ব্যঙ্গ বঙ্গাভিধান - ০১

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: সোম, ০১/১০/২০০৭ - ৪:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রচলিত শব্দের ভিন্নার্থ বা ব্যঙ্গাত্মক অর্থ বের করার আশৈশব নেশা আমার প্রবলতর হয়ে ওঠে বছর কয়েক আগে। অনেক ভাষাতেই এ-বিষয়টির ব্যাপক চর্চা আছে। পত্র-পত্রিকায় নিয়মিত ছাপা হয় জানা শব্দাবলির অভিনব অর্থ। নেহাতই খেলা এক ধরনের।

দেশে এক বন্ধুকে এক সময় পাঠিয়েছিলাম এই ব্লগে প্রকাশিতব্য 'অভিধানের' কিয়দংশ। ভেবেছিলাম, কোনও পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করার ব্যবস্থা সে করবে। তা সে করতে পেরেছিল কি না, প্রবাসে বসে তা জানতে পারিনি। সেই বন্ধুটির সঙ্গে যোগাযোগ ক্ষীণতর হতে হতে বিলীন হয়ে গেছে।

সবিনয়ে বলে রাখি, এই লেখাটি লঘু রসসৃষ্টির লঘু প্রয়াস। তাই ব্যাকরণ- বা ভাষাগত শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত হবে না।
'বঙ্গাভিধান' নাম দিলেও লেখাটিতে কিছু ক্ষেত্রে আমাদের সকলের জানা ভিনদেশী কিছু শব্দের আশ্রয় নেয়া হয়েছে। এছাড়া কিছু শব্দের অতি প্রচলিত ব্যঙ্গার্থ (বিশেষজ্ঞ - বিশেষভাবে বা বিশেষ ব্যাপারে অজ্ঞ, নিমাই - সমতলবক্ষা মহিলা) যুক্ত করা হয়নি এতে।

একেক কিস্তিতে দশটি করে শব্দার্থ দেয়া হবে।

বর্ণানুক্রম বজায় রাখা হয়নি সচেতনভাবে।

'পাবলিক যদি খায়', শুধু তবেই 'টু বি কন্টিনিউড'।

_____________‍‍

ব্যঙ্গ বঙ্গাভিধান

১. অপরূপ: বাজে চেহারা (তুলনা: অপকর্ম - খারাপ কাজ)
২. প্রজাপতি: রাজা
৩. তটস্থ: তীরবর্তী
৪. অর্থহীন: দরিদ্র (একইভাবে অর্থহীনতা - দারিদ্র্য)
৫. পিলখানা: ওষুধের দোকান
৬. কুঁড়েঘর: অলসের বাসস্থান
৭. সফলকাম: সাকসেসফুল ইন্টারকোর্স
৮. কবরী: সমাধিস্থলের পরিচারিকা
৯. মায়াবিদ্যা: জন্মনিয়ন্ত্রণ বিষয়ক বিজ্ঞান
১০. নিরবকাশ: নিঃশব্দ কাশি


মন্তব্য

হিমু এর ছবি

১০টি নয়, ২৫টি করে দিলে ভালো হয়। সাধু!


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রীত হলাম।
আমার ব্যক্তিগত মতামত - একটানা অনেকগুলো কৌতুক পড়লে শেষের দিকে সেগুলো পানশে মনে হতে থাকে।
তাই দশটা করেই দিতে চাই আপাতত। তবে প্রতি দু'-তিনদিন অন্তর অন্তর একটা করে কিস্তি দেয়ার ইচ্ছে রইলো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জটিল...
চলুক...
সেহরীর টাইমে এইটাই খাইলাম...

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সেহরীর টাইমে প্রায়-অ্যাডাল্ট ম্যাটেরিয়াল পড়লেন!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হাসান মোরশেদ এর ছবি

চলুক চলুক । হাসি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এমন উৎসাহ পেলে অতি অবশ্য চালাবো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

মর্মাত্মক হৈছে।
একেবারে ইচ্ছুক ভাষা।
পুলিশ বা টিকটিকির ভয়ে লোকে যেমন ভিন্ন শব্দ ব্যবহার করে সেরকম একটা বিষয় আছে পূর্ব-লন্ডনে। তারা গোটা একটা নতুন ভাষাই বানিয়ে ফেলেছে ইংরেজিতে। যাকে ককনি বলে। প্রচলিত শব্দগুলো দিয়েই তৈরি। তবে যা বুঝাতে চায় তার সাথে অন্ত্যমিল ঘটে এমন শব্দ ব্যবহার করে কথা বলা।
যেমন: বুঝাতে চাচ্ছে পুলিশ, মুখে বলবে বোকা ইলিশ।

সন্নাসীও প্রায় এরকম নতুন একটা ভাষাই তৈরি করে ফেলেছেন। সাধু, সাধু।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

নতুন ভাষা তৈরির কৃতিত্ব দিয়ে ফেললেন?
বুকের বোতাম খুলে ফেলেছি গোটা দুয়েক, উঁচিয়ে দিয়েছি কলার হাসি

প্রশংসা পেলে কার না ভালো লাগে!
ধইন্যবাদ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

অসাধারণ হচ্ছে... তবে হিমুর সাথে সহমত। ২৫ টি করে দিতে পারলে ভালো হয়।

আপনার জন্য জাঝা।


কি মাঝি? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বড়োই পুলকিত হলাম। তবে দশটি করে দেয়ার সিদ্ধান্ত এখনও পাল্টাইনি। কারণটি উল্লেখ করেছি হিমুকে। পড়ে দেখতে বলি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তারেক এর ছবি

ব্যাপক আনন্দ পাইলাম।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জেনে আমিও আনন্দিত।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জ্বিনের বাদশা এর ছবি

উপাদেয়
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আরেক প্লেট দেবো?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

আর থাকলে আমাকেও দিয়েন কিছু...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বড়োই পুলক অনুভব করছি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দিগন্ত এর ছবি

প্রজাপতি শব্দের একটা মানে রাজা, তাই নয় কি? প্রজাপতি(প্রজার পালক) উপাধিও নিতে শুনেছি রাজাদের ... যতদূর মনে পড়ে ইন্দোনেশিয়ায়। তবে বাকিগুলো দারুণ।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"প্রজাপতি শব্দের একটা মানে রাজা, তাই নয় কি?"
হয়তো তা-ই। আমার জানা ছিলো না।

আপনার মন্তব্যের শেষ লাইন পড়ে বিগলিত হলাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফর রহমান রিটন এর ছবি

তটস্থ/অর্থহীন/পিলখানা/কুঁড়েঘর/সফলকাম:

দারূণ মেধার দীপ্তিতে
বিগলিত,পাঠ-তৃপ্তিতে!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কমেন্ট পেলে এমন ছড়ায়,
জানেন, তৃপ্তি কেমন ছড়ায়?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

আপনে তো ১টা জটিল মাল!!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

সারছে! ইনিংস শুরুই ছক্কা দিয়ে! দারুন লাগল। বেশি ভাল লাগল ১, ৪, ৬, ৭‍‍-১০ হাসি
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।