নামহীন অনু-কবিতা

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: রবি, ০৪/১১/২০০৭ - ৯:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঊর্ধে তাকাও অনন্ত নীলাকাশ
সম্মুখে দেখ বহিছে রজত ধারা
ক্ষণকাল কভু চাহিয়াছ ফিরে পাশ
তব নীলাকাশ ঘন-কালো হয়ে সারা।

*ইউনিভার্সিটি লাইফে লেখা (২০০০ সালের আগে কোন এক সময়ে)। কোথাও প্রকাশের যোগ্যতা না থাকায় এতদিন প্রকাশিত হয়নি। নিজে প্রকাশের স্বাধীনতা আছে বলে সচলায়তনেই প্রথম প্রকাশিত হল।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাসি
চলুক এরকম অপ্রকাশিত কবিতা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

২০০০ সালে এইরকম কবিতা!
আপনি তো দেখি কবিতার ক্ষেত্রেও রিমিক্সে বিশ্বাসী।
গানে অবশ্য কখনও কখনও বলা হয় অমুকের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
সেরম হইছে।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।