ছাগু হতে সাবধান!

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: সোম, ১১/০২/২০১৩ - ৮:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছাগ পরে রয় হরিন চর্ম
লাদির কুবাস যায়না তাতে ঢাকা
তাই বলি কি চোখ-নাক-কান খুলে
সবচেয়ে ভালো সাবধান হয়ে থাকা।

মাথায়, পিঠে হাত বুলিয়ে
আদর করে মেসের বড় ভাই
বুঝতে হবে ধান্ধা কি তার আছে
ঠেকলে বেতাল ফারাক থাকা চাই।

কলিগ বলে বাচ্চাটা তার
ফুলকুঁড়িতে মেডেল অনেক পেলো
আপনি যদি পাঠান বাচ্চা সেথা!
ধরেই নিয়েন সে আপনাকে খেলো।

ছেলের বন্ধু হোন্ডা হাঁকায়
জানতে যদি পারেন কে তার পিতা-
আলবদরের ব্যাটা সে যে ধাঁড়ি।
হবেই না সে নিজের ছেলের মিতা!

আল-শামসের প্রতিষ্ঠানে
নতুন একটা চাকরী পেলেন সবে।
টের গিয়েছেন পেয়ে? ভাবুন তবে
কত্তো দ্রুত অন্যত্র জব হবে।

টের যদি পান ওই ফ্যামিলির
একটা ছিলো যুদ্ধ-অপরাধী
ওয়ালাইকুম-তফাত জানিয়ে দেন
ওদের সাথে নয়কো বিয়ে-শাদী।

পাক জমানায় ভালোই ছিলাম
উঁচিয়ে চিবুক কয় যদি কোনও কাগু
পশ্চাদ্দেশে লাত্থি ঝাড়ুন কষে
সাফ বলে দিন- ভাগ ব্যাটা তুই ছাগু।।


মন্তব্য

তমসা  এর ছবি

কোপাও মামা...

রাতঃস্মরণীয় এর ছবি

হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বেশিরভাগ লোকে জানে যে প্রতিষ্ঠানটি জামায়াত-শিবিরের, তারপরও তারা সেখানে নিজেরা জড়িয়ে পড়ে বা বাচ্চাদের পাঠায়। একটা কারণ হচ্ছে, বিকল্প প্রতিষ্ঠানে যাবার কষ্টটুকু কেউ কেউ স্বীকার করতে চায় না। আরেকটা কারণ হচ্ছে, বিরাটসংখ্যক মানুষ এখনো জামায়াতে ইসলাম = ইসলাম এমনটা ভাবে। জামায়াতের আসল চেহারা প্রতিনিয়ত মানুষকে স্মরণ করিয়ে দেয়াটা সরকারের দায়িত্ব বলে মনে করি। এইডস বিষয়ক, টীকাদান বিষয়ক, বাল্যবিবাহ রোধ বিষয়ক সচেতনতার মতো এই সচেতনতার কার্যক্রমও সরকারকে চালাতে হবে। নয়তো জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেও লাভ হবে না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রাতঃস্মরণীয় এর ছবি

ঠিক বলেছো পাণ্ডব। পালের গোদা সামান্য কয়েকটা কিন্তু চ্যালা-চমুণ্ডা অগনিত। শুধু গোদাগুলোকে ফাঁসিতে ঝুলালেই সমস্যার শেষ হচ্ছে না। বাকীগুলোর ইকনোমিক মেরুদন্ড ভেঙ্গে দেওয়া এবং সোস্যালি এ্যাবানডান করাটাই জরুরী। সরকার কতোটুকি কি করবে ধারনা নেই। সরকারীভাবে এদের বিরুদ্ধে ক্যাম্পেইন চালাতে গেলে আগে এদের রাজনৈতিক বৈধতা বাতিল করতে হবে, তারপর সরকার চাইলে কিছু করতে পারে। কিন্তু, জনগণ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে কারন জনতার পাওয়ার অসীম। ইসলামী ব্যাঙ্কের টাকা তোলা কিন্তু শুরু হয়ে গেছে, দেখেছো মনে হয়। জনতা যদি যার যার অবস্থানে থেকে ছাগু-জামাতকে সামাজিকভাবে বয়কট করতে থাকে, তবে মনে হয় সেটা বেশি কাজের হবে সরকারের উপর ভরসা কম করে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।