| বোকা মেয়ে জানলো না |

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ০৫/০৬/২০১০ - ১০:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


কথায় কথায় ‘দিব্যি’ টানা ঠিক নয়। তবু
মেয়েটি, ছেলেটির কোন অক্ষমতাকে নয়, বরং
অনির্ণীত সামর্থ্য আর অপরিমেয় সম্ভাবনাকেই জিম্মি করে দিলো
সমুদ্রের দোহাই টেনে।

মেয়েটি কি জানতো, ছেলেটি সমুদ্র আর সমুদ্রের
অপার্থিব জগতটাকে অসম্ভব ভালোবাসে ?
সমুদ্রের গভীর নীল জলে সে শুধু মেয়েটির প্রতিচ্ছবি
দেখতো বলেই কিনা কে জানে,
পড়ন্ত বিকেলের ধুসর আলোয় চুপ করে বসে থাকে
বিষণ্ন সৈকতের প্রান্তসীমায়-

সমুদ্রের এই বিশালতায় সে ঝাঁপ দিতে চেয়েছিলো-
তাই শিখেছিলো হিরন্ময় সাঁতার;
সমুদ্রের অতল-স্পর্শতাকে ছুঁতে চেয়েছিলো-
তাই অনেক প্রতীক্ষার পর তাকে ভুলতে হয়েছে ফের
পুরনো সাঁতার।
ভুলে যাবার মতো ভয়ঙ্কর কঠিন সাধনার কাজ
যে সম্ভব করে তুলতে পারে
সেই অপরিমেয় সামর্থ্যবান ছেলেটি
সমুদ্রের নির্জন নিসঙ্গতায় মুখর হতে চেয়েছিলো-
এবং সমুদ্র কখন নিসঙ্গ হবে তারই অধ্যয়নে ব্যস্ত ছিলো সে…

অতঃপর এক নিসঙ্গ বিকেলে সমুদ্রের দূরাগত গর্জন শুনতে শুনতে
একটি ছেলে চুপ করে বসে থাকে সৈকতের নিস্তব্ধ প্রান্তসীমায়।
সাঁতার ভুলে যাওয়া ছেলেটি ততদিনে জেনে গেছে-
সমুদ্রের বিশালতায় ঝাঁপ দেয়া যায় না কখনো,
হেঁটে হেঁটে নেমে যেতে হয়; কারণ-
সমুদ্রকে ছুঁয়ে দিলে সমুদ্রই টেনে নেয় বুকে !

সে এগিয়ে যায় সমুদ্রের দিকে…
তার অনির্ণীত সামর্থ্য আর অপরিমেয় সম্ভাবনা
জিম্মি হয়ে আছে এই সমুদ্রের কাছে !
চাইলেই সে নেমে যেতে পারে একটু একটু করে
সমুদ্রের জরায়ু ফুঁড়ে এক নিঃসীম অন্ধকারের বিবর্ধক জগতে
চাইলেই নেমে যেতে পারে, কিন্তু
সন্ধ্যার গাঢ় নোনা আভায়
সমুদ্রের কালো জল কোন প্রতিচ্ছবিই দেখালো না তাকে;
ফেলফেল অন্ধকারে এক অচেনা সমুদ্রের দিকেই তাকিয়ে রইলো সে…

বোকা মেয়ে জানলো না-
একটি ছেলে সমুদ্রে ঝাঁপ দিতে এসে
শেষপর্যন্ত একাই ফিরে গেলো তার সবটুকু সামর্থ্য নিয়ে।

ছেলেটির অনির্ণীত সম্ভাবনা
মেয়েটির কাছে অযথাই জিম্মি হয়ে রইলো।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

অনেকদিন থেকেই সমূদ্রের প্রচ্ছন্ন ডাক বুকে দাগ কাটছিল
লেখাটা পড়ার পর সমুদ্র-অসুখ গুরুতর হয়ে ধরা দিল
আমি জানি ঠিক, সবটুকু সামর্থ্য নিয়ে ফিরে আসতে হবে,
এরপরও যেতেই হবে
সমুদ্র ডাকছে, আমার কি সাধ্যি তাকে উপেক্ষা করি,

খুব ভাল লাগল, আরো আরো লিখুন, শুভকামনা

______________________________________________
বর্ণ অনুচ্ছেদ

অতিথি লেখক এর ছবি

অ--সা--ধা--র--ন

স্বপ্নদ্রোহ

অনার্য সঙ্গীত এর ছবি

ভাল্লাগছে রণ'দা।

(আপ্নারে অনেএএএএএএক দিন দেখিনা। কোথায় আছেন আপনি? এদিকে আসেনই না একেবারে!)
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তিথীডোর এর ছবি

"সমুদ্রের বিশালতায় ঝাঁপ দেয়া যায় না কখনো,
হেঁটে হেঁটে নেমে যেতে হয়; কারণ-
সমুদ্রকে ছুঁয়ে দিলে সমুদ্রই টেনে নেয় বুকে !"

উত্তম জাঝা!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

পান্থ রহমান রেজা এর ছবি

আমিও সমুদ্র ভালোবাসি, তবে ঝাঁপ দিতে আমারো ভয়! হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো লাগলো খুব।
লেখাটাও। সেইসাথে ছবিটাও...

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

সমুদ্রের জাবরকাটা নোঙরা নীলের ভীড়ে ভালো লাগলো আপনার সমুদ্র ছেলেটির গল্প....

অভদ্র মানুষ

অনিকেত এর ছবি

বোকা মেয়ে জানলো না-
একটি ছেলে সমুদ্রে ঝাঁপ দিতে এসে
শেষপর্যন্ত একাই ফিরে গেলো তার সবটুকু সামর্থ্য নিয়ে।

রণ'দা কী যে অসাধারণ লাগল এই কবিতাটি, বলে বোঝাতে পারব না।
অনিঃশেষ শুভ কামনা---

মহাস্থবির জাতক এর ছবি


বোকা মেয়ে জানলো না-
একটি ছেলে সমুদ্রে ঝাঁপ দিতে এসে
শেষপর্যন্ত একাই ফিরে গেলো তার সবটুকু সামর্থ্য নিয়ে।

আমি কিন্তু সামর্থ্যহীন হয়েই ফিরে এসেছিলাম।

এটা একটু দেখবেন কি?
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

রণদীপম বসু এর ছবি

নিয়ম হচ্ছে কবিতার ক্ষেত্রে পাঠকের বক্তব্যের কোন জবাব দিতে নেই। যে যেভাবে নেবে সেটাই ঠিক। ওখানেই কবিতার বৈচিত্র্য।
কিন্তু প্রশংসায় নাকি পাথরও গলে যায়। তাই সবাইকে মন্তব্যের জন্য এবং মন্তব্য না করার জন্য ধন্যবাদ। ভালো লাগাটাই মূল কথা। ভালো থাকুন সবাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

খুবই ভাল লাগল কবিতাটা
____________________
ত্রিমাত্রিক কবি
E-mail:

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।