হারুকি মুরাকামির 'নরওয়েজিয়ান উড'এবং আমার জাপানপ্রীতি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: শুক্র, ১২/১০/২০০৭ - ৭:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হারুকি মুরাকামি জাপানী লেখক। তাঁর কয়েকটি উপন্যাস পড়েছি, কিন্তু মনে ধরেনি কোনওটিই। যদিও লেখেন তিনি অত্যন্ত স্মার্ট গদ্যে (অন্তত রুশ আর ইংরেজি অনুবাদ পড়ে আমার তা-ই মনে হয়েছে), কিন্তু যখন প্রায় প্রতিটি উপন্যাসেই অকারণ এবং প্রায়শই হাস্যকর ভৌতিক রহস্যের অবতারণা করেন তিনি, আমার মন উঠে যায়।

যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাঁর লেখা পড়ে আর সময় অপচয় করবো না, ঠিক তখন একজনের অপ্রতিরোধ্য পীড়াপীড়িতে পড়তে বাধ্য হলাম 'নরওয়েজিয়ান উড'। এবং পড়ে এক কথায় আমি 'আব্দুল মোহিত'!

বিটলসের গাওয়া আমার অতি প্রিয় একটি গানের নাম ব্যবহার করে লেখা এই উপন্যাসটি পড়েছি তিনবার! দু'বার রুশ ভাষায়, একবার ইংরেজিতে।

এর পরে মুরাকামির আরও কয়েকটি লেখা পড়ার চেষ্টা করি। কোনওটিই মনে ধরেনি।

'নরওয়েজিয়ান উড' প্রথম পড়েছিলাম গত বিশ্বকাপ ফুটবলের আগে। এবং জাপানি লেখকের এই লেখায় মোহিত, আবিষ্ট আমি বিশ্বকাপে, হায়, কী হাস্যকর কথা, জাপান ফুটবল দলকে সমর্থন করতে শুরু করি! মজার ব্যাপার এই যে, আমার সেই জাপানপ্রীতি দিন-দিন প্রবলতর হয়ে প্রায় ম্যানিয়ার রূপ নিয়েছে।

উপন্যাসটি লেখকের প্রায় আত্মজীবনী বলে ধারণা সমালোচকদের, যদিও মুরাকামি তা স্বীকার করেননি। গল্পটি ভালোবাসার। জীবন্ত কাহিনী, আমাদের সকলেরই পরিচিত, বাস্তবের খুবই কাছাকাছি। যদিও কয়েকটি মুহূর্তে কিছুটা নাটকীয়তা অপ্রয়োজনীয় মনে হয়েছে আমার কাছে।

এ পর্যন্ত যা লিখলাম, তা একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি। আরও একটি ব্যক্তিগত মতামত দিয়ে লেখাটি শেষ করি: ভালোবাসার গল্প হিসেবে এরিক সেগালের 'লাভ স্টোরি'-র চেয়ে আমার কাছে শ্রেয়তর মনে হয়েছে 'নরওয়েজিয়ান উড'। পারলে ঠ্যাকান দেঁতো হাসি

পুনশ্চ: লেখাটি পড়তে কেউ আগ্রহী হলে জায়গায় বসে আওয়াজ দেবেন। ভালো প্যাকেট (RAR) আছে, পৌঁছে দেবো হাসি
ভাষা: ইংরেজি
ফরম্যাট: word
পৃষ্ঠাসংখ্যা: ১৬৭ (ফন্ট সাইজ ১২)
সাইজ: ২৪০ কিলোবাইট


মন্তব্য

জ্বিনের বাদশা এর ছবি

পাঠিয়ে দিন প্লিজ ....@

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

পেয়ে গেছি ...আমার নামই আবদুল মুকিত ...আমার আব্দুল মোহিত হইতে বেশী সময় লাগবেনা মনে হয় চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আওয়াজ দিলাম:
ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসান মোরশেদ এর ছবি

hasan_murshed@hotmail.com
পাঠান চটজলদি । আমরাও 'আব্দুল মোহিত' হই হাসি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার থেকে চিঠি ফিরে এসেছে নিম্নোক্ত মেসিজসহ মন খারাপ
বাকি সবাই পেয়ে গেছেন বলেই মনে হচ্ছে।

অন্য কোনও অ্যাড্রেস আছে?

This message was created automatically by mail delivery software.

A message that you sent could not be delivered to one or more of its
recipients. This is a permanent error. The following address(es) failed:


SMTP error from remote mail server after MAIL FROM: SIZE=330297:
host mx1.hotmail.com [65.54.245.8]: 550 Your e-mail was rejected for policy reasons on this gateway. Reasons for rejection may be related to content with spam-like characteristics or IP/domain reputation problems. If you are not an e-mail/network admin please contact your E-mail/Internet Service Provider for help. For e-mail delivery information, please go to http://postmaster.live.com

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুহম্মদ জুবায়ের এর ছবি

mz1971@gmail.com

পাওনাদারের মতো বলি: কখন পাচ্ছি? হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মুহম্মদ জুবায়ের এর ছবি

পেয়ে গেছি। ধন্যবাদ।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

দুর্বাশা তাপস এর ছবি

জোরের উপর আওয়াজ দিলাম, এইবার উদ্ধার করেন দিকিনি।

==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।

দুর্বাশা তাপস এর ছবি

প্রাপ্ত হইয়াছি। ধন্যবাদ।

==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।

??? এর ছবি

sumanrahman@hotmail.com
পাঠালে কৃতজ্ঞ থাকব। আগ্রহ বোধ করছি।

..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

মুরাকামির ছোটগল্পের সংকলন পড়েছিলাম। সাধারণ স্বাভাবিক জীবনযাপন নিয়ে তার ভয়, শংকা, ইত্যাদি নাটুকেপনা ভালো লাগেনি। কাল্ট ঘরানার লেখা পছন্দ হয় না, যদিও এতে নতুন একটা কিছু হলো সাহিত্যে।

উপন্যাস পড়ে দেখতে চাই। একটা কপি এইদিকে:

-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সৌরভ এর ছবি

দেখি কাইল কিইন্যা আনুম গিয়া।
জাপানিতেই পইড়া দেখি আসল টেস্ট।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আসল টেস্টটা কেমন, জানাতে ভুলবেন না।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিগব্যাঙ এর ছবি

দয়া করে এক কপি পাঠিয়ে আপনার প্রতি grateful থাকার সুযোগ করে দিন।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কোন ঠিকানায় পাঠাবো?
আরেকখান কথা। grateful হতে হবে না। পড়ে কারুর ভালো লাগলেই আনন্দ পাবো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিগব্যাঙ এর ছবি

দুঃখিত।
এই ঠিকানায়।

অকরিত্তইম ধন্যবাদ।

অতন্দ্র প্রহরী এর ছবি

নরওয়েজিয়ান উড গানটা বেশ কিছুদিন আগে পেয়েছি একজনের কাছ থেকে। খুবই অসাধারণ একটা গান।অসংখ্যবার শোনার পরেও পুরনো হচ্ছে না, হবেও না।

পড়ার আগ্রহ জন্মালো। এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন, পড়ে দেখতাম।

ছোট এবং মেজোবেলায় বেশ অনেক জাপানী রূপকথার বই পড়েছি। সেই অনুভূতির তুলনা নেই।
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।