পাঠকের জন্যে

সচলায়তন এর ছবি
লিখেছেন সচলায়তন (তারিখ: বুধ, ২৫/০৭/২০০৭ - ৩:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন ইতোমধ্যে যথেষ্টসংখ্যক পাঠকের মনোযোগলব্ধ হয়েছে। প্রিয় পাঠক, ধন্যবাদ গ্রহণ করুন।

সচলায়তনে ব্লগিঙে আগ্রহী অনেকেই ইতোমধ্যে নিবন্ধন করেছেন। তাঁরা এখনও অনেকেই সক্রিয়করণের অপেক্ষায় আছেন। ধন্যবাদার্হ অনেকেই আছেন, যাঁরা ধৈর্য ধরে অপেক্ষা করছেন সক্রিয় হবার জন্যে। সচলায়তনের কিছু সীমাবদ্ধতার কারণে নিবন্ধনের অব্যবহিত পরেই অ্যাকাউন্ট সক্রিয় করা হচ্ছে না।

আগ্রহী নিবন্ধনকারী ও মিথষ্ক্রিয়ায় উৎসুক পাঠকের জন্য সচলায়তনে পাঠকের মন্তব্যের ব্যবস্থা আয়োজিত হয়েছে। সেখানে নাম, ইমেইল ঠিকানা, এবং যদি কোন ব্লগ থাকে তার ঠিকানা যোগের সুযোগ রয়েছে। এই সুযোগের যথাযথ ব্যবহার পাঠকের সাথে সচলায়তনের যোগ ও যোগাযোগ আরো নিবিড় করে তুলবে বলে আমাদের বিশ্বাস।

ধন্যবাদ।


মন্তব্য