শূন্য দিয়ে গুণ

রেনেট এর ছবি
লিখেছেন রেনেট (তারিখ: রবি, ১৪/০৬/২০০৯ - ৫:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

বহুদিন আগে এই শিরোনামে মুহাম্মদ জাফর ইকবালের একটা কলাম পড়েছিলাম পত্রিকায়। খুব সম্ভবত আওয়ামী লীগ সরকারের শেষ ভাগে। কলামের বিষয়বস্তু হচ্ছে আওয়ামী লীগ সরকার এতদিন অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু শেষ মুহুর্তে এসে এমন কিছু আত্নঘাতী কাজ করছে, যা তাদের সব ভালো কাজকে চোখের নিমিষে ধুলায় মিশিয়ে দিচ্ছে। অনেকটা পরীক্ষার খাতায় বিশাল জটিল অঙ্ক শুদ্ধভাবে করে শেষ লাইনে এসে শূন্য দিয়ে গুন করার মত।

আমি ও কেন জানি শূন্য দিয়ে গুণ করার ব্যাপারে সিদ্ধহস্ত। এতদিন যাও মনে কিঞ্চিত সন্দেহ ছিল, আজ ধারণাটি মোটামুটি পাকাপোক্ত হয়ে গেল।

চারিদিকে তাকিয়ে শুধু শূন্য ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না।


মন্তব্য

অনিকেত এর ছবি

ঘটনা কী বস? মন এত খারাপ কেন?

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

কি হৈসে ম্যান? চিন্তিত
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চিন্তার বিষয়!

পান্থ রহমান রেজা এর ছবি

ঘটনা কী?

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কোন ঘটনায় এই ধারণা পাকাপোক্ত হলো, সেটা আগে শুনি।
তারপর বিবেচনা করা যাবে, আপনি শূন্য দিয়ে গুণ করার ব্যাপারে সিদ্ধহস্ত কি না।
ঝেড়ে কাশেন তো, সমস্যা কী...?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

লীন এর ছবি

হুম, একটু ঝেড়ে কাশেন, নাহলে বুঝবো কেমনে?

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

নিবিড় এর ছবি

ঘটনা কী?


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

এলএ টেক নেটওয়ার্ক থেকে ভুলে বের হয়ে যাওয়ার দুঃখ এখনো ভুলতে পারতেছেন না? খাইছে

সিরিয়াসলি, হইছেটা কী? সব ঠিক তো?

সাইফ এর ছবি

অনেকটা পরীক্ষার খাতায় বিশাল জটিল অঙ্ক শুদ্ধভাবে করে শেষ লাইনে এসে শূন্য দিয়ে গুন করার মত

এজন্যই তো আমরা মানুষ, নাহলে কি আর কবিগুরু বিষপান করতেন? একটু ঝেড়ে কাশুন, কাশলে যদি আপনার মানসিক যন্ত্রনা কিছুটা লাঘব হয়।

তানবীরা এর ছবি

হুমম, কি পোলাডারে বাঘে খাইলো। রেন্টু কি হইলো, হঠাৎ এত্তো ডাউন
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- যখন নিজের অবস্থা নিয়ে খুব খারাপ লাগার মধ্যে থাকবেন, তখন নিজের চেয়ে যারা খারাপ আছে তাদের দিকে তাকাবেন। এতে আপনার অবস্থার কোনো উন্নতি সহসাই হবে না, কিন্তু আত্মবিশ্বাস পাবেন।

আমি নিজে মনে করি আমার চেয়ে খারাপ অবস্থানে কেউ থাকতে পারে না। কিন্তু যখন খুব বেশি বাজে অবস্থা হয়ে যায় মনের, তখন পাগলের মতো চারপাশে খুঁজি, সান্ত্বনা পেয়ে যাই। নাইলে তো বস কবেই ঠুশ হয়ে যেতাম! আপনি তো তাও চারপাশে শূন্য দেখতে পান, আমার চারপাশে কেবলই ঋণাত্বক সংখ্যার আধিক্য। এটা বিনয় না, একেবারে অক্ষরে অক্ষরে খাঁটি। আপনি ধারণাও করতে পারবেন যে ধুগোকে আপনি চিনেন, সে আসলে কে এবং কী অবস্থায় আছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রানা মেহের এর ছবি

কী হয়েছে ভাইয়া?
সমস্যা হয়েছে কিছু?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আকতার আহমেদ এর ছবি

মাঝে মাঝে যখন জীবনের জটিলতায় ঘুরপাক খাইতে থাকি, তখন খুব আসহায় লাগে। সব কিছুর উপর বিরক্তি কাজ করে। এমনকি নিজেরে কাছেই নিজেরে বিরক্ত লাগে। তারপর আবার এক সময় সব ঠিক হয়া যায়। তখন মনে হয় বেঁচে থাকার চেয়ে আনন্দের আর কিছুই নাই।
এই সাময়িক খারাপ থাকা কোন ব্যাপার না রেনেট। সব ঠিক হয়া যাবে।

ভূঁতের বাচ্চা এর ছবি

রেনেট ভাইজানের মতন হাসিখুশি মানুষের হঠাৎ করে কি হল ?
মন-মেজাজ ভীষণ খারাপ মনে হচ্ছে। মেসেঞ্জারে পাইলে ধরুমনে।
----------------------------------------

--------------------------------------------------------

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আরে ধুর... রেন্টুর কিছু হয় নাই...

কেমন আছেন রেনেট?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

চারিদিকে তাকিয়ে শুধু শূন্য ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না।

কস্কি মমিন!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

তাও ভাল নেগেটিভ সংখ্যা দিয়ে গুন করনাই, কি হইসে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্বপ্নাহত এর ছবি

তোমার মাপে হয়নি সবাই
তুমি হওনি সবার মাপে
কেউবা মরে তোমার ঠেলায়
তুমি মরো কারোর চাপে।

তবুও ভেবে দেখতে গেলে
কিসের এত টানাটানি
একটুখানি হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি।

আকাশ তবু সুনীল থাকে
মধুর লাগে ভোরের আলো
মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো।

মনেরে তাই কহ যে
ভাল মন্দ যাহাই আসুক
সত্যরে লও সহজে।

( স্মৃতি থেকে লেখা। কোথাও এদিক ওদিক হলে ক্ষমাপ্রার্থী। )

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এই লেখাটা বান্ধাইয়া স্বপ্নাহত-র রুমে লটকাইয়া রাখার জোর দাবী জানাই। চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

আমিও দেঁতো হাসি

স্বপ্নাহত এর ছবি

মক্কার মানুষ হজ্জ্ব পায়না, বুঝেনই তো! দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

রেনেট এর ছবি

সবাইকে আশ্বস্ত করছি...আমার কিছু হয়নি। মন খারাপ ছিল।
সেইসাথে সবাইকে ধন্যবাদ। আপনাদের মন্তব্যে মন খারাপ অনেকটাই কেটে গিয়েছে।
পুরোপুরি কাটলে পূর্ণোদ্দমে আবার আপনাদের জ্বালানোর আশা রাখি।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এখন মন ভালো তো?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।