বাছা সব সময় ঠাট্টা করতে নেই এবার নামাজ কালাম ধরো।

রাসেল এর ছবি
লিখেছেন রাসেল (তারিখ: শনি, ২২/০৩/২০০৮ - ৬:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

খবরটা জেনে ভালো লাগলো। অনেক দিন পরে একটা খবর শুনে ভালো লাগলো, যদিও আশা ছিলো অনেক আগেই এই ঘটনা ঘটবে তবে দেরিতে হলেও এটা ঘটেছে তাই আমি আনন্দিত।

কার্টুনিস্ট আরিফ মুক্তি পেয়েছে - আদালত তাকে ধর্ম অবমাননা এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত হানবার অভিযোগ থেকে মুক্তি দিয়েছে-
তবে এই যে তার এত দিনের হেনেস্তা হলো- যেহেতু আদালত বিশ্বাস করে তার তেমন কোনো ইচ্ছা ছিলো না মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানবার- তাহলে এই বিনা অপরাধে এত দিন অন্তরীণ থাকবার জন্য তাকে ঠিক কি ক্ষতিপূরণ দেওয়া হবে?

তবে এই দেশে পুলিশের হাত থেকে জীবিত বের হয়ে আসবার মতো পুরস্কার আর কিছু হতে পারে না- মানবাধিকার কমিশন গঠনের পরে পুলিশের নির্যাতনে নিহত হয়েছে ২ জন, এবং ৩ জন সার্বিক পঙ্গু হয়েছে-
এত সব জানবার পরে আরিফকে অভিনন্দন- অন্তত জীবিত অবস্থায় পুলিশের খপ্পর থেকে বের হয়ে এসেছো তুমি।

আমাদের ধার্মিক পুলিশ কর্মকর্তারা জোশে পড়ে তোমাকে হত্যা করে নি এটাই আমাদের বড় পাওয়া- বাছা সাবধানে থাকবে- যেখানে মানুষের রসবোধ নেই সেখানে রসিক মানুষের পরিণতি করুণ হত্যার শিকার হওয়া- মনে রাখবে এটুকুই।

বাছা সব সময় সব কিছু নিয়ে ঠাট্টা করতে নেই।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

বেঁচেবর্তে থাকিস বেটা ।
যে সাপ্লিমেন্টে কার্টুন এঁকে বেচারা মারা গেলো প্রায়,তার চাকরীচ্যুত সমপাদকের সাথে দেখা হয়ে গেলো বইমেলার আড্ডায় ।
আরো তেলেভাজা হয়েছে সে । পুরনোদিনের জাবর কাটা হলো বেশ, সাম্প্রতিক বিষয় আশয় এড়িয়ে যাওয়া হলো ।

এড়িয়ে যাওয়াই ভালো ।
ভালো থাকাটা আরো ভালো ।
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত আহমেদ এর ছবি

সে তো ছাড়া পেয়েছে মাস কয়েক আগেই। শুনেছি সংবাদপত্রে নির্দেশ ছিলো ছাড়া পাবার খবর না ছাপানোর। কতটা সত্য তা অবশ্য জানিনা।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

গৌতম এর ছবি

আমিও এমনটাই জানতাম! সেদিন খবরটা পড়ে অবাক হয়েছি...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রাসেল এর ছবি

তাই নাকি-
আমার জানা ছিলো না, আমি জানলাম সদ্য-
তাই অভিনন্দিত করলাম-
-------------------------------------------------------
বাংলায় হাগি, মুতি, বাঁচি

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খবরটা আমারো জানা ছিল না।
শুনে ভালো লাগছে।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দ্রোহী এর ছবি

যতদুর জানি বেশ অনেকদিন আগেই ছাড়া পেয়েছিল। তারপরও অভিনন্দন — বেঁচে বর্তে ফিরে এসেছিস ব্যাটা!!


কি মাঝি? ডরাইলা?

কেমিকেল আলী এর ছবি

আমিও তাই জানি, বেশ আগেই আরিফ ছাড়া পেয়েছে।

যতদুর জানি বেশ অনেকদিন আগেই ছাড়া পেয়েছিল। তারপরও অভিনন্দন — বেঁচে বর্তে ফিরে এসেছিস ব্যাটা!!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অতীব সুসংবাদ।

সচলায়তনে অনেক আগেই পড়েছিলাম (দুঃখিত, লেখকের নামটা মনে পড়ছে না) আরিফের মুক্তির কথা। সেখানেই লেখা ছিলো, তাঁর মুক্তির খবরটি প্রচারমাধ্যমে প্রকাশ না করার "অনুরোধ" জানানো হয়েছিল উচ্চমহল থেকে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

এই দেশে পুলিশের হাত থেকে জীবিত বের হয়ে আসবার মতো পুরস্কার আর কিছু হতে পারে না

একমত

০২

আরিফের মুক্তির খবর আগেই শুনেছিলাম
এখন ভয় হচ্ছে
মুক্তি পেয়েও না গায়েব হয়ে যায়

সৌরভ এর ছবি

ঠিক।
সবসময় সবকিছু নিয়ে ঠাট্টা করতে নেই।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- আরিফকে চিল্লায় পাঠানো হবে নাতো আবার শুদ্ধির জন্য!
_________________________________
<সযতনে বেখেয়াল>

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।