ব্যঙ্গ বঙ্গাভিধান - ০৮

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বিষ্যুদ, ১৭/০১/২০০৮ - ২:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফুরিয়ে আসছে রসদ। অতএব বাধ্য হয়েই এই ধারাবাহিকের প্রাণ সংহার করতে হবে অচিরকালে।

আর ফলাফল যা হবার কথা, তা-ই হয়েছে। প্রথম দিকের পর্বগুলোয় বেছে বেছে ভালো শব্দার্থগুলো দিয়ে ফেলায় এখন পানশে ধরনের অবশিষ্টাংশ প্রকাশ করতে হচ্ছে মন খারাপ

(সবিনয়ে বলে রাখি, এই লেখাটি লঘু রসসৃষ্টির লঘু প্রয়াস। তাই ব্যাকরণ- বা ভাষাগত শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত হবে না।
'বঙ্গাভিধান' নাম দিলেও লেখাটিতে কিছু ক্ষেত্রে আমাদের সকলের জানা ভিনদেশী কিছু শব্দের আশ্রয় নেয়া হয়েছে। )

_________

ব্যঙ্গ বঙ্গাভিধান

৯১. হৃদরোগ: প্রেমে পড়ার বাতিক
৯২. সুরঙ্গ: উচ্চমানের রসিকতা
৯৩. রূপকথা: সৌন্দর্যকাহিনী
৯৪. অনুধাবন: তাড়া করা
৯৫. নিবন্ধন: বন্ধনমুক্তি
৯৬. পারগ: পায়ের রগ কাটায় সক্ষম; ছাত্রশিবিরের ক্যাডার
৯৭. বিরতি: ব্যাহত যৌনকর্ম
৯৮. অমার্জনীয়: মাজার অযোগ্য
৯৯. পত্রিকা: ছোট চিঠি, চিরকুট
১০০. ক্রমশ: সিরিয়ালে একশো নাম্বার
১০১. বাস্তববাদ: কল্পনা
১০২. চিরতা: স্থায়িত্ব, অমরত্ব
১০৩. জারজ: জারের পুত্র
১০৪. অবারিত: অসিঞ্চিত (উদাহরণ: অবারিত ভূমি - জলসেচন করা হয়নি, এমন ভুমি)
১০৫. অভিযান: প্রাক্তন ছাত্রনেতার বাহন
১০৬. অস্তরাগ: প্রশমিত ক্রোধ
১০৭. দূরান্তর: যে হৃদয়ের নাগাল পাওয়া দুষ্কর
১০৮. খাপছাড়া: ঢাকনাহীন
১০৯. আপত্তিকর: প্রতিবাদ জানিয়ে তোলা হাত
১১০. পাচার: লেগ-বাই বাউন্ডারি


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

যথারীতি সুরঙ্গ হয়েছে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ অতি অবশ্য।

এই 'সুরঙ্গ' শব্দটি আসলে 'সুড়ঙ্গ' কি না, তা নিয়ে মন্তব্যকারী একজন ব্লগারের মতো একটু কনফিউশন ছিলো আমারও। পরে দেখি, দুটোই চলে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুবিনয় মুস্তফী এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বহুদিন বাদে এলেন আমার ব্লগে...
প্রীত হলাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফুল আরেফীন এর ছবি

খাপছাড়া: ঢাকনাহীন

তুমুল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ব্যান্ডের গায়কের ভালো লেগেছে জেনে ভালো লাগছে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

s এর ছবি

প্রিয় সুহৃদ:
ছোট্ট একটি জিজ্ঞাস্য।
সুরঙ্গ বলে কোনো শব্দ বাংলা অভিধানে আছে কি? সুড়ঙ্গ আছে, ধরে নিচ্ছি এটি তারই অপভ্রংশ/ ব্যাঙ্গাত্মক রূপ হিসেবে ব্যবহৃত। একক মৌলিক শব্দ কি'না সেটি জানতে চাইছিলাম,যুক্ত শব্দ হলে অসুবিধে নেই। পর্বটি ভালো লিখেছেন , অভিনন্দন হাসি
ss

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার কাছে বাংলা অভিধান নেই (ব্যঙ্গ বঙ্গাভিধান ছাড়া চোখ টিপি )। সাহিত্য সংসদ প্রকাশিত সমার্থ শব্দকোষই সম্বল। লেখার আগেই সেটা খুলে দেখে নিশ্চিত হয়েছি: ছিদ্র শব্দটির সমার্থবোধক শব্দ হিসেবে সুরঙ্গ আছে, আছে সুড়ঙ্গও।

আপনার প্রশ্নটির জন্য ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

'তুমুল' শব্দটা হিট যাচ্ছে, মনে হয়!

একটা কথা বলবো বলবো, মনেই থাকে না। আপনার 'অবতার'টি কিন্তু অভিনব হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

ব্যাকগিয়ার লাগায়া ৫ নাম্বার পর্যন্ত ঘুইরা আসছি, মগার অবতারের তর্জমা পাইলামনা, জলদি বলেন এইটার মাজেজা, জলদি...

ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

না রে, ভাই, এইটা আমার বান্দরামির অভিধানের শব্দ নয়। 'অবতার' হইলো ইংরেজিতে AVATAR. ইন্টারনেটে বিভিন্ন চ্যাট, ফোরাম বা ব্লগে নিজের নামের লগে পাবলিক যেই ফটুক লাগাইয়া দ্যায় (আমার যেমন বান্দরের ছবি), সেইটাই অবতার।

চামে লেকচার ঝাইড়া দিলাম হো হো হো হো হো হো হাসি)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

হো হো হো হো হো হো হো হো হো

এইগুলা দিতে জান বাইরাইয়া যাওনের জোগাড়। ভাগ্যিস পোলা লগে ছিল, সে হেল্প করল। আজকালকার পোলামাইয়া, ডিম ফুইটাই সব শিখে ফেলে হাসি

ভুল সময়ের মর্মাহত বাউল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

আমার কিন্তু এই পর্বটা আগের অনেকগুলোর চেয়ে ভাল লাগলো! চালিয়ে যান।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনারও কি এমনটা হয়নি, নিজের যে লেখাটি আপনার কাছে মামুলি মনে হয়েছে, তা পেয়েছে আশাতীত পাঠকপ্রিয়তা?

"আপনাদের প্রশংসা, উৎসাহই আমার পাথেয়" - বহু ব্যবহারে জীর্ণ এই বাক্যটিকে জীর্ণতর করতেই হচ্ছে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

আমার কাছে সবই মামুলি। মানুষ হিসেবে আমার মাত্রা জানা আছে আমার। সচলায়তনে লেখার অভাব হয়ে গেলে কিছু ফিলার ছাড়ি আর কি! তবে পাঠকপ্রিয়তা দেখলে আসলেই অন্য রকম একটা আহ্লাদ-আহ্লাদ ভাব চলে আসে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধরে নিলাম, আপনার সব লেখাই আপনার কাছে (আমাদের কাছে নয়) মামুলি, তবু more equal বলে একটা কথা আছে না? একজন পিতা বা মাতা তাঁর সব সন্তানকে সমান ভালোবাসেন, আমি বিশ্বাস করি না। "প্রিয়তর" বলে একটা কথা যেমন আছে, তেমনি আছে "কম মামুলি" বা "মামুলিতর" হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

শশশশশ... আমার ছোট ভাই শুনে ফেললে খবর আছে। এমনিতেই তার অবহেলার অভিযোগের অন্ত নাই!

মৃন্ময় আহমেদ এর ছবি

জব্বর!!
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ।
কবির প্রশংসা সব সময়ই স্পেশাল হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

এই পর্বের শব্দগুলো অতি চমৎকার হয়েছে। (বিপ্লব)


কি মাঝি? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বলছেন?
খুশি হলাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

অসাধারণ! চলুক
মোটামুটি চেনা এই শব্দগুলো দেখি, অবাক হই। আপনার বানানো অর্থগুলো দেখি, আরো অবাক হই। আর আপনার সৃজনশীলতার পরিধি আন্দাজ করতে যখন যাই, পারি না, অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি! এইভাবে আমার অবাক হওয়ার ক্ষমতা নষ্ট করে দেওয়ার জন্য আপনাকে নিন্দা জানাই! মন খারাপ
_______________
বোকা মানুষ মন খারাপ

ধৈবত(অতিথি) এর ছবি

জারজ = জারের পুত্র গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
আহ জারজ হওয়া কী সৌভাগ্যের ব্যাপার।...প্রিন্স অফ রাশা।

তানিম এহসান এর ছবি

অমার্জনীয় - মাজার অযোগ্য ..... হাহাহাহা হাহাহাহা!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।