হাসি

উপল মাহবুব আর তার ছান্দসিক পিতাকে অভিবাদন জানাই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

তানবীরা এর ছবি

একমত
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

উপল মাহবুব এর ছবি

ধন্যবাদ। হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চমৎকার।

বিষন্ন এর ছবি

একদম "বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া"। সাংঘাতিক!
খুব ভালো লাগলো।

অনিকেত এর ছবি

অসাধারণ!!!
মনটাই ভাল হয়ে গেল-----

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।