।। আসুন ।।

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: বুধ, ০৩/০৩/২০১০ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

>>০৩ মার্চ

>>বুধবার

>>বিকেল ৪টা

>>টিএসএসি সড়কদ্বীপ

>>আগ্রাসন প্রতিরোধ আন্দোলন-র উদ্যোগে প্রতিবাদ-সমাবেশ

==================================

কিসের প্রতিবাদ?

রাঙামাটিতে সেনাবাহিনির গুলিতে পাচ আদিবাসী জীবন দিয়েছেন ২০ ফেব্রুয়ারি।

একই সময় (এবং তার আগের দিন ১৯ ফেব্রুয়ারি) সেনা-নিয়োজিত সেটলাররা পুড়িয়ে দিয়েছে আদিবাসীদের প্রায় চারশ বসত-ঘর।

এইসবের প্রতিবাদ।।

অনুগ্রহ করে আসুন।। যার যার পক্ষে সময় করা সম্ভব।।

==================================


আমি নিজেই যেতে পারবো না।। তবু অন্য কাউকে জানাতে পারবো না??


মন্তব্য

নাশতারান এর ছবি

জানানোর জন্য ধন্যবাদ।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

অবশ্যই যাব।
জানানোর জন্য ধন্যবাদ!

-স্নিগ্ধা করবী

পলাশ দত্ত এর ছবি

আপনি কি গেছিলেন আজকে?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতিথি লেখক এর ছবি

আচ্ছা, এই ধরনের জমায়েত কি শুধু সচলায়তনের মেম্বারদের জন্য?

পলাশ দত্ত এর ছবি

না, মোটেই সচলায়তনের সদস্যদের জন্য না।

এই প্রশ্ন কেন উঠলো?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতিথি লেখক এর ছবি

এই প্রশ্ন করেছিলাম, কারন আমি ঠিক জানি না যে এই জমায়েতের উদ্যোগতা কারা, তাই...............।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।