। ওরা মানুষ ছিলো না ।

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ১৫/০৮/২০০৯ - ১২:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

.
তাঁকে হত্যা করার আগে
একটুও কেঁপে উঠেনি ওদের হৃদয়
কেনো না ওরা তো মানুষ নয়
মানুষ ছিলো না কোনোদিন।

তাঁর ভালোবাসায় উপচে পড়া বুকে
বুলেটের নির্দয় নগ্নতাকে তাক করার আগে
দ্বিধান্বিত হয়নি একবারও তাদের হিংস্র নখর
কারণ, ওরা মানুষ ছিলো না কখনোই
মানুষের কোনো নখর থাকে না,
মানুষের গর্বিত আঙুলে জড়ানো থাকে মোহন স্নিগ্ধতা।

ঘাতকেরা মানুষ হয় না কখনো
ঘাতকের কোনো জাতিসত্তা নেই।
(১৫/০৮/১৯৯৬)


মন্তব্য

বালক এর ছবি

অমানুষরা হত্যা করলো মানুষ কে।
কবিতা ভালো হৈছে

_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

নিবিড় এর ছবি

কবিতায় চলুক
সচল কর্তৃপক্ষের কাছে আজকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যানার পরিবর্তনের আবেদন জানাচ্ছি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

লাল কমল [অতিথি] এর ছবি

ব্যানার পরিবর্তন হলো না কেনো ? হতাশাজনক!!!!!!!!!!!!!!

অতিথি লেখক এর ছবি

আজ সকাল থেকেই আশা করছিলাম নতুন একটি ব্যানার আসবে! কত কারনেই ব্যানার বদলায়..... কিন্তু আজ...!!!
আমিও ব্যানার পরিবর্তনের আবেদন জানিয়ে গেলাম!!!
---------
শিকড়ের টান

অতন্দ্র প্রহরী এর ছবি

ব্যানার নিয়ে কথা যখন এখানেই হচ্ছে, এই সুযোগে আলবাব ভাইকে ধন্যবাদ জানাই চমৎকার ব্যানারটার জন্য।

শঙ্খচিল [অতিথি] এর ছবি

"ঘাতকেরা মানুষ হয় না কখনো
ঘাতকের কোনো জাতিসত্তা নেই।"

তবে যারা সেই ঘাতকদের মাথায় তুলে নেচেছে,দিয়েছে নিরাপদ আশ্রয়, যারা আজও ১৫ই আগস্ট এলে,প্রকাশ্যে-গোপনে উল্লাসে মত্ত হয়,তারা কি মানুষ? না তারাও জাতিসত্বাহীন?

নাজমুস সামস [অতিথি] এর ছবি

‍‍‍‍ ‍‍‌‌‌‌‌‌‌তাঁকে হত্যা করার আগে
একটুও কেঁপে উঠেনি ওদের হৃদয়
ওদেরতো হৃদয় ছিলো না। তাই কাঁপবার প্রশ্ন কেন আসলো বুঝলাম না?
নাজমুস সামস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।