সস্তা কবিতা আর একটা গান-

রাসেল এর ছবি
লিখেছেন রাসেল (তারিখ: রবি, ০২/০৯/২০০৭ - ৬:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আদতে সস্তা কবিতা সস্তা বলেই এমন শিরোনাম- এই ধরণের কবিতার ভেতরে চানাচুরের উপাদান থাকলেও সম্ভবত দীর্ঘমেয়াদী হয়ে উঠবার কোনো উপকরণ নেই- এটার অনুভব যতক্ষণ পড়া হবে ততক্ষণও থাকে না-

গণিত শেখায় প্রেম প্রতি দিনে রাতে

যোগাযোগে বাড়ে টান গুণিতক হারে
কানাকানি ফিসফাস অলিতে গলিতে
অসহ বিচ্ছেদ কাল বিরহের ভারে
ঋণাত্বক দুরত্ব কাটে ধারালো করাতে


নিঃশেষে বিভাজ্য প্রেম বিভাজন শেষে
ভাগশেষ বুঝে নিতে ছুটে আদালতে
---------------------------

অনেক অনেক আগে যখন বন্ধুদের আড্ডায় গীটার নিয়ে টুং টাং করি তখন থেকেই একটা স্বপ্ন ছিলো গান লিখবো- গান লিখবো এটা তেমন জটিল কিছু মনে হয় নি- গান শুনছি নিয়মিত- এসব আমি তুমি- কাছে এসো দুরে যেও না এসব শুনি আর ভাবি এতো তেমন কঠিন কোনো কাজ না- ইচ্ছা করলে দিনে ৪০-৫০টা গান নামিয়ে দেওয়া যায়-
তখনও বুঝি নি আসলে গান লিখা তেমন সহজ কাজ না- প্রথম ৫ বছরের চেষ্টায় মনে হয় একটা গানের অন্তরা ছাড়া আর কিছুই সমাপ্ত হয় নি- তবে যেহেতু নতুন ধাঁচের গান করে একটা বদল এনে ফেলবো

এমন ভাবনা ছিলো তাই বন্ধুদের লেখা গান শুনতাম- ওদের গলায় শুনতাম- কোনোটা ভালো ছিলো কোনোটা ভালো না-
টেলিফোন নিয়ে গান তেমন একটা হয় নি বাংলাদেশে- অঞ্জনের বেলা রায় আর ফিডব্যাকের একটা গান মনে পড়ছে শোনা গানের ভেতরে যেখানে টেলিফোন মূল ভুমিকা নিয়েছে-
একটু অন্য রকম গান করবে বলে এক বন্ধু লিখলো

শুনতে কি পাও তুমি যদিও আছো দুরে টেলিফোন ধরে থেকো না-
কিছু তো বলো তুমি কেঁদো না তুমি আর আজ কথা হবে সারা রাত-

তবে সে গান কোনো দিন সমাপ্ত হয়েছে কি না জানা নেই- আমি যত দিন অবগত ছিলাম ততদিন ওটার মুখ ছাড়া আর কিছুই সমাপ্ত হয় নি- তাই আমরা গানের শরীর খুঁজছিলাম- আর বাকী অংশে আমরা সবাই পা রা রা রা রাপ পাপ পা রা লা লা লা লা লাল করে শেষ করতাম

এর পরে অনেক অনেক দিন পরে পে ফোনের সামনে দাঁড়িয়ে এমন ভাবনা আসলো মাথায়

i have only a quater in my pocket and so much to say
please listen to me dont hang up this phone cause we re drifting away

আমি তখন জাতীয়তাবাদী ভাবনায় আচ্ছন্ন- ২৫ সেন্টের লোকাল কলে আনলিমিটেড সময় কিংবা ১০০ সেন্টে ৩ মিনিটের লং ডিসট্যান্স তেমন কোনো আগ্রহ তৈরি করে না- আমি প্রাণান্ত চেষ্টা করি এটাকে বাংলায় রুপান্তরের- তবে তেমন সাফল্য নেই- ভাবনাটা যতটা রোমান্টিক মনে হচ্ছিলো- আর্তিটা যতটা প্রকট হয়ে উঠেছিলো প্রাথমিক অবস্থায় তার সম্পূর্ণটাই কেটে যায় আমরা অনুবাদের চেষ্টায়- তাই আর আগানো হয় নি- অনেক দিন পরে এই গানটা শুনে মনে হলো আসলে এমনই কিছু বলতে চেয়েছিলাম হয়তো- তবে সেখানে নায়িকা সরাসরি উপস্থিত থাকতো, মাঝের মাধ্যম হিসেবে নায়িকার মা হয়তো অনুপস্থিত থাকতো আমরা গানে-

Sylvia's Mother

-Artists: Dr. Hook and the Medicine Show

Sylvia's mother says "Sylvia's busy"
"Too busy to come to the phone"
Sylvia's mother says "Sylvia's tryin'"
"To start a new life of her own"
Sylvia's mother says "Sylvia's happy"
"So why don't you leave her alone?"

CHORUS
And the operator says "40 cents more for the next 3 minutes"
Ple-ease Mrs. Avery, I just gotta talk to her
I'll only keep her a while
Please Mrs. Avery, I just wanna tell 'er goodbye

Sylvia's mother says "Sylvia's packin'"
"She's gonna be leavin' today"
Sylvia's mother says "Sylvia's marryin' "
"A fella down Galveston way"
Sylvia's mother says "Please don't say nothin'"
"To make her start cryin' and stay"

CHORUS

Sylvia's mother says "Sylvia's hurryin' "
"She's catchin' the nine o'clock train"
Sylvia's mother says "Take your umbrella"
"cause Sylvie, it's startin' to rain"
And Sylvia's mother says "thank you for callin'"
"And, sir, won't you call back again?"

CHORUS

Tell her goodbye

FADE
Please
Tell her goodbye


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

এই গানগুলো কি সুর করা হয়েছিল ?
আমার কাছে তো অসাধারন লাগলো লিরিকগুলো।

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..

অরূপ এর ছবি

ওয়েল্কাম্ব্যাক!
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

রাসেল এর ছবি

বন্ধুর গানটাই শুধু সুর করা ছিলো- আরগুলো সুর করবার কোনো চেষ্টা হয় নি- আর বাংলাদেশে তখন ৭ টাকা মিনিট আর লোকাল আর লং ডিসট্যান্সের কোথাও এমন কোনো ভাবনা ছিলো না যেটা বলা যায় আমার পকেটে যেই পাত্তি আছে সেইটা দিয়া আমার সব ভালোবাসার কথা জানানো যাবে না তাই পয়সার অভাবে যতটুকু বলা যায় ততটুকুই বলি এই সীমিত সময়ে তোমাকে ভালোবাসি-

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

আরিফ জেবতিক এর ছবি

হুম।
সুর করা উচিত।
যথাযথ প্রচার পেলে গানগুলো হিট করতো বলেই আমার বিশ্বাস।

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..

দৃশা এর ছবি

বস করেন নাই কি আর করা... এখন করেন...
লিরিকগুলান আসলেই ভাল। কঠিন কম্পোজিশন দিয়া এক্কেরে তাক লাগায়ে দেন।

দৃশা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সেই কথা। সময় যায় নাই। করেন এখন করেন।

টেলিফোন বললে পূর্ণেন্দু পত্রীর লাইন কানে বাজে...
"যে টেলিফোন আসার কথা সেই টেলিফোন আসে নি..
যে টেলিফোন বাজার কথা সেই টেলিফোন বাজে নি"

আমি তুমি মার্কা সস্তা গান আমিও অনেক লিখেছি ছাত্রকালে। অবশ্য তখন বাংলা গানের আকাল যাচ্ছিল। ফরহাদ মজহারের ক্যাসেট মাত্র বেরিয়েছে। টিএসসি-তে হারমোনিয়াম নিয়ে ফরহাদ মজহার গানগুলো গাইলেন প্রকাশনা অনুষ্ঠানে। একটা গান ভালো লগেছিল, "ও মেয়ে- তার প্রেম মিথ্যে ছিল না"। পরে গানটা সঞ্জীব গেয়েছে।

টেলিফোন নিয়ে আমিও একটা গান লিখেছিলাম। তখন টেলিফোনে প্রেমের কাল। কথাগুলো এরকম ছিল: স্মৃতিতে লেপ্টে থাকা বিরহী সময়, পুরনো প্রেমিক বা তীব্র ছ্যাঁকা, অথবা প্রিয় বেড়ালের নিরুদ্দেশ যাত্রা, বেদনায় যদি আর্দ্র করে মন....আমাকে করবে টেলিফোন....

ওয়েলকামব্যাক।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ইশতিয়াক রউফ এর ছবি

লেখাটা পড়তে অনেক দেরি করে ফেললাম। খুব ভাল লাগলো। সুর করে ফেলুন। কথাগুলো অসাধারণ।

সুমন চৌধুরী এর ছবি

সুর দিয়া দ্যাো..
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।