বোকা মানুষটা

অতন্দ্র প্রহরী এর ছবি
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: মঙ্গল, ২২/০৬/২০১০ - ১:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:


I have wished a bird would fly away,
And not sing by my house all day;
And of course there must be something wrong
In wanting to silence any song.
("A Minor Bird" by Robert Frost)




ছোট্ট চড়ুইটা ভুল করে ঘরে ঢুকে পড়েছিল। শব্দ শুনে তাকিয়ে দেখি বুকশেলফের উপর বসা। কিছুটা অবাক হয়েই লক্ষ করতে থাকি। স্থির দাঁড়িয়ে দ্রুততার সাথে এদিক-ওদিক তাকাচ্ছে পাখিটা। চঞ্চল, অস্থির ভাব। কেমন একটা তাড়া। খানিকটা হতবিহ্বল বা ভীতও হয়তো। পথ ভুলে কোথায় এসে পড়েছে বুঝে উঠতে পারছিলো না বোধহয়। ওরই বা কী দোষ? চেনাপরিচিত আকাশটাকে হঠাৎ করে দেয়ালবন্দি হতে অথবা বাতাস থেকে স্বাধীনতার গন্ধ উবে যেতে দেখলে এমনটা হওয়াই তো স্বাভাবিক। উপরে ওদিকে বেশ জোরে পাখা ঘুরছে। খানিকক্ষণের জন্য নিজের কাছেই ভয় লাগলো, বেচারা যদি উড়তে গিয়ে পাখার সাথে ধাক্কা খায়! আস্তে করে উঠে গিয়ে পাখাটা বন্ধ করে দিলাম। ঘর জুড়ে আচমকাই কয়েক মুহূর্তের অলস নীরবতা। সেটাও গুঁড়ো হলো চড়ুইটারই ডাকে। কিচিরমিচির শব্দ তুলে উড়তে শুরু করলো হঠাৎ। হয়তো পথ খুঁজছিলো বেরোবার। তারপরই শুরু হলো ওর সাথে চোরপুলিশ খেলা।

জানালা খোলা। পর্দাও সরানো। তারপরও চড়ুইটা কিছুতেই বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলো না। বরং কখনও ওয়ার্ড্রোবের উপর, কখনও নাগালের বাইরে লাইট-শেডের মাথায়, আবার কখনওবা জানালার পর্দার উপর, মেঝেতে কিংবা কম্পিউটার টেবিলের পেছনে। ছুটোছুটির কোনো শেষ ছিলো না। ঘরের বিভিন্ন কোন থেকে কিচিরমিচির, অথবা ডানা ঝাপটানোর হালকা শব্দ। ওদিকে পাল্লা দিতে গিয়ে আক্ষরিক অর্থেই আমার ঘাম ছুটে যাচ্ছিল। কোথাও চড়ুইটাকে স্থির দেখলেই, আমিও ভীষণ ধীরগতিতে কাছাকাছি গিয়ে হাতটা বাড়াচ্ছিলাম ধরার চেষ্টায়, যতোটা সম্ভব ভয় না জাগিয়ে, কিন্তু কাছাকাছি যেতে না যেতেই আবার উড়াল। উড়ে অন্য কোথাও গিয়ে বসা। দুয়েকবার ধরে ফেলার সুযোগ হলো বটে। একবার হাতে নিয়েও ছেড়ে দিলাম। পরেরবারের চেষ্টায় লেজ ধরে ফেলেছিলাম যদিও, কিন্তু এমন ডানা ঝাপটানো শুরু করলো, আর বেচারি দেখতেও এতোই নাজুক যে ধরে রাখতে পারলাম না। ছেড়ে দিলাম সাথে সাথেই। উড়ে গিয়ে সে বসে পড়লো শোকেসের ঠিক মাথার উপর। ঠিক কতোক্ষণ ধরে এমনটা চললো, চড়ুইটা বা আমি, হিসাব রাখি নি কেউই। তবে বেশ অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে সে জানালার শিকের উপর গিয়ে বসতে পারলো। ওপারের বিস্তৃত পৃথিবীর সাথে একেবারেই সামান্য দুরত্বে। বোকা পাখিটার চোখে তখনও বিভ্রান্ত চাউনি। কণ্ঠে মৃদু ডাক। হাতটা বাড়াতেই, শেষবারের মতো ডাক ছেড়ে বের হয়ে গেলো জানালা দিয়ে। মিশে গেলো বাইরে রাতের অন্ধকারে।

হাতের মুঠোয় চড়ুইটার ছোট্ট শরীরের স্পর্শ আর নখের হালকা আঁচড় নিয়েও স্বস্তিবোধ করলাম। কিন্তু ঘুরে বিছানায় চোখ পড়তেই হঠাৎ করে বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠলো! চড়ুইটা উড়ে গেছে ঠিকই, তবে ক্ষণিকের বন্দিত্বের চিহ্ন হিসেবে পেছনে ফেলে গেছে ছোট্ট কিছু পালক। ছোটাছুটির কোন ফাঁকে যে পালকগুলো খুলে পড়েছে, লক্ষই করি নি। ছোট্ট চড়ুইটাও না জানি উড়ে কোথায় চলে গেছে, কিন্তু সে যদি বাইরের দূর অন্ধকার থেকে এদিকে তাকাতো, তাহলে হয়তো দেখতে পেতো, ওর চেয়েও খুব বোকা একজন পালকগুলো হাতের মুঠোয় নিয়ে চুপচাপ বসে ছিলো কিছুক্ষণ, আর সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কষ্ট পাচ্ছিল কোনো কারণ ছাড়াই!


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

হুম হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

গণ্ডারের সুরসুরির মতো এতদিন পরে এসে উত্তর দিচ্ছি। দেঁতো হাসি

সুহান রিজওয়ান এর ছবি

বুকা বিডিয়ার ...

এটা একটা গল্প হতে পারতো কিন্তু...

_________________________________________

সেরিওজা

অতন্দ্র প্রহরী এর ছবি

বিডিয়ার বরাবরই বোকা। সে একজন প্রসিদ্ধ বোকা মানুষ। হাসি

স্পর্শ এর ছবি

চড়ুই ধরার বুদ্ধি বলি। প্রথমে নিবা একটা শুক্না কাঁথা। তারপর চড়ুই মটামুটি সমতল একটা যায়গায় আসলেই ব্যাস! জাল ছুড়ে দেওয়ার মত করে ছুড়ে দিবা। চড়ুই বাবাজি আটকা। এভাবে চড়ুই ধরা নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। মনে করিয়ে দিলে সব। দেঁতো হাসি

আরেকটু ঘন ঘন লিখলেই পারো। চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

আমি তো কখনও চড়ুই ধরিইনি! তাই জানি না এসব। মন খারাপ

থ্যাঙ্কু! দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

অন্যরকম।ভালো লাগলো।

[বিষন্ন বাউন্ডুলে]

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক দেরিতে হলেও অনেক ধন্যবাদ। হাসি

অতিথি লেখক এর ছবি

চড়ুই কিংবা আপনি... সবার থেকেই মনে হয় আমি বেশি বোকা... ...
লেখাটা অনেক ভাল লাগল...

''চৈত্রী''

অতন্দ্র প্রহরী এর ছবি

নাহ, বোকামিতে আমাকে হারানো সহজ কথা না। হাসি

ধন্যবাদ আপনাকে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কীভাবে যে লেখেন এতো সুন্দর করে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তিথীডোর এর ছবি

"কীভাবে যে লেখেন এতো সুন্দর করে..."
ঠিক!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতন্দ্র প্রহরী এর ছবি

হাহাহা। আপনাকেও অনেক থ্যাঙ্কু। হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনাদের মতো বাঘা লেখকেরা শীতনিদ্রায়, তাই ফাঁকা মাঠে গোল দেয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা এটা। খাইছে

থ্যাঙ্কু।

ধুসর গোধূলি এর ছবি

- আমার ধারণা, চড়ুইটাও ফিরে গিয়ে আপনাকে নিয়ে একটা ব্লগ লিখে ফেলেছে চড়ুইলায়তনে। কিংবা এমনও হতে পারে, সে তার চড়ুইবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, "আজকে বিডিআর আমার ল্যাঞ্জায় ধরে টানাটানি করছিলো..."।
হতে পারে চড়ুইটার বিএফ এসে আপনাকে কষে গালাগালি করে "১" দাগিয়ে গেছে, বাকিরা "আনলাইক্স"। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

হাহাহাহাহাহা। মজা লাগল মন্তব্যটা পড়ে। আমি সচলায়তনে লেখা শুরু করি যখন, আপনি নিয়মিত মন্তব্য করতেন, আমার বিডিয়ার নামটাও তো আপনারই দেয়া। মিস করি সেই দিনগুলা। হাসি

নীল রোদ্দুর এর ছবি

হ, আপনি আমার চেয়েও বোকা। খাইছে.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

অতন্দ্র প্রহরী এর ছবি

সে আর বলতে! চোখ টিপি

জুয়েইরিযাহ মউ এর ছবি

হয়তো দেখতে পেতো, ওর চেয়েও খুব বোকা একজন পালকগুলো হাতের মুঠোয় নিয়ে চুপচাপ বসে ছিলো কিছুক্ষণ, আর সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কষ্ট পাচ্ছিল কোনো কারণ ছাড়াই!

দারুণ অপ্র ভাইয়া...
বিষণ্ণতায় মোড়া লেখাটিও আর এ কথাগুলোও...

----------------------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ, মউ। দেরিতে জবাব দিচ্ছি। কিছু মনে করবেন না। নিজের পোস্টের এতগুলা মন্তব্য এতদিন চোখেই পড়েনি! মন খারাপ

নিবিড় এর ছবি

"বোকা মানুষ" কথাটা আপনার খুব প্রিয় তাই না চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

এই তো বুঝে গেছ! দেঁতো হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ভাই অপ্র, সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কোনো কারণ ছাড়াই কষ্ট পাওয়া বন্ধ যেদিন হবে, ঐ দিন বুঝবেন লেখালেখির দিন শেষ, এবার আপনার শেয়ার বাজারে নামার দিন আসছে! <গম্ভীর মাথা নাড়ার ইমো>

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতন্দ্র প্রহরী এর ছবি

হাহাহাহা। শেয়ার বাজারে নামার সাহস কোনোকালেই ছিল না। হবেও না। এরচেয়ে আমার বোকামিপূর্ণ দিন কাটানোই উত্তম। হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ছোট্ট অথচ কি কিউট একটা লেখা!
আপনি কি আমার চেয়েও বোকা, প্রহরী? চিন্তিত

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

আসেন প্রতিযোগিতা করি! দেঁতো হাসি

সাইফ তাহসিন এর ছবি

কত পক্ষী আইবো আর যাইবো চোখ টিপি তাগো নিগা মন খ্রাপ করলে খবর আছে চোখ টিপি এইরাম পক্ষী ভাইগা গেলে তো বিপদ, পরের বার জানালা বন্ধ কইরা দিও, পুলার আসলে বিয়ার বয়স হইয়া গেল কিনা খাইছে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতন্দ্র প্রহরী এর ছবি

সবাই খালি সবকিছুর ভেতরে বিবাহের গন্ধ পায়। কী মুশকিল! মন খারাপ

মুস্তাফিজ এর ছবি

ভালৈছে। আমার কাছে একটা চড়ুইয়ের ছবি ছিলো, খুঁজে পেলে শেয়ার করতাম, পেলামনা।

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

এতদিনে পাইসেন? পাইলে দিয়েন। হাসি

তাসনীম এর ছবি

খুব সুন্দর লেখা...

++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ধন্যবাদ, তাসনীম ভাই। হাসি

আনন্দী কল্যাণ এর ছবি

আমার ঘরেও মাঝে মাঝে এমন চড়ুই ঢুকে পড়ত, শাঁই শাঁই করে চলতে থাকা ফ্যানে যদি কিছু হয়, তা নিয়ে খুব চিন্তা হত...

লেখাটা খুব ভাল লাগল, একটু কেমন জানি...

অতন্দ্র প্রহরী এর ছবি

তাই নাকি। সব চড়ুইই আমার মতো বোকা দেখি। থ্যাঙ্কু, আনন্দী আপু। হাসি

ওডিন এর ছবি

অসাধারণ!
মনে হয় দৃশ্যগুলো নিজের চোখেই দেখতে পেলাম।

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক অনেক থ্যাঙ্কু, ওডিন'দা। হাসি

নাশতারান এর ছবি

বোকা লোকটার কল্যাণ হোক। বোকা পাখিটা সুখে থাকুক। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতন্দ্র প্রহরী এর ছবি

জগতের সকল বোকা সুখী হোক! হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।