মেয়েটি

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ২৯/০৫/২০০৮ - ১০:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

মেয়েটি

বাইরে অঝোর বৃষ্টি-
মেয়েটা কি জানলো তা ?
ছেটে দেয়া ভ্রুর নতুন মানচিত্র খুঁজে
কাটিয়েছে সারাদিন-
আয়নাটাই প্রতিদ্বন্দ্বী তার !

পর্দা সরিয়ে শেষে
যে ছেলেটি দৃশ্যমান হলো
তার বুকে
তুমুল বৃষ্টিতে ভিজে অন্য কেউ ;
মেয়েটা কি জানে না তাও !

ভূমির বিস্তৃতি পেলে গালের তিলটাও কেমোন
অবসন্ন ধীরতায়
তালের মতো লাল হয়ে যায়-
এমোন আচানক আবিষ্কারে উল্লসিত
না কি বিষণ্ন হতে হয়,
তা ভেবে ভেবে
সারারাত অধীর হবে সে-

ছেলেটা কি জানবে তা ? #

(০২/০৭/২০০৭)


মন্তব্য

~~টক্স~~ এর ছবি

ভূমির বিস্তৃতি পেলে গালের তিলটাও কেমোন
অবসন্ন ধীরতায়
তালের মতো লাল হয়ে যায়-
এমোন আচানক আবিষ্কারে উল্লসিত

লাইনগুলো চমৎকার লেগেছে।
ভাল লাগল পড়ে।আপনাকে ধন্যবাদ।

রণদীপম বসু এর ছবি

আপনাকেও ধন্যবাদ ভাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তালের মতো লাল?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

আবার জিগায়...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।