সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

অতন্দ্র প্রহরী এর ছবি
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ১১:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শিল্পী: আব্দুল হাদী
গীতিকার: মনিরুজ্জামান মনির
সুরকার: আলাউদ্দিন আলী


সূর্যোদয়ে তুমি
সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।

জলসিঁড়ি নদীতীরে
তোর খুশির কাঁপন যেন বাজে
ও... কাশবনে ফুলে ফুলে
তোর মধুর বাসর বুঝি সাজে
তোর একতারা হায় করে বাউল আমায়
সুরে সুরে।

সূর্যোদয়ে তুমি
সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।

আঁকা-বাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় জানি হাসে
ও... পদ্মকাঁপা দিঘী-ঝিলে
তোর সোনার স্বপন খেয়া ভাসে
তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায়
চিরতরে।

সূর্যোদয়ে তুমি
সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।




Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

কেউ যদি জানেন, এই গানটিরও গীতিকার ও সুরকারের খোঁজ দিতে অনুরোধ করছি।

বিপ্রতীপ এর ছবি

গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলাউদ্দিন আলী
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

অতন্দ্র প্রহরী এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অতন্দ্র প্রহরী এর ছবি

আগের পোস্টের মতো এটাতেও, গানটা শুনতে সমস্যা হবে মনে হয়। দুঃখিত। যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক করে দিচ্ছি।

ভূঁতের বাচ্চা এর ছবি

গানটা আমার খুব প্রিয়।
পোস্টানোর জন্য ধন্যবাদ।

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রায় এক মাস দশ দিন দেরিতে হলেও, ধন্যবাদ জানালাম আপনাকেও। চাইলে এখন গানটা শুনতে পারবেন। ঠিক করে দিলাম।

রায়হান আবীর এর ছবি

গানটা শুনতে পারিনা- ডাউনলোডও করতে পারি না।

=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

কী এক উদ্ভট কারণে ই-স্নিপ্সে আপলোড করেও গানটা শোনা যাচ্ছিল না। মাঝে বেশ কয়েকবার গুঁতাগুতি করেও ঠিক করতে পারিনি। এখন ঠিক আছে। শুনতে পারবা চাইলে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।