| ঘড়ায়-ভরা উৎবচন…|৩০১-৩১০|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ১৩/১১/২০১৪ - ৭:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

(৩০১)
প্রেম হলো একটি কল্পনা-ভ্রমণ, আর প্রিয় মানুষটি হচ্ছে এর বাহন।
.
(৩০২)
ইতিহাস পচে না কখনো, পচে যাই আমরাই।
.
(৩০৩)
মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো
মানুষ যে আসলে সীমাবদ্ধ নয়, এটাতে আস্থা রাখার সীমাবদ্ধতা।
.
(৩০৪)
হারানোর আশঙ্কা না থাকলে পাওয়ার মাহাত্ম্য উপলব্ধি করা যায় না।
.
(৩০৫)
যে কোন সংস্কারে যুক্তিহীন বিশ্বাস এবং অন্ধ আচারনিষ্ঠ হওয়াটাই গোঁড়ামি;
আর বিশ্বাসহীন আচারসর্বস্বতা মানেই ধূর্ত ভণ্ডামি।
গোঁড়ামি ক্ষতিকর, কিন্তু এই ভণ্ডামি ভয়ঙ্কর।
.
(৩০৬)
চেয়েই নেয়া হোক বা যেচেই দেয়া হোক,
যৌতুক আর ভিক্ষাবৃত্তির মধ্যে কোন মৌলিক তফাৎ নেই।
.
(৩০৭)
ছাগল হওয়ার বিশাল সুবিধা হলো-
ছাগলামি করতে আগে থেকে কোন প্রমাণপত্র পেশ করতে হয় না।
.
(৩০৮)
নিজে একটা গোঁড়ামিকে আঁকড়ে ধরে
অন্যের গোঁড়ামিকে নিন্দা বা কটাক্ষ করাটা হলো নিকৃষ্ট ভণ্ডামি।
.
(৩০৯)
যার সামনে হাঁটার রাস্তাটা বন্ধ হয়ে যায়
তার জন্যে বাকি থাকে পেছনের স্মৃতিকাতর নস্টালজিয়াটুকুই।
.
(৩১০)
উপদেশ আর পরামর্শে পার্থক্য হলো-
পরামর্শে কোন অহংভাব থাকে না, উপদেশে যা প্রবল।

[২৯১-৩০০][*][৩১১-৩২০]


মন্তব্য

অনুপম ত্রিবেদি এর ছবি

উত্তম জাঝা!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মেঘলা মানুষ এর ছবি

চলুক হাততালি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

ঈয়াসীন এর ছবি

৩১০ চরম সত্য

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

মেঘলা মানুষ এর ছবি

মজাদার লেখা। হাততালি
তা ধূমকেতুর গায়ে রোবট নামানোটা কি কেবল নাসা/ইসা -র একার দখলে নাকি? আপনি-আমি চাইলেই এরকম রোবট নামাতে পারি। খাইছে
(নাসার সাইটে একটা ছোট ফ্লাশ গেম দেয়া আছে, যেটাতে আপানা দায়িত্ব হল এরকম একটা মিশন পরিচালনা করা।
কি বোর্ডের এক্স আর জেড দিয়ে গতি কমানো যায়, আর বাকি কাজগুলোর জন্য স্পেস। খেলে দেখতে পারেন http://spaceplace.nasa.gov/comet-quest/en/#/review/comet-quest/CometQuest.swf )

শুভেচ্ছা হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এই পোস্টের মন্তব্য এখানে এসে গেছে মনে হয় চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মেঘলা মানুষ এর ছবি

ঘটনা সত্য। ট্যাব খোলা ছিল, ভুলে এখানে লিখে ফেলেছি। সাক্ষ্য-প্রমাণ স‌হ পাকড়াও করে ফেললেন অ্যাঁ

অতিথি লেখক এর ছবি

অনেক ভালো লাগলো ভাই।

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

দীপংকর চন্দ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।