বিরক্তিপ্রসূত ব্লগরব্লগর

সজল এর ছবি
লিখেছেন সজল (তারিখ: শুক্র, ১৭/০৪/২০১৫ - ৯:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ন্যাড়ার একবার পর্যন্ত বেলতলায় যাওয়ার নিয়ম আছে। আমার মাথাভরা চুল, একবারের ব্যাপারটা ঠিকমত বুঝি না। তাই বার বার স্কুলে ফিরে আসি আরো উচ্চশিক্ষিত হওয়ার জন্য। আর প্রতিবারই আগের চেয়ে বেশি করে নিশ্চিত হই মাথায় ধূসর পদার্থের অভাব সম্পর্কে। এছাড়া সবুজতর ঘাসের চিরন্তন খোঁজে ঘুরে মরাতো আছেই।

বাংলাদেশের খেলা গডফরসেকেন আওয়ারে, ভোর ৪।‌৩০ এ। আগের রাত জেগে ছিলাম প্রজেক্টের কাজ করতে গিয়ে, তাই বিকাল ভরে ঘুমালাম। তারপর থেকে অপার হয়ে বসে আছি কখন ভোর হবে সেই অপেক্ষায়। কিছু ওয়ার্ম আপ রিপোর্ট পড়তে গিয়ে প্রথম আলোর রিপোর্টারের কামনামধির সাহিত্য পড়তে গিয়ে দুঃখের মাঝেও হাসি পেয়ে গেলো। তাইতো, ঘরের মাঠে বসে আফ্রিদীকে বিবাহের প্রস্তাব দেওয়ার সুযোগতো আমাদের প্রিয় উৎপল শুভ্র আর পাবেন না।

বিদেশে বসে দেশ নিয়ে কিছু বলার অধিকার আছে কিনা সে নিয়ে ধূসর এলাকায় আছি। তাও না পারতে নিয়মিত এটাসেটা বলে ফেলি। বন্ধুদের সূত্রে দেশের খবরে চোখ পড়ে আর দুই দিন পরপরই একেকটা কাজের দিন মাটি হয়ে যায়। ফেইসবুক বন্ধ করে দিলেই দেশ থেকে মোটামুটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া যায়। কাজে মন দেয়ার জন্য এটাই একমাত্র কাজের উপায়, সাহস করে কাজটা করে ফেলতে হবে একদিন।

কার জানি ট্যাগলাইন ছিলো "সৃষ্টির আগুনে জ্বলছি"। আমার অবস্থা উলটা, কোন বিষয়ে কোন সৃষ্টিশীলতা নাই। তাই মাঝে মাঝেই নতুন কী করা যায় সে নিয়ে ঘন্টা খানেক চিন্তাভাবনা করে ফেইসবুক না হয় নেটফ্লিক্স নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ফেইসবুকের আদিযুগে "How creative are you?" নামের একটা ক্যুইজ দিয়ে উত্তর পেয়েছিলাম, "You are like an empty paint bucket, there might be some paint if you scrape the bottom."। অ্যাসিমভের মানুষকে হার্ট না করা সংক্রন্ত রোবটিক্সের সূত্রটা এইসব সফটওয়্যারের জন্যও বাধ্যতামূলক করা উচিত। কোর্স প্রজেক্টের জন্য অ্যানিমেশনের কাজ করতে গিয়ে কাল সারারাত খেটেখুটে ব্লেন্ডার আর ইউনিটি মিলিয়ে একটা ত্রিমাত্রিক পাওয়ার সিম্বল বানাতে গিয়ে এই খালি বালতির কথা মনে পড়ছিলো বার বার। কাজ শেষে অবশ্য এই ছোট জিনিসটার দিকেই মুগ্ধ নয়নে তাকিয়ে ছিলাম অনেক ক্ষণ।

আর কী! শীঘ্রই সিরিয়াস কোন লেখা নিয়ে আসছি। আপাতত এই আপাত সম্পর্কহীন কথাবার্তা ধৈর্য্য ধরে সহ্য করার জন্য ধন্যবাদ।


মন্তব্য

মরুদ্যান এর ছবি

সিম্বল ভাল হইসে।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সজল এর ছবি

তাওতো রঙ করিনি

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

অন্যকেউ এর ছবি

ছোট্ট মেয়েটাকে বললুম, "খুকি, খুব মিষ্টি লাগছে মামণি আজ তোমায়।"

ঘাড় হেলিয়ে ঠোঁট উল্টে বললে, "তাও তো আজ চুলে তেল দেইনি।"

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

অন্যকেউ এর ছবি

এতো ছুডু ছুডু বলোগ দিলে ইন্টার্ন্যাট চলবে কিভাবে? কিবোর্ডে ত্যাল দেন, কিবোর্ড চলুক।

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

সজল এর ছবি

আলো আসবে প্যাকেট প্যাকেট করে। ওই গল্পটার অনুকরণেই কমেন্ট করছিলাম খাইছে

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

প্রৌঢ় ভাবনা এর ছবি

অনেকদিন পর! যাহোক, রঙ না করলেও তেল-সাবান মাখান। হাসি

সজল এর ছবি

হুম, মাখাতেতো হবেই, নাইলে ভালো গ্রেইড পাবো কী করে?

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তিথীডোর এর ছবি

ফেসবুকিং আর ব্লগিং বাদ দিয়া আপাতত পড়ালেহাটা একটু ধরেন। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়! [বিরাট কাবিল ভঙ্গিতে মৃদু মৃদু ঘাড় নাড়ার ইমো]

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সজল এর ছবি

সুই কয় চালুনিরে...

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

সুলতানা সাদিয়া এর ছবি

সিরিয়াস লেখার অপেক্ষায় রইলাম। মাঝে মাঝে এসব ব্লগরব্লগরও কিন্তু বেশ প্রশান্তি দেয়। ভাল থাকুন। অন্যকেউ এর গপটা মজা লাগলো।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

সজল এর ছবি

সিরিয়াস হওয়ার অপেক্ষায় আছি। হয়ে গেলেই...

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

ত্রিমাত্রিক কবি এর ছবি

পড়ালেখা করতেছে এমন মানুষ দেখলে হিংসা লাগে। দোয়া করি পড়ালেখা করে শিক্ষিত হও, বড় হও।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সজল এর ছবি

তোমার দোয়া চলার পথের পাথেয় হয়ে থাকবে। আর তোমার বড় হওয়ার দরকার নাই, শুধু জ্যান্ত থাইকো আর কি।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

ত্রিমাত্রিক কবি এর ছবি

হেহে বড় হওয়াটা আর জ্যান্ত থাকাটা কোনোটাই আমার হাতে নাই, একটা উপরওয়ালার হাতে আর একটা ওনার সাগরেদদের হাতে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আয়নামতি এর ছবি

ন্যাড়া যদি মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন গোত্রের হয় তাহলে সেক্ষেত্রে নিয়মটা কেমন জান্তে চাই দেঁতো হাসি
ফেবু ব্যবহার করিনা, পত্রিকাও তেমন পড়িনা। সচলে না আসলে দেশে কী ঘটছে জানা হয় না ইয়ে, মানে...
ঠিকই বলেছে তিথী, পড়ালেখাটা ঠিকমত না করলে খাবে কি হে? চামে উপদেশ ঝেড়ে দিলেম শয়তানী হাসি

সজল এর ছবি

সেই ক্ষেত্রে আর লিমিট নাই। উপদেশ দেয়ার জিনিস, দিবেনইতো!

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

এক লহমা এর ছবি

"আমার অবস্থা উলটা, কোন বিষয়ে কোন সৃষ্টিশীলতা নাই।" আমার কথা বলা হ'ল। মন খারাপ
পরের লেখার অপেক্ষায় থাকলাম।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রানা মেহের এর ছবি

বিদেশ থেকে দেশ নিয়ে কথা বলার ব্যাপারে ধুসর জায়গায় থাকার কী আছে?
আমাকে বন্ধুরা বলেই দিয়েছে দেশ ছেড়ে দেশ নিয়ে কথা বলা হিপোক্রেসি।
আমি জেনেশুনেই হিপোক্রেসি করি দেঁতো হাসি

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতন্দ্র প্রহরী এর ছবি

ভালোই তো লাগল পড়তে। "সিরিয়াস" ব্লগটাও পড়ার অপেক্ষায় থাকলাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।