গোপনতা ভাঙলো কীসে

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: সোম, ২৯/০৯/২০০৮ - ১২:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

কয়টি শিকে দাঁড়িযে থাকে
একটিমাত্র ছাতা-
বরষায় এমন অনুসন্ধিৎসা
সহজ সরল
স্বাভাবিক

মন, গোপন কথা
বলো না কাউকে
এ-যুগে শেষমেষ
আমরা কেউই

গোপন থাকতে পারবো না

আর, কয়টি গোপন কথায়
দাঁড়িয়ে থাকে জীবন-
এই এক জীবনে
জানা তো যাবে না

শুধু ছাতার নিচে, বৃষ্টিতে
পাবো না কোনো ভয়

ছাতা ছাড়া চলে
তোমাকে ছাড়া জীবন না

জীবন, বৃষ্টি যদি পড়েও
তোমার দিকেও তেমন
-ছাতারই মতো-
জানি তাকানো হবে না


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

আর, কয়টি গোপন কথায়
দাঁড়িয়ে থাকে জীবন-
এই এক জীবনে
জানা তো যাবে না

খুবই সুন্দর!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রূপক কর্মকার এর ছবি

'এ-যুগে শেষমেষ/আমরা কেউই/গোপন থাকতে পারবো না' কথাটি ভালো লাগল। পুরো কবিতাটি নয়। পলাশ দত্তকে বলছি, লাইন তিনটি (গদ্যে অবশ্য বাক্য একটাই) আপনার নিবন্ধে বা প্রবন্ধে তুলে নিন। আপনার কবিতা তো পড়া যায় না।

.................................................................................
"নোবেল-বুকার নিয়ে এত কেন ফুর্তি করে বোকা পাঠকেরা?/মিডিয়ার উলুবনে সবই যেনতেনপ্রকারেণ।/প্রাচ্যের পদক হাতে স্নানে যায় বনলতা সেন।" -আবু হাসান শাহরিয়ার

____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

রণদীপম বসু এর ছবি

মানুষ গোটা জীবনেও আসলে নিজেকে প্রকাশ করতে পারে না। নিজের কাছেও নিজে বিস্ময়করভাবে গোপন থেকে যায়। নিজেকে প্রকাশের চেষ্টা করে যায় কেবল।

এজন্যেই বোধ করি মানুষের প্রথম এবং শেষ বিস্ময়ও নিজেই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আবু রেজা এর ছবি

জীবনে কিছু কথা হয়তো থেকে যায় একান্তই গোপন।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।