ব্যঙ্গ বঙ্গাভিধান - ০৯

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: শুক্র, ২৫/০১/২০০৮ - ১০:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোনও এক পর্ব প্রকাশের পর সচলায়তনের লেখক-পাঠকদের সক্রিয় অংশগ্রহণ দেখে মনে হয়েছিল, শব্দের-ভিন্নার্থ-অন্বেষণ রোগে আক্রান্ত হয়েছেন অনেকেই। কিন্তু হাবভাবে মনে হচ্ছে, তাঁরা নিরাময় লাভ করেছেন অতি দ্রুত মন খারাপ

(সবিনয়ে বলে রাখি, এই লেখাটি লঘু রসসৃষ্টির লঘু প্রয়াস। তাই ব্যাকরণ- বা ভাষাগত শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত হবে না।
'বঙ্গাভিধান' নাম দিলেও লেখাটিতে কিছু ক্ষেত্রে আমাদের সকলের জানা ভিনদেশী কিছু শব্দের আশ্রয় নেয়া হয়েছে। )

_________

ব্যঙ্গ বঙ্গাভিধান

১১১. পণ্ডিত: পণ্ড হয়ে যাওয়া ব্যক্তি
১১২. মালিকানা: অন্ধ মালি
১১৩. উপায়: সাইড ইনকাম
১১৪. অধস্তন: স্তনের নিম্নবর্তী অঞ্চল
১১৫. সংসপ্তক: সাত ভাঁড়ের কাহিনী
১১৬. বর্বর: বরের মতো (উদাহরণ - এমন সাজ দিয়েছিস! তোকে তো রীতিমতো বর-বর মনে হচ্ছে!)
১১৭. অপছন্দ: বাজে লয়
১১৮. অনবধান: পুরনো ধান
১১৯. অর্থপূর্ণ: টাকায় ভর্তি (উদাহরণ - অর্থপূর্ণ মানিব্যাগ)
১২০. মনোনয়ন: অন্তর্দৃষ্টি
১২১. বিস্ময়জনক: ওয়ান্ডার ফাদার (তুলনা - বিস্ময়বালক)
১২২. রসাতল: গভীর হাস্যরস/করুণরস/বীররস/আদিরস দেঁতো হাসি
১২৩. কাণ্ডজ্ঞান: উদ্ভিদবিদ্যা
১২৪. বাতরোগ: বেশি কথা বলার অভ্যেস
১২৫. খণ্ডহার: মালার একাংশ
১২৬. পরিশিষ্ট: সুবোধ, ভদ্র পরি
১২৭. নিশুতি: যখন 'শুতি' ইচ্ছে করে না
১২৮. উপবাস: সাব-লেট
১২৯. রাশভারি: প্রচণ্ড ভিড়
১৩০. গোবর: গরু শ্রেণীর পাত্র


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

ব্রা = দুধুর কাভার

পুত্র কতৃক আবিস্কৃত

ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার পুত্রকে জাঝা আর (বিপ্লব)

ব্রাদার: দুধুর কাভার বিক্রেতা (কপিরাইট হিমুর)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

খুব পছন্দ হয়েছে এইবারের গুলো। তবে নিজেকে বাতরোগী হিসেবে আবিষ্কার করে দুঃখ পেলাম। খাইছে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বাতরোগে আক্রান্ত আমিও চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

আলবাব মিয়ার পুত্র বেশ গুণধর। পুষ্টি আর ফূর্তি, দুটোই ভবিষ্যতে উত্তমরূপে ম্যানেজ করতে পারবে বলে মনে হচ্ছে।

কিন্তু অন্যের আবিষ্কারের কপিরাইট আমার বেচারা স্কন্ধে অর্পণ কেন?


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ব্রাদার: বক্ষবন্ধনী বিক্রেতা
এ তো, ব্রাদার, আপনারই আবিষ্কার!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুজিব মেহদী এর ছবি

বাহ, আপনি তো দেখি মহাপ্রতিভাধর!
সংসার (সঙ সাজাই সার)-এ থেকেও সন্ন্যাসী না হওয়া গেলে এমন ধ্যানযোগ আসলে মুশকিল (মোষ মারা)। আপনার ঘোরগ্রস্ত অবস্থায় বউ বকেন, না চাদর (চা দিয়ে আদর) করেন, জানতে ইচ্ছে হচ্ছে।
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"প্রতিভাধর" বলছেন? অধরা প্রতিভাকে ধরতে আর পারলাম কই?

আমার তো, ভাই, প্রচলিত অর্থে সংসার নেই। তাই ঘোরগ্রস্ত অবস্থায় বউকে বকার বা চাদর করার সুযোগ থেকে বঞ্চিত। তবে এই বঞ্চনা উপভোগের অধিকারটি আমি বেছে নিয়েছি নিজেই হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অয়ন এর ছবি

জাঝা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভালোই খেলছি, মানে চার-ছক্কা হাঁকাচ্ছি মোটামুটি, তা-ই তো? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ব্যাপক মজা হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার আর অলৌকিক হাসানের ডুয়েট "ব্যাপক মজা"-য় ব্যাপক মজা পেলাম হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

সাধু সাধু সাধু
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অতন্দ্র প্রহরী এর ছবি

কিচ্ছু বলার নেই, কিছুই না! হাসি
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।