নক্ষত্রে আদিম স্রোত

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ০৯/০৫/২০০৮ - ৯:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

নক্ষত্রে আদিম স্রোত

চোখের ক্যাপসুলে ব্ল্যাকহোল ! ওটা কি পৃথিবীর ঘ্রাণ ?
সীমাহীন কসমিক জোনে পাখির আকাশ নেই,
শর্ত শিথিল করো-
অজ্ঞাত সময়-রেখায় উড়ে যাই চলো ;
সন্তাপের পাখিরা উন্মুক্ত হলে
ডিজিটাল আকাশে মিশে
ওগুলো পাখিও থাকবে না।
পড়ে থাকা খড়-কুটো ধরে স্মৃতির কাতর হবে ?
সাইবার যুগে বাতিল জঞ্জাল সব,
নাক্ষত্রিক শূন্যপথে কোথায় খুঁজবে !

পৃথিবী নামের যে গ্রহ, তুমিও অবশিষ্ট এর ;
গণিতের সূত্রটাকে পুরনো রেখে
ভাগশেষ না হয় কিছু রেখেই দিলে-
নিবিড় চুম্বনে টেনে রক্তের সিঞ্চন পেলে
কসমিক-মানবের রক্তনীল দেহে
হয়তোবা খেলে যাবে লাল লাল পার্থিব বাতাস !

শর্ত শিথিল করো
টেকনো-শরীরে মুড়ে যেটুকু দেহের বাকি
তাকে আজ রূপকথা শোনাও- যখন
বহুকাল চলে গেলেও তুখোড় প্রণয়-পর্বে
পৃথিবীটা অস্থির ছিলো
শুধু শুধু রক্তপাত ভিজে ওঠা আদিম স্রোতে ;
এলোমেলো হিসেবের ভুলে ভরা পাণ্ডুলিপি জুড়ে
ওখানে অদ্ভুত এক মায়াবী রহস্যও ছিলো-
প্রেম !

(২৯/০৪/২০০৮)


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জটিল হইছে... বিশেষ করে শেষটা। দুয়েক জায়গায় কি একার ওকার জাতিয় কিছু জিনিস মিস হইছে? ______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ নজরুল।
আপনি কি রক্তপাত শব্দটিতে এ-কার আশা করেছিলেন ? না, ওটা এভাবেই দিয়েছি। শব্দ ও বাক্যে ডাইমেনশান আনার জন্য। এলো কি না তা আপনারাই বলবেন।
শুভেচ্ছা রইলো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বরাবরের মতোই...।
অবশ্য কবিতা রচনার তারিখটা মারাত্মক!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।