রাজচম্পা / হিমচম্পা

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: বুধ, ২০/০৫/২০০৯ - ৫:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাজচম্পা বা রাজচম্পক ফুলের বিজ্ঞানসম্মত নাম Magnolia grandiflora, একে হিমচম্পাও বলা হয়। আমেরিকার দক্ষিণাংশের স্থানীয় ফুল হলেও ভারতীয় উপমহাদেশে অনেক জায়গাতেই দেখা যায়।

ফুল বড়ো আকারের, কাপের আকৃতির, সাদা রঙের, সুগন্ধী, মসৃণ ভেলভেটের মতো পাপড়ি ৮-১২ ইঞ্চি লম্বা। দীর্ঘ উল্লম্ব চিরহরিৎ বৃক্ষ গাঢ় সবুজ বড়োমাপের পাতায় (দশ ইঞ্চি অবধি লম্বা) ছেয়ে থাকে। বসন্তকালে পাতার তলার দিক বাদামি বর্ণ ধারণ করে। ফল ২-৪ ইঞ্চি লম্বা শঙ্কু আকৃতির, লালচে বাদামি রঙের হয়। বীজ গাঢ় লাল রঙা, কিডনী আকারের।

ছবি লেখকের তোলা।


মন্তব্য

দ্রোহী এর ছবি

সর্বনাশ! আমি হাতে গোনা দুই তিনটা ফুল ছাড়া আর কোন কিছুই চিনি না।

মূলত পাঠক এর ছবি

সেই জন্যেই তো পুষ্পকোষ! এবার সব চিনে যাবেন। হাসি

মনিকা রশিদ এর ছবি

কি সুন্দর! কি সুন্দর!

মূলত পাঠক এর ছবি

ধন্যবাদ, মনিকা রশিদ!

সিরাত এর ছবি

আমার নানীও এসব ব্যাপারে মহা এক্সপার্ট! রাজর্ষিদা, আপনে তো আমার নানীর মত দেখন যায়! চোখ টিপি

মূলত পাঠক এর ছবি

শেষে আপনের নানী বানায়া ছাড়লেন!

হিমু এর ছবি

আরো ডিটেইলড ছবি দরকার। এই ছবিতে ফুলটা সম্পূর্ণ আসেনি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মূলত পাঠক এর ছবি

আমি আরো কিছু ছবি তুলেছিলাম তবে সবগুলোই অসম্পূর্ণ কোনো না কোনো ভাবে। ফুলের ভেতরসুদ্ধ তোলা গেলে ভালো হতো কিন্তু যা উঁচুতে ফুটেছিলো, সে আর সম্ভব হলো না।

তুলিরেখা এর ছবি

আমি একবার অল্প উঁচু গাছে ম্যাগনোলিয়া দেখে তুলেছিলাম।

দিলাম ছবিটা।

মগ্ন ম্যগ্নোলিয়ামগ্ন ম্যগ্নোলিয়া
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ফারাবী [অতিথি] এর ছবি

যে ছবিটা দিয়েছেন সেটা দেখেই তো উড়ে গেলাম! অসাধারণ অসাধারণ! লেখাটাও ভাল হয়েছে। এমন আরও চাই।

তুলিরেখার দেয়া ছবিটাও দারুণ, সংযুক্ত করার জন্য তাকেও ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।